কারেন্ট অ্যাফেয়ার্স
1. গুলাব সাইক্লোন প্রধানত ভারতের কোন দুই রাজ্যের উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে?
a) উড়িষ্যা ও অন্ধপ্রদেশ
b) কেরালা ও তামিলনাড়ু
c) মহারাষ্ট্র ও গোয়া
d) কোনোটিই নয়
সঠিক উত্তর a)- উড়িষ্যা অন্ধপ্রদেশ
*‘গুলাব’ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে পাকিস্তান।
2. অন্তোদ্যয় দিবস কবে পালন করা হয়?
a) 25 সেপ্টেম্বর
b) 26 সেপ্টেম্বর
c) 27 সেপ্টেম্বর
d) 28 সেপ্টেম্বর
সঠিক উত্তর a)- 25 সেপ্টেম্বর
*2014 সাল থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে এই অন্তোদ্যয় দিবস পালন করা হয়।
3. 'ARJUN Tank MK1A' - ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি করার জন্য সুরক্ষা মন্ত্রণালয় কার সাথে চুক্তি করেছে?
a) Heavy Vehicle Factory
b) TATA
c) Adani Group
d) None of these
সঠিক উত্তর a)- Heavy Vehicle Factory
*DRDO দ্বারা এই ট্যাংকটি আধুনিকরণ করেছে।
4. Business Excellence Award 2021- এ কাকে সম্মানিত করা হয়েছে?
a) অচিন্ত চক্রবর্তী
b) প্রকাশ পান্ডে
c) ওম প্রকাশ মেহেতা
d) কপিল পাঠারে
সঠিক উত্তর d)- কপিল পাঠারে
* ভারতের আর্থিক ব্যবস্থার উন্নতিতে তার যোগদানে জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে।
5. Golbal Start-up Ecosystem Report 2021-এ ভারতের বেঙ্গালুরু কততম স্থানে রয়েছে?
a) 20th
b) 22nd
c) 23rd
d) 24th
সঠিক উত্তর c) – 23rd
1st - সিলিকন ভ্যালি, ক্যালিফোর্নিয়া
2nd – নিউইয়র্ক
3rd – লন্ডন
*দিল্লি 36 তম স্থানে রয়েছে।
6. ‘Mukhyamantri Bagwani Bim Yojana' – কোন রাজ্য সরকার চালু করেছে?
a) পাঞ্জাব
b) হরিয়ানা
c) দিল্লি
d) মহারাষ্ট্র
সঠিক উত্তর b)- হরিয়ানা
* হরিয়ানার রাজধানী- চন্ডিগড়।
* হরিয়ানার মুখ্যমন্ত্রী- মনোহর লাল খট্টর
* হরিয়ানার রাজ্যপাল– বন্দারু দত্তাত্রেয়।
7. ত্রিপুরা রাজ্যের বিধানসভার নতুন স্পিকার কে হলেন?
a) বিশ্বজিৎ দেবনাথ
b) শম্ভু চক্রবর্তী
c) ভবনা সেন
d) রতন চক্রবর্তী
সঠিক উত্তর d)- রতন চক্রবর্তী
* ত্রিপুরার রাজধানী- আগরতলা।
*ত্রিপুরার মুখ্যমন্ত্রী- বিপ্লব কুমার দেব।
*ত্রিপুরার রাজ্যপাল- সত্য দেব নারায়ন আচার্য।
8. 'The Long Game: How The Chinese Negotiate with India'- বইটি কার লেখা?
a) জয় গোখলে
b) বিজয় গোখলে
c) আকাশ গোখলে
d) কোনোটিই নয়
সঠিক উত্তর b)- বিজয় গোখলে
9. সম্প্রতি কোন রাজ্যের 'Naga Cucumber' কে G.I ট্যাগ প্রদান করা হয়েছে?
a) আসাম
b) মিজোরাম
c) নাগাল্যান্ড
d) মণিপুর
সঠিক উত্তর c)- নাগাল্যান্ড
* নাগাল্যান্ডের রাজধানী- কোহিমা।
*নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী- নেইফিউ রিও।
* নাগাল্যান্ডের রাজ্যপাল – R. N Ravi.
10. সম্প্রতি কোন দেশ ‘Crypto Currency’ কে অবৈধ ঘোষণা করেছে?
a) আমেরিকা
b) চীন
c) রাশিয়া
d) ভারত
সঠিক উত্তর b)- চীন
*ক্রিপ্টোকারেন্সি হল একধরনের ডিজিটাল মুদ্রা।