Daily Important Current Affairs | কারেন্ট অ্যাফেয়ার্স 23 September 2021
Admin
September 23, 2021
কারেন্ট অ্যাফেয়ার্স
1. আন্তর্জাতিক সাংকেতিক ভাষা দিবস কবে পালন করা হয়?
a) 21 সেপ্টেম্বর
b) 22 সেপ্টেম্বর
c) 23 সেপ্টেম্বর
d) 24 সেপ্টেম্বর
সঠিক উত্তর c)- 23 সেপ্টেম্বর
Important keyboards:-
*2021 এর থিম- ‘We sign for human rights'.
2. 'Dancing with Dreams' - সম্প্রতি বইটি প্রকাশিত হয়েছে। বইটি কার লেখা?
a) আদিত্য চোপড়া
b) আদিত্যনাথ দাস
c) তুষার কান্তি দাস
d) অমিতাভ ঘোষ
সঠিক উত্তর c)- আদিত্যনাথ দাস
3. 2021 আন্তর্জাতিক শান্তি সম্মেলন (International peace conference 2021) কোথায় অনুষ্ঠিত হবে?
a) লাদাখ
b) জম্মু-কাশ্মীর
c) দিল্লি
d) হরিয়ানা
সঠিক উত্তর a) - লাদাখ
Important keyboards:-
• 2021 -এ এই সম্মেলন 11 তম সংস্করণ।
• লাদাখের লেফটেন্যান্ট গভর্নর - রাধাকৃষ্ণ মাথুর।
4. ভারতীয় বায়ুসেনার প্রধান কে হলেন?
a) বীরেন্দ্র সিং
b) রাকেশ সিং ভাদুরিয়া
c) বিবেক রাম চৌধুরী
d) উপরের কোনোটিই নয়
সঠিক উত্তর c)- বিবেক রাম চৌধুরী
Important keyboards:-
• ভারতীয় বায়ুসেনা প্রতিষ্ঠা দিবস– 1932
• ভারতীয় বায়ুসেনা সদরদপ্তর – নিউ দিল্লি।
• ভারতীয় বায়ুসেনা দিবস– 8 অক্টোবর।
5. The Himalayan Film Festival 2021 কোথায় অনুষ্ঠিত হবে?
a) দিল্লি
b) হরিয়ানা
c) পাঞ্জাব
d) লাদাখ
সঠিক উত্তর d)- লাদাখ
Important keyboards:-
• 2021 এ এটি প্রথম সংস্করণ।
• 24 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত এই ফেষ্টিভেল অনুষ্ঠিত হবে।
• লাদাখের লেফটেন্যান্ট গভর্নর - রাধাকৃষ্ণ মাথুর।
6. ‘জাস্টিন ট্রুডো' কোন দেশে পুনরায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন?
a) আমেরিকা
b) কানাডা
c) রাশিয়া
d) ইংল্যান্ড
সঠিক উত্তর b)- কানাডা
Important keyboards:-
• কানাডার উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত।
• কানাডার রাজধানী – অটোয়া।
• কানাডার মুদ্রা– কানাডিয়ান ডলার।
• ক্ষেত্রফল অনুযায়ী পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা।
• কানাডার সংসদের নাম- পার্লামেন্ট।
7. যোগেশ্বর সাঙ্গবান কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন?
a) Republic of Kongo
b) Republic of Paraguay
c) Jarmany
d) America
সঠিক উত্তর b) - Republic of Paraguay
Important keyboards:-
Republic of Paraguay
• রাজধানী – Asunacion
• প্রেসিডেন্ট – Mario Adbo Benizer
• মুদ্রা – Paraguayan Guarani
8. মধ্যপ্রদেশের ‘ছিন্দবাড়া বিশ্ববিদ্যালয়ে’র নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে?
a) মধ্যমপাড়া বিশ্ববিদ্যালয়
b) রাজা শংকর বিশ্ববিদ্যালয়
c) শংকরমহারাজ বিশ্ববিদ্যালয়
d) উপরের কোনোটিই নয়
সঠিক উত্তর b)- রাজা শংকর বিশ্ববিদ্যালয়
Important keyboards:-
• মধ্যপ্রদেশের রাজধানী – ভূপাল।
• মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী- শিবরাজ সিং চৌহান।
• মধ্যপ্রদেশের রাজ্যপাল – Mangubhai C. Patel।
9. 2021 Ramkrishna Bajaj Memorial Global Award-এ কাকে সন্মানিত করা হয়েছে?
a) মুকেশ আম্বানি
b) নীতা আম্বানি
c) গৌতম আদানি
d) রতন টাটা
সঠিক উত্তর c)- গৌতম আদানি
*আদানি গ্রুপের চেয়ারম্যান হলেন গৌতম আদানি।
10. সম্প্রতি ভারতের কোন দুটি সমুদ্র তট রেখাকে ‘Blue Flag Certificate' এর মর্যাদা প্রদান করা হয়েছে?
a) কোবলাম, তামিলনাডু
b) ইডেন, পুদুচেরি
c) A) and B)
d) None of these
সঠিক উত্তর c)- কোবলাম ও ইডেন
Important keyboards:-
• Blue Flag Certificate বলতে পরিবেশ বান্ধব সমুদ্র তটরেখার আওতায় আনা।
• ভারতে মোট পরিবেশবান্ধব সমুদ্রতট রেখার সংখ্যা 10টি।