আজকের অলোচ্য বিষয় মুঘল সাম্রাজ্যের শাসক
বাবর ও জাহাঙ্গীর সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরা হয়েছে।
এখানে সেই সব দিক গুলি তুলে ধরা হয়েছে যেগুলি প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য
খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন
আসবেই। নিম্নে বাবর ও জাহাঙ্গীরের শাসনকাল সম্পর্কে আলোচনা করা হল।
Table Of Content (toc)
বাবর এর শাসনকালের গুরুত্বপূর্ণ দিক
- বাবরের প্রকৃত নাম জহিরুদ্দিন মহম্মদ বাবর।
- তাঁর শাসনকাল ছিল ১৫২৬ থেকে ১৫৩০ সাল পর্যন্ত।
- ১৪৮৩ সালে ১৪ ফেব্রুয়ারি বাবর জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা ছিলেন ওমর শেখ মির্জা, তৈমুর লঙ এর বংশধর ছিলেন।
- তাঁর মাতা ছিলেন কুতলুগ নিগার খানুম, যিনি চেঙ্গিস খাঁ এর বংশধর ইউনিস খানের কন্যা ছিলেন।
- ১৫২৬ সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাস্ত করে বাবর দিল্লির সিংহাসনে বসেন এবং মোগল বংশের প্রতিষ্ঠা করেন।
- পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ লোদির আমন্ত্রনে বাবর পানিপথের ১৫২৬ সালে প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাস্ত ও নিহত করেন।
- ভারতে তিনিই প্রথম যুদ্ধে কামানের ব্যবহার করেন।
- বাবর ১৭ মার্চ ১৫২৭ সালে খানুয়ার যুদ্ধে রানা সঙ্গকে পরাস্ত করেন।
- খানুয়ার যুদ্ধে জয়ের পর বাবর গাজি উপাধি নেন।
- ১৫২৮ সালে চান্দেরির দূর্গ অবরোধ করে মেদিনী রায়কে পরাজিত করেন।
- বাবর ৬ মে ১৫২৯ সালে ঘর্ঘরার যুদ্ধে আফগানদের পরাস্ত করেন।
- বাবর কাবুলিবাগ এবং লোদি দুর্গ নির্মাণ করেন।
আরও জানুন >> আকবরের রাজত্বকালের সমস্ত উল্লেখযোগ্য দিক
- খাত-ই-বাবরি নামে একটি তুর্কি হরফ চালু করেন।
- বাবর তুর্কি ভাষায় তুজুক-ই-বাবরি বা বাবরনামা নামে আত্মজীবনীমূলক গ্রন্থ লেখেন।
- তিনি ‘দৈওয়ান’ নামে তুর্কি ভাষায় কবিতার গ্রন্থ লেখেন এবং ফার্সি ভাষায় ‘মুরাইয়ান' নামে কাব্যগ্রন্থ লেখেন।
- বাবরের আমল থেকেই গোলাপ চাষ শুরু হয়।
- ১৫৩০ সালের ২৬ ডিসেম্বর বাবর আগ্রায় মারা যান এবং কাবুলের আরামবাগে তাঁর মৃতদেহ সমাধিস্থ করা হয়।
হুমায়ুন এর শাসনকালের গুরুত্বপূর্ণ দিক
- হুমায়ুন ছিলেন বাবরের জৈষ্ঠ্য পুত্র এবং তাঁর মাতা ছিলেন মাহম বেগম।
- হুমায়ুনের প্রকৃত নাম নাসিরুদ্দিন মহম্মদ হুমায়ুন।
- হুমায়ুন শব্দের অর্থ হল ভাগ্যবান।
- তাঁর শাসনকাল ছিল প্রথম পর্বে ১৫৩০ থেকে ১৫৩৯ সাল এবং দ্বিতীয় পর্বে ১৫৫৫ থেকে ১৫৫৬ সাল পর্যন্ত।
- বাবরের মৃত্যুর পর পুত্র হুমায়ুন দিল্লির সিংহাসনে বসেন।
- সিংহাসন আরোহণের ৬ মাস পরে তিনি বুন্দেল খণ্ডের কালিঞ্জর দুর্গের হিন্দু অধিপতি প্রতাপ রুদ্রের বিরুদ্ধে অগ্রসর হন।
- তিনি ১৫৩২ সালে দাদরার যুদ্ধে মামুদ লোদি ও তাঁর অনুগামী আফগানদের পরাজিত করেন।
- ১৫৩৯ সালে চৌসার যুদ্ধে হুমায়ুন ও শেরশাহের মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে শেরশাহ জয়লাভ করে বাংলা, বিহার, জৌনপুর ও কনৌজে আধিপত্য স্থাপন করেন।
- ১৫৪০ সালে পুনরায় বিলগ্রাম বা কনৌজের যুদ্ধে হুমায়ুন শেরশাহের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন, এই যুদ্ধে সম্পুর্নরুপে পরাজিত হয়ে পলায়ন করেন এবং পরে পারস্য আশ্রয় গ্রহণ করেন।
- ১৫৬৫ সালে হুমায়ুন পাঠাগারের সিড়ি থেকে পড়ে মারা যান।
- হুমায়ুনের বোন গুলবদন বেগম ‘হুমায়ুননামা’ রচনা করেন। এই রচনা থেকে হুমায়ুনের রাজত্বকাল সম্পর্কে জানা যায়।
________________________________________________
- সাতবাহন বংশ সম্পর্কে বিস্তারিত পড়ুন
- কাঞ্চির পল্লব বংশ সম্পর্কে বিস্তারিত পড়ুন
- জৈনধর্ম ও জৈন সন্মেলন সম্পর্কে জানুন।
- মক টেস্ট দিন, প্রস্তুতি যাচাই করুন।
- চর্যাপদ সম্পর্কে বিস্তারিত জানুন।
- খলজি বংশের ইতিহাস জানুন।
- জাহাঙ্গীর এবং শাহাজাহান এর শাসনকাল।