Daily Important Current Affairs in Bengali 14.09.2021

 Current Affairs -14.09.2021


1. বিশ্ব হিন্দি দিবস কবে পালন করা হয়?
a) 10 সেপ্টেম্বর 
b) 11 সেপ্টেম্বর 
c) 12 সেপ্টেম্বর 
d) 14 সেপ্টেম্বর 
সঠিক উত্তর d)- 14 সেপ্টেম্বর 
*হিন্দি ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য ও মূল্যবোধ তুলে ধরতেই দিনটি পালন করা হয়।

2. *US Open 2021 men's single বিভাগে কে জয় লাভ করলেন? 
a) ডেনিয়েল মেদভেদেভ 
b) নোভাক জোকোভিচ 
c) রাফায়েল নাদাল 
d) কোনোটিই না 
সঠিক উত্তর a) - ডেনিয়েল মেদভেদেভ

3. YAHOO এর নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার কে নিযুক্ত হলেন?
a) জিম ল্যানজোন
b) সুন্দর পিচাই
c) স্টুয়ার্ড স্মিথ 
d) উপরের কোনোটিই না 
সঠিক উত্তর a) - জিম ল্যানজোন
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:- 
ইয়াহুর প্রতিষ্ঠা সাল হাজার 1994। 
ইয়াহুর সদর দপ্তর ক্যালিফোর্নিয়া, ইউ.এস ।
প্রতিষ্ঠাতা – Jerry yang and Devid Filo ।

4. গান্ধী স্মৃতি দর্শন সমিতির ভাইস চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?
a) পীযূষ গোয়েল 
b) বিজয় গোয়েল 
c) ধর্মেন্দ্র প্রধান 
d) নীতিন গড়করি 
সঠিক উত্তর b)- বিজয় গোয়েল
গান্ধী স্মৃতি দর্শন সমিতির চেয়ারম্যান নরেন্দ্র মোদি।

5. *US Open 2021 Women's single বিভাগে কে জয় লাভ করলেন? 
a) Naomi Osaka 
b) Alisha Walker
c) Emma Raducanu
d) None of these
সঠিক উত্তর c) - Emma Raducanu

6. Adobe ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর কে হলেন? 
a) প্রতিভা মহাপাত্র 
b) হিমা কোহলি 
c) সোমা মন্ডল 
d) দেবজ্যোতি দত্ত 
সঠিক উত্তর a)- প্রতিভা মহাপাত্র

7. বিশ্বের প্রথম গল্ফ প্লেয়ার যিনি 10 বছরের জন্য দুবাই গোল্ডেন ভিসা পেয়েছেন তার নাম কি?
a) জীভ মিলখা সিং
b) সত্যেন্দ্র সিং
c) প্রকাশ মিলখা সিং
d) কোনোটিই না
সঠিক উত্তর  a) - জীভ মিলখা সিং

8. *Italian Grand Prix 2021 কে বিজেতা হলেন।
a) ল্যান্ডে নরিস
b) ডেনিয়েল বিলিয়ার্ডো 
c) ভাল্টেরি বোটস
d) লুইস হ্যামিলটন
সঠিক উত্তর b) – ডেনিয়েল বিলিয়ার্ডো
*দ্বিতীয় হয়েছেন ল্যান্ডে নরিস।
* তৃতীয় হয়েছেন ভাল্টেরি বোটস।

9. বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস কবে পালন করা হয়? 
a) 10 সেপ্টেম্বর 
b) 11 সেপ্টেম্বর 
c) 12 সেপ্টেম্বর 
d) 13 সেপ্টেম্বর 
সঠিক উত্তর b)- 11 সেপ্টেম্বর। 
*2021 এর থিম 'First Aid and Road Sefty' 

10. ফিকশন 2021 নারী পুরষ্কার বিজেতার নাম কি? 
a) সুশনা ক্লার্ক
b) ভাবনা বসু
c) রোহিনী দত্ত
d) হিমা কোহলি 
সঠিক উত্তর a) - সুশনা ক্লার্ক
' Piranesi' উপন্যাসের জন্য এই পুরষ্কার *পেয়েছেন। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad