Khilji Dynasty Details in Bengali | Delhi Sultanate | Medieval History in India | খলজি বংশ

Top Post Ad

Khilji Dynasty Details in Bengali

খলজি বংশ (১২৯০–১৩২০ সাল) 

জালালউদ্দিন খলজি (১২৯০-১২৯৬ সাল)

➤ জালালউদ্দিন খলজি দাস বংশের শেষ সম্রাট কায়ুমর্সকে হত্যা করে ১২৯০ খ্রী. খলজি বংশের প্রতিষ্ঠা করেন।

➤ জালালউদ্দিন খলজি ছিলেন কায়ুমর্স এর পিতা কাইকোবাদের রাজকীয় দেহরক্ষী।

➤ ১২৯০ খ্রী. মোঙ্গল নেতা আবদুল্লাহ ভারত আক্রমণ করলে জালালউদ্দিনের কাছে পরাজিত হন।

➤ তাকে আর্জ-ই-মামুলিক ও মুলতানের শাসনকর্তা পদে নিয়োগ করা হয়।

➤ ১৮৯২ খ্রী. তিনি মান্দাশোর জয় করেন।

➤ জালালউদ্দিন খলজির সময় দু'টি উল্লেখযোগ্য ঘটনা হল মালিক চাজ্জু ও সিদিমৌলির বিদ্রোহ। 

➤ ১২৯০ সালে তিনি মালিক চাৰ্জ্জুর বিদ্রোহ দমন করেন এবং সিদিমৌলিকে হত্যা করেন। 

➤ জালালউদ্দিন খলজি দেওয়ান-ই-ওয়াকফ নামে একটি নতুন পদ সৃষ্টি করেন।

________________________________________________

________________________________________________


আলাউদ্দিন খলজি (১২৯৬-১৩১৬ সাল)

➤ আলাউদ্দিন খলজি ছিলেন শিহাবুদ্দিন খলজির পুত্র। তাঁর আসল নাম ছিল আলি গুরুশাস্প।

➤ ভারতের খলজি বংশের দ্বিতীয় শাসক এবং তিনি বংশের শক্তিশালী শাসক ছিলেন। 

➤ কাকা জালালউদ্দিন খলজিকে হত্যা করে তিনি সুলতান হন।

➤ তাঁর অনুসারীদের কাছে থেকে বিদ্রোহ দমন করার জন্য, তিনি কার্যকরী গুপ্তচর প্রথা চালু করেছিলেন।

➤ তিনি অশ্ব চিহ্নিতকরণ দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন করেন।

➤ তিনি বাজারদর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন ।

➤ তিনি শাহনা-ই-মান্ডি বা বাজার তত্ত্বাবধায়ক, দেওয়ানি  মুস্তাখারজ বা কর সংগ্রাহক এবং দেওয়ানি রিয়াসত বা অর্থনীতির নিয়ন্ত্রক পদের সৃষ্টি করেন।

➤ আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন গাজি মালিক এবং মালিক কাফুর। 

➤ তিনি ইকতা প্রথা বন্ধ করে দেন।

➤ তিনি রেশনিং ব্যবস্থা চালু করেন।

➤ বিখ্যাত আলাই দরওয়াজ তাঁর সময়ে তৈরি হয়।

➤ তিনি তাঁর মুদ্রায় সিকান্দার-ই-শানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি নেন ।

➤ তিনি দিল্লির নিকট সিরি শহরটি নির্মাণ করেন।

➤ আমির খসরু তাঁর সভাকবি ছিলেন।

প্রথম সুলতান যিনি স্থায়ী সৈন্যবাহিনী পরিচালনা করেন।

➤ প্রথম সুলতান হিসাবে দাক্ষিণাত্য জয় করেন।

➤ অর্থনৈতিক সংস্কার এবং মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য পরিচিত।

➤ মালবের শাসকের কাছ থেকে বিখ্যাত কোহিনুর হিরে কেড়ে নিয়েছিলেন।

➤ ঐতিহাসিক বরণি, আমির খসরু, মীর হাসান এবং সাধক নিজামুদ্দিন আওলিয়া তাঁর পৃষ্ঠপোষক ছিলেন।


কুতুবউদ্দিন মুবারক শাহ (১৩১৬-১৩২০ সাল)

➤ আলাউদ্দিন খলজির মৃত্যুর পর কুতুবউদ্দিন মুবারক শাহ সিংহাসনে বসেন।

➤ তিনি নিজেকে খালিফা হিসেবে ঘোষণা করেন।

➤ তিনি আল-ওয়াশিক-বিল্লা উপাধি নেন ।


নাসিরউদ্দিন খসরু শাহ (১৩২০ খ্রী. ১৩ এপ্রিল - ১৩২০ খ্রী. ৬ সেপ্টেম্বর)

➤ মোবারক শাহকে হত্যা করে খসরু শাহ সিংহাসনে বসেন। 

➤ খসরু শাহ ছিলেন গুজরাটের এক হিন্দু এবং শেখ নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য।

➤ তিনি হিন্দু ছিলেন এবং পরে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন।

➤ পাঞ্জাবের শাসনকর্তা গাজি মালিক তিলপতের যুদ্ধে পরাজিত করেন ও হত্যা করেন এবং দিল্লিতে তুঘলক বংশের সূচনা করেন।

_______________________________________________

Below Post Ad

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.