ভারতের গুরুত্বপূর্ণ হ্রদ : চিল্কা | কোলেরু | পুলিকট | ভেম্বানাদ | সম্বর | লোকটাক | পংগং | অষ্টমুদি | লোকটাক হ্রদ | ভীমতাল এবং নৈনিতাল হ্রদ

Importance of Indian lakes

Dear Students, 

আজকের বিষয়  ভারতের গুরুত্বপূর্ণ হ্রদ  সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরা হয়েছে। যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবেই। নিম্নে চিল্কা হ্রদ | কল্লেরু হ্রদ | পুলিকট হ্রদ | ভেম্বানাদ হ্রদ সম্বর হ্রদ | অষ্টমুদী হ্রদ | লোকটাক হ্রদ | চন্দ্ৰতাল হ্রদ | ভীমতাল হ্রদ| ডাল হ্রদ | পংগং হ্রদ | উলার হ্রদ সম্পর্কে  আলোচনা করা হল।

Table Of Content (toc)

চিল্কা হ্রদ

  • অবস্থান- ওড়িশা রাজ্য
  • গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ। বর্ষাকালে মৌসুমী জলবায়ুর দ্বারা পুষ্ট হওয়ার ফলে এর বিস্তৃতি হয় 1175 কিমি এবং গ্রীষ্মকালে 900 কিমি।
  • প্রকৃতি- লবণাক্ত জলের হ্রদ


পুলিকট হ্রদ

  • অবস্থান- অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত
  • গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- করমণ্ডল উপকূলের উপর অবস্থিত দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় হ্রদ।
  • প্রকৃতি- লবণাক্ত জলের হ্রদ


সম্বর হ্রদ

  • অবস্থান- রাজস্থানের জয়পুর শহরে অবস্থিত।
  • গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। এটি বর্তমানে Ramsar Sight-এর অন্তর্গত।
  • প্রকৃতি- লবণাক্ত জলের হ্রদ

>> অবশ্যই পড়ুন : বিভিন্ন ধরনের অধ্যয়ন ও তাদের নাম

ভেম্বানাদ হ্রদ

  • অবস্থান- কেরল রাজ্য
  • গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- এটি 200 বর্গকিমি এলাকা নিয়ে অবস্থিত। এটি ‘কয়াল' নামেও পরিচিত। এটি ভারতের বৃহত্তম কয়াল। মালাবার উপকূল বরাবর অবস্থিত। এটি কেরলের বৃহত্তম হ্রদ।
  • প্রকৃতি- লবণাক্ত জলের হ্রদ


অষ্টমুদী হ্রদ

  • অবস্থান- কেরলের কোলাম জেলা
  • গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- অষ্টমুদি মানে আটটি শাখায় বিভক্ত। এটি Ramsar Convention এর অংশ হিসেবে গুরুত্ব পেয়েছে। 
  • প্রকৃতি- লবণাক্ত জলের হ্রদ


লোকটাক হ্রদ

  • অবস্থান- মনিপুর রাজ্য
  • গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ। এটি মণিপুরের ইম্ফলে অবস্থিত। 1990 সালে এটিকে Ramsar Convention-এর আওতায় আনা হয়েছে।
  • প্রকৃতি- স্বাদুজলের হ্রদ

পংগং হ্রদ

  • অবস্থান- লাদাখ
  • গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- এটি লে শহর থেকে 5 ঘণ্টার দূরত্বে অবস্থিত। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম হ্রদ। ‘ছাঙ্গলা পাস’ এই হ্রদে অবস্থিত। 
  • প্রকৃতি- লবণাক্ত জলের হ্রদ


ভীমতাল হ্রদ

  • অবস্থান- উত্তরাখন্ড রাজ্য
  • গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়ের ভীমতাল শহরে এটি অবস্থিত। হ্রদের মধ্যে একটি উপদ্বীপ লক্ষ করা যায়, যা শহরের সৌন্দর্যকে বৃদ্ধি করেছে।
  • প্রকৃতি- স্বাদুজলের হ্রদ

>> আরও জানুন : কে কোন বিষয়ের জনক

চন্দ্ৰতাল হ্রদ 

  • অবস্থান- হিমাচলপ্রদেশ
  • গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- হিমাচল প্রদেশের লাহুল ও স্পিতি জেলায় অবস্থিত। এটি অধিক উচ্চতায় অবস্থিত
  • প্রকৃতি- স্বাদুজলের হ্রদ


ডাল হ্রদ

  • অবস্থান- শ্রীনগর
  • গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- চারটি বেসিনে বিভক্ত – গাগরিবাল, লোকাট ডাল, বোড ডাল ও নাগিন ডাল। এটি 18 বর্গকিমি এলাকা জুড়ে বিস্তৃত।
  • প্রকৃতি- স্বাদুজলের হ্রদ


কোলেরু হ্রদ

  • অবস্থান- অন্ধ্রপ্রদেশ রাজ্য
  • গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- স্বাদুজলের বৃহত্তম হ্রদ। কৃষ্ণা ও গোদাবরী নদীর মধ্যবর্তী ব-দ্বীপের মাঝে এটি অবস্থিত। এটি 2002 সালে Ramsar Convention-এর আওতায় এসেছে।
  • প্রকৃতি- স্বাদুজলের হ্রদ

কালিভেলি হ্রদ

  • অবস্থান- তামিলনাড়ু রাজ্য
  • গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- এটি পন্ডিচেরি থেকে 10 কিমি উত্তরে অবস্থিত। উপদ্বীপীয় ভারতের বৃহত্তম জলাভূমি। 
  • প্রকৃতি- লবণাক্ত জলের হ্রদ

>> প্রস্তুতি যাচাই করুন : অনলাইন জিকে কুইজ 

উলার হ্রদ

  • অবস্থান- জম্মু-কাশ্মীর 
  • গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- এটি ভারতের সর্ববৃহৎ স্বাদুজলের হ্রদ।
  • প্রকৃতি- স্বাদুজলের হ্রদ


হিমায়ুতসাগর হ্রদ

  • অবস্থান- হায়দরাবাদ শহর
  • গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- সপ্তম নিজাম হিমায়ুত আলি খানের পুত্রের নাম অনুসারে এটির নামকরণ করা হয়েছে। মুসী নদী বরাবর এই হ্রদ নির্মাণ করা হয়েছে।
  • প্রকৃতি- কৃত্রিম হ্রদ


ওসমান সাগর হ্রদ 

  • অবস্থান- হায়দরাবাদ শহর
  • গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- হায়দরাবাদের নিজাম ওসমান আলি খান মুসি নদীর বাঁধের মধ্যে অবরুদ্ধ জল দ্বারা এটি নির্মাণ করেন।
  • প্রকৃতি- কৃত্রিম হ্রদ


পুস্কর হ্রদ

  • অবস্থান- রাজস্থান রাজ্য
  • গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- লুনি নদীর উপর অবস্থিত।
  • প্রকৃতি- কৃত্রিম হ্রদ

_________________________________________________

দৈনিক ফ্রী অনলাইন মক টেস্ট দেওয়ার জন্য হিটলিস্ট ক্যাটাগরি চেক করুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন। (alert-passed)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad