Important Current Affairs with Static GK
1. সম্প্রতি কোন ব্যাংক ‘রাজভাষা কীর্তি পুরস্কার’ পেয়েছে?
a) পাঞ্জাব ন্যশনাল ব্যাঙ্ক
b) ইউনিয়ন ব্যাঙ্ক
c) a) and b)
d) None of these
সঠিক উত্তর – a) and b)
*হিন্দি ভাষা সম্প্রসারণের জন্য এই পুরষ্কার দেওয়া হয়েছে।
সমস্ত প্রতিযোগীতা মূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
পাঞ্জাব ন্যশনাল ব্যাঙ্ক
• প্রতিষ্ঠা সাল –1894
• সদরদপ্তর– দিল্লি
• CEO– Rajkiran Rai
ইউনিয়ন ব্যাঙ্ক
• প্রতিষ্ঠা সাল– 1919
• সদরদপ্তর– মুম্বাই
• CEO– S.S. Mallikarjuna Rao
2. 'Human Right and Terrorism in India' – বইটি কার লেখা?
a) সুব্রমানিয়ার স্বামি
b) এম. রঙ্গস্বামি
c) পি. কে. আইয়ার
d) কোনোটিই না
সঠিক উত্তর -a) সুব্রমানিয়ার স্বামি
3. কোন রাজ্য ‘মেডিসিন ফ্রম দা স্কাই’ স্কিম চালু করলো?
a) কর্নাটক
b) অন্ধ্রপ্রদেশ
c) তেলেঙ্গানা
d) কেরল
সঠিক উত্তর -c) তেলেঙ্গানা
সমস্ত প্রতিযোগীতা মূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
• তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল – তামিলিসাই সুন্দরাজন।
• তেলেঙ্গানা রাজ্য মুখ্যমন্ত্রী –কে. চন্দ্রশেখর রাও।
4. আজিজ আখানাউচ কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন?
a) মরক্কো
b) সাউথ আফ্রিকা
c) সুদান
d) নিউজিল্যান্ড
সঠিক উত্তর –a) মরক্কো।
সমস্ত প্রতিযোগীতা মূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
• মরক্কোর রাজধানী -বারাত
• মুদ্রা- মরোক্কান দিরহাম
• মরক্কো আফ্রিকা মহাদেশে অবস্থিত।
5. T-20 ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারতীয় দলের পরামর্শদাতা কে হলেন?
a) সৌরভ গাঙ্গুলী
b) মহেন্দ্র সিং ধোনি
c) কপিল দেব
d) সুনীল গাভাষ্কার
সঠিক উত্তর –b) মহেন্দ্র সিং ধোনি
সমস্ত প্রতিযোগীতা মূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
• BCCI -এর প্রেসিডেন্ট – সোরভ গাঙ্গুলি
• BCCI এর সদরদপ্তর– মুম্বাই
• BCCI এর প্রতিষ্ঠা সাল– 1928
6. সম্প্রতি ‘নুয়াখাই জুহার’ ফসল উৎসব কোন রাজ্যে পালিত হল?
a) বিহার
b) ওড়িশা
c) কেরল
d) কর্নাটক
সঠিক উত্তর – b) ওড়িশা
সমস্ত প্রতিযোগীতা মূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
• উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর।
• উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
• উড়িষ্যার রাজ্যপাল গনেশী লাল।
7. UNESCO Literacy Prize 2021 কাকে দেওয়া হয়েছে?
a) NIOS
b) MIOS
c) PIOS
d) AIOS
সঠিক উত্তর – a) NIOS
• NIOS এর ফুল নাম– The National Institute of Open Schooling.
8. ‘বাজরা মিশন’ – স্কিম চালু করেছে কোন রাজ্যে?
a) বিহার
b) ওড়িশা
c) কেরল
d) ছত্রিশগড়
সঠিক উত্তর –d) ছত্রিশগড়
সমস্ত প্রতিযোগীতা মূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
• ছত্রিশগড় এর রাজধানী রায়পুর।
• ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
• ছত্রিশগড়ের রাজ্যপাল অনুসূয়া উইকি।
9. 'COCA-COLA' India Vice-president কে নিযুক্ত হলেন?
a) সোনালি খান্না
b) সোমা মন্ডল
c) হিমা কোহলি
d) দিপা মিশ্র
সঠিক উত্তর – a) সোনালি খান্না
10. ‘PM KUSUM’ স্কিম এর অধিনে সৌর পাম্প স্থাপনে কোনা রাজ্য শীর্ষে রয়েছে?
a) ছত্রিশগড়
b) হরিয়ানা
c) বিহার
d) ওড়িশা
সঠিক উত্তর – a) হরিয়ানা
সমস্ত প্রতিযোগীতা মূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
• হরিয়ানার রাজধানী চন্ডিগড়।
• হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার।
• হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়।