Dear Students,
আজকের বিষয় ভারতের গুরুত্বপূর্ণ হ্রদ সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরা হয়েছে। যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবেই। নিম্নে চিল্কা হ্রদ | কল্লেরু হ্রদ | পুলিকট হ্রদ | ভেম্বানাদ হ্রদ সম্বর হ্রদ | অষ্টমুদী হ্রদ | লোকটাক হ্রদ | চন্দ্ৰতাল হ্রদ | ভীমতাল হ্রদ| ডাল হ্রদ | পংগং হ্রদ | উলার হ্রদ সম্পর্কে আলোচনা করা হল।
Table Of Content (toc)
চিল্কা হ্রদ
- অবস্থান- ওড়িশা রাজ্য
- গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ। বর্ষাকালে মৌসুমী জলবায়ুর দ্বারা পুষ্ট হওয়ার ফলে এর বিস্তৃতি হয় 1175 কিমি এবং গ্রীষ্মকালে 900 কিমি।
- প্রকৃতি- লবণাক্ত জলের হ্রদ
পুলিকট হ্রদ
- অবস্থান- অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত
- গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- করমণ্ডল উপকূলের উপর অবস্থিত দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় হ্রদ।
- প্রকৃতি- লবণাক্ত জলের হ্রদ
সম্বর হ্রদ
- অবস্থান- রাজস্থানের জয়পুর শহরে অবস্থিত।
- গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। এটি বর্তমানে Ramsar Sight-এর অন্তর্গত।
- প্রকৃতি- লবণাক্ত জলের হ্রদ
>> অবশ্যই পড়ুন : বিভিন্ন ধরনের অধ্যয়ন ও তাদের নাম
ভেম্বানাদ হ্রদ
- অবস্থান- কেরল রাজ্য
- গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- এটি 200 বর্গকিমি এলাকা নিয়ে অবস্থিত। এটি ‘কয়াল' নামেও পরিচিত। এটি ভারতের বৃহত্তম কয়াল। মালাবার উপকূল বরাবর অবস্থিত। এটি কেরলের বৃহত্তম হ্রদ।
- প্রকৃতি- লবণাক্ত জলের হ্রদ
অষ্টমুদী হ্রদ
- অবস্থান- কেরলের কোলাম জেলা
- গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- অষ্টমুদি মানে আটটি শাখায় বিভক্ত। এটি Ramsar Convention এর অংশ হিসেবে গুরুত্ব পেয়েছে।
- প্রকৃতি- লবণাক্ত জলের হ্রদ
লোকটাক হ্রদ
- অবস্থান- মনিপুর রাজ্য
- গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ। এটি মণিপুরের ইম্ফলে অবস্থিত। 1990 সালে এটিকে Ramsar Convention-এর আওতায় আনা হয়েছে।
- প্রকৃতি- স্বাদুজলের হ্রদ
পংগং হ্রদ
- অবস্থান- লাদাখ
- গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- এটি লে শহর থেকে 5 ঘণ্টার দূরত্বে অবস্থিত। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম হ্রদ। ‘ছাঙ্গলা পাস’ এই হ্রদে অবস্থিত।
- প্রকৃতি- লবণাক্ত জলের হ্রদ
ভীমতাল হ্রদ
- অবস্থান- উত্তরাখন্ড রাজ্য
- গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়ের ভীমতাল শহরে এটি অবস্থিত। হ্রদের মধ্যে একটি উপদ্বীপ লক্ষ করা যায়, যা শহরের সৌন্দর্যকে বৃদ্ধি করেছে।
- প্রকৃতি- স্বাদুজলের হ্রদ
>> আরও জানুন : কে কোন বিষয়ের জনক
চন্দ্ৰতাল হ্রদ
- অবস্থান- হিমাচলপ্রদেশ
- গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- হিমাচল প্রদেশের লাহুল ও স্পিতি জেলায় অবস্থিত। এটি অধিক উচ্চতায় অবস্থিত
- প্রকৃতি- স্বাদুজলের হ্রদ
ডাল হ্রদ
- অবস্থান- শ্রীনগর
- গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- চারটি বেসিনে বিভক্ত – গাগরিবাল, লোকাট ডাল, বোড ডাল ও নাগিন ডাল। এটি 18 বর্গকিমি এলাকা জুড়ে বিস্তৃত।
- প্রকৃতি- স্বাদুজলের হ্রদ
কোলেরু হ্রদ
- অবস্থান- অন্ধ্রপ্রদেশ রাজ্য
- গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- স্বাদুজলের বৃহত্তম হ্রদ। কৃষ্ণা ও গোদাবরী নদীর মধ্যবর্তী ব-দ্বীপের মাঝে এটি অবস্থিত। এটি 2002 সালে Ramsar Convention-এর আওতায় এসেছে।
- প্রকৃতি- স্বাদুজলের হ্রদ
কালিভেলি হ্রদ
- অবস্থান- তামিলনাড়ু রাজ্য
- গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- এটি পন্ডিচেরি থেকে 10 কিমি উত্তরে অবস্থিত। উপদ্বীপীয় ভারতের বৃহত্তম জলাভূমি।
- প্রকৃতি- লবণাক্ত জলের হ্রদ
>> প্রস্তুতি যাচাই করুন : অনলাইন জিকে কুইজ
উলার হ্রদ
- অবস্থান- জম্মু-কাশ্মীর
- গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- এটি ভারতের সর্ববৃহৎ স্বাদুজলের হ্রদ।
- প্রকৃতি- স্বাদুজলের হ্রদ
হিমায়ুতসাগর হ্রদ
- অবস্থান- হায়দরাবাদ শহর
- গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- সপ্তম নিজাম হিমায়ুত আলি খানের পুত্রের নাম অনুসারে এটির নামকরণ করা হয়েছে। মুসী নদী বরাবর এই হ্রদ নির্মাণ করা হয়েছে।
- প্রকৃতি- কৃত্রিম হ্রদ
ওসমান সাগর হ্রদ
- অবস্থান- হায়দরাবাদ শহর
- গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- হায়দরাবাদের নিজাম ওসমান আলি খান মুসি নদীর বাঁধের মধ্যে অবরুদ্ধ জল দ্বারা এটি নির্মাণ করেন।
- প্রকৃতি- কৃত্রিম হ্রদ
পুস্কর হ্রদ
- অবস্থান- রাজস্থান রাজ্য
- গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য- লুনি নদীর উপর অবস্থিত।
- প্রকৃতি- কৃত্রিম হ্রদ
_________________________________________________
- গৌড়ের বা বাংলার স্বাধীন রাজবংশ সম্পর্কে জানুন।
- তুঘলক বংশ সম্পর্কে বিস্তারিত জানুন।
- জৈনধর্ম ও জৈন সন্মেলন সম্পর্কে জানুন।
দৈনিক ফ্রী অনলাইন মক টেস্ট দেওয়ার জন্য হিটলিস্ট ক্যাটাগরি চেক করুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন। (alert-passed)