Daily Important Current Affairs 13.09.2021

Top Post Ad

 Current affairs in Bengali


1. 2022 G-20 Summit কোথায় অনুষ্ঠিত হবে? 
a) ভারত 
b) চীন 
c) ইন্দোনেশিয়া 
d) সিঙ্গাপুর 
সঠিক উত্তর c)– ইন্দোনেশিয়া
সকল প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
ইন্দোনেশিয়ার রাজধানী- জাকার্তা।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি –Joko Widodo
ইন্দোনেশিয়ার মুদ্রা – Indinasian Rupiah

2. গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী কে হলেন?
a) ভূপেন্দ্র প্যাটেল 
b) তিরাত সিং রাওয়াত 
c) বিজয় রুপানি
d) পুষ্কর ধামি
সঠিক উত্তর  ভূপেন্দ্র প্যাটেল
সকল প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
গুজরাটের রাজধানী গান্ধীনগর।
গুজরাটের রাজ্যপাল আচার্যদেব ভরাট।

3. সার্বজনীন ভ্রাতৃত্ব দিবস কবে পালন  করা হয়?
a) 11 সেপ্টেম্বর 
b) 12 সেপ্টেম্বর 
c) 13 সেপ্টেম্বর 
d) 14 সেপ্টেম্বর
সঠিক উত্তর a)- 11 সেপ্টেম্বর

4. গরুকে জাতীয় পশু হিসাবে ঘোষণা করার জন্য কেন্দ্রকে প্রস্তাব দিল কোন হাইকোর্ট? 
a) এলাহাবাদ হাইকোর্ট 
b) কলকাতা হাইকোর্ট 
c) গুয়াহাটি এয়ারপোর্ট 
d) উত্তরাখন্ড হাইকোর্ট
সঠিক উত্তর a)- এলাহাবাদ হাইকোর্ট

5. গর্ভপাতকে অবৈধ বলে ঘোষণা করলো কোন দেশ? 
a) মেক্সিকো 
b) আমেরিকা 
c) কানাডা 
d) ইংল্যান্ড
সঠিক উত্তর a) – মেক্সিকো
সকল প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
মেক্সিকো উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। 
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি।
মেক্সিকোর প্রেসিডেন্ট – আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর।
মেক্সিকোর মুদ্রা – মেক্সিকান পেসো।

6. কোন কোম্পানি একশৃঙ্গ গন্ডারকে  তাদের ম্যাসকটে যুক্ত করতে চলেছে?
a) Indian oil corporation LTD
b) Tata Consultancy services
c) Relaince Industries
d) Infosys
সঠিক উত্তর a) - Indian oil corporation LTD
সকল প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর প্রতিষ্ঠা সাল 1959।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর সদর দপ্তর – নিউদিল্লি।

7. 2021 BRICKS Summit কোথায় অনুষ্ঠিত হবে?
a) ভারত 
b) চীন 
c) সাউথ আফ্রিকা 
d) ব্রাজিল 
সঠিক উত্তর a)- ভারত
ভারতের বর্তমান প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ 
বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম-N.V. Ramana

8. TATA AIA Life Insurance এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হলেন? 
a) নীরাজ চোপরা 
b) মীরাবাঈ চানু 
c) পি.ভি সিন্ধু 
d) পঙ্কজ আডবাণী 
সঠিক উত্তর a) - নীরাজ চোপরা

9. 28th সামুদ্রিক দ্বিপাক্ষিক মহড়া 'SIMBEX' ভারত কোন দেশের সাথে আয়োজন করবে?
a) বাংলাদেশ 
b) ইন্দোনেশিয়া 
c) মালয়েশিয়া 
d) সিঙ্গাপুর 
সঠিক উত্তর d) সিঙ্গাপুর
সকল প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
সিঙ্গাপুরের রাজধানীর নাম- সিঙ্গাপুর।
সিঙ্গাপুরের মুদ্রার নাম- সিঙ্গাপুর ডলার ।
সিঙ্গাপুরের প্রেসিডেন্টের নাম – Helimah Yeacob ।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর নাম – Lee Hsien Loong ।

10. দিনমজুর ও তাদের পরিবারকে সাহায্য করতে ‘সাথী কার্ড' কে চালু করলেন? 
a) আদিত্য চোপড়া 
b) রামেশ্বর চোপড়া 
c) ভুবনেশ্বর চোপড়া 
d) দিলীপ চোপড়া 
e) ধর্মেন্দ্র প্রধান 
সঠিক উত্তর a)- আদিত্য চোপড়া 
*আদিত্যআদিত্য চোপড়া হলেন বলিউডের চলচ্চিত্র নির্মাতা ।







Below Post Ad

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.