Daily Important Current Affairs in bengali | কারেন্ট অ্যাফেয়ার্স - 28.09.2021

 কারেন্ট অ্যাফেয়ার্স 


1.  World Environmental Health Day কবে পালন করা হয়? 
a) 24 সেপ্টেম্বর 
b) 25 সেপ্টেম্বর 
c) 26 সেপ্টেম্বর 
d) 27 সেপ্টেম্বর 
সঠিক উত্তর c)-26 সেপ্টেম্বর
*2021 এর থিম– 'Prioritizing environmental health for healthier communication in the Global recovery'.

2. National Florence Nightingale award 2020 কাকে সম্মানিত করা হয়েছে?
a) Shakuntala Debi
b) Sumatra Roy
c) Purnima Ghos
d) Bring S.B Saraswati
সঠিক উত্তর d)- Brig S.B Saraswati
* সৈন্য নার্সিং সেবায় উৎকৃষ্ট যোগদানের জন্য তাকে সম্মান দেওয়া হয়েছে।

3. 'A Silent Revolution'– বইটি কার লেখা?
a) স্নিগ্ধা পরুপুডি
b) সোমা মন্ডল
c) হিমা কোহলি 
d) কোনোটিই নয়
সঠিক উত্তর a)– স্নিগ্ধা পরুপুডি
*তিনি তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা। 

4. FIH Hockey Men's Junior World Cup 2021 - ভারতের কোন রাজ্যে আয়োজন করা হয়েছে? 
a) পশ্চিমবঙ্গ 
b) ওড়িষ্যা 
c) কর্ণাটক 
d) মহারাষ্ট্র 
সঠিক উত্তর b)- ওড়িষ্যা 
*ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। 
*2021-এ এটি 12 তম সংস্করণ। 
*ওড়িষ্যার রাজধানী– ভুবনেশ্বর।
*ওড়িষ্যার মুখ্যমন্ত্রী– নবীন পট্টনায়ক।
*উড়িষ্যার রাজ্যপাল– গণেশী লাল।

5. Press Trust of India (PTI) এর নতুন চেয়ারম্যান কে হলেন?
a) অভিক সরকার
b) রাকেশ আগরওয়াল
c) সঞ্জিব জৈন 
d) অমিতাভ কান্ত
সঠিক উত্তর a)– অভিক সরকার
* Press Trust of India এর প্রতিষ্ঠা সাল– 27 August 1947.
*সদরদপ্তর– নিউ দিল্লি। 

6. World Archery Athelate কমিটিতে ভারতের কাকে চার বছরের জন্য নিযুক্ত করা হল?
a) বিনয় বর্মা 
b) অভিষেক বর্মা 
c) সুরেশ প্রভু 
d) কোনোটিই নয়
সঠিক উত্তর b) – অভিষেক বর্মা
* তীরন্দাজি বিশ্বকাপে তিনবার স্বর্ণপদক জয়ী' ভারতের অভিশেক বর্মা বিশ্ব তীরন্দাজি কমিটিতে চার বছরের জন্য নিযুক্ত হলেন।

7. QUAD Summit 2021 কোথায় আয়োজন করা হয়েছে?
a) ভারত 
b) আমেরিকা 
c) অস্ট্রেলিয়া 
d) জাপান 
সঠিক উত্তর b)- আমেরিকা 
*QUAD এর সদস্য দেশ গুলি হল– ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, জাপান।

8. KVIC দ্বারা উড়িষ্যায় প্রথম রেশম সুতা উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছে। ওড়িশ্যার কোন জেলায় এটি স্থাপন করা হয়েছে? 
a) ভুবনেশ্বর 
b) কটক 
c) পুরী 
d) কোনোটিই নয় 
সঠিক উত্তর b)- কটক
*KVIC এর পুরো নাম – Khadi and Village Industries Commission 
*প্রতিষ্ঠা সাল – 1956
*সদরদপ্তর – মুম্বাই 
*চেয়ারম্যান – বিনয় কুমার সাক্সেনা। 

9. Russian Grand Prix 2021 কে জয়লাভ করলেন?
a) লুইস হ্যামিলটন 
b) ম্যাক্স ভাস্টাপেন
c) কার্লোস সাইনজ 
d) কোনোটিই নয়
সঠিক উত্তর a)–  লুইস  হ্যামিলটন 
*2nd – ম্যাক্স ভাস্টাপেন 
*3rd – কার্লোস সাইনজ

10. World Pharmacist Day কবে পালন করা হয়?
a) 24 সেপ্টেম্বর 
b) 25 সেপ্টেম্বর 
c) 26 সেপ্টেম্বর 
d) 27 সেপ্টেম্বর 
সঠিক উত্তর b)– 25 সেপ্টেম্বর
*2021 এর থিম - 'Pharmacy Always Trusted for Your Health'.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad