Information Various Foreign Tourists Coming To India | ভারতে আগত বিভিন্ন বিদেশি পর্যটক

Information various foreign tourists coming to India

যে সমস্ত বিদেশি পর্যটক বিভিন্ন সময়ে ভারতে এসেছেন তাদের গুরুত্বপূর্ণ দিকগুলি এখানে উপস্থাপন করা হয়েছে। এই টপিক থেকে বিভিন্ন প্রতিযোগীতা মূলক পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা গেছে। নিম্নে এদের সম্পর্কে আলোচনা করা হল।
Table Of Content (toc)

দেইমাকস (গ্রিস)

  • সময়কাল - খ্রিস্টপূর্ব ৩০০-২৭৩
  • বিষয় - বিন্দুসারের রাজত্বকালে ভারতে এসেছিলেন।

মেগাস্থিনিস (গ্রিস)

  • সময়কাল - খ্রিস্টপূর্ব ৩০২-২৯৮
  • বিষয় - সিরিয়ার সেলুকাস-১ এর দূত ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় তিনি এসেছিলেন। মেগাস্থিনিস ‘ইন্ডিকা' গ্রন্থটি রচনা করেন। এই বইতে মৌর্যদের শাসনকালে সামাজিক ও প্রশাসনিক অবস্থা সম্পর্কে বিবরণ আছে।

ফা হিয়েন (চীন)

  • সময়কাল - ৪০৫-৪১১ খ্রিস্টাব্দ
  • বিষয় - তিনি ছিলেন একজন বৌদ্ধ সন্ন্যাসী। তিনি ছিলেন প্রথম চীনা পর্যটক, বৌদ্ধ ধর্মগ্রন্থের ধ্বংসাবশেষ সংগ্রহ করতে ভারতে আসেন। তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত (বিক্রমাদিত্য)-র রাজত্বকালে ভারতে আসেন। বুদ্ধের জন্মস্থান লুম্বিনীতেও ভ্রমণ করেন। তিনি তাঁর ভ্রমণগ্রন্থ ‘রেকর্ডস অফ বুদ্ধিস্ট কিংডম' (Record of Buddhist Kingdoms)-এ ভ্রমণ কাহিনির বর্ণনা দিয়েছেন। 

হিউয়েন সাং (চীন)

  • সময়কাল - ৬৩০-৬৪৫ খ্রিস্টাব্দ
  • বিষয় - তিনি হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন। তিনি তাসখন্দ ও সোয়াট উপত্যকার মধ্য দিয়ে এসেছিলেন। তাঁর রচিত গ্রন্থ দু'টি হল— ‘সি-ইউ-কি’ ও ‘রেকর্ডস অফ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড”।

আই-সিয়াং (চীন)

  • সময়কাল - ৬৭১-৬৯৫ খ্রিস্টাব্দ
  • বিষয় - বৌদ্ধধর্ম প্রচারের জন্য তিনি ভারতে এসেছিলেন।

সুলেমান (আরব)

  • সময়কাল- ৮৫১ খ্রিস্টাব্দ
  • বিষয় - প্রথম ভোজের রাজত্বকালে তার রাজসভায় এসেছিলেন।

আল-মাসুদি (আরব)

  • সময়কাল - ৯৫৭ - খ্রিস্টাব্দ
  • বিষয় - একজন আরবীয় পর্যটক ছিলেন। ‘মুরুজ-উল-জেহাব' বইতে ভারতবর্ষ সম্বন্ধে বিশদে উল্লেখ করেছেন। তাঁর রচনা থেকে প্রতিহার-রাষ্ট্রকূটদের দ্বন্দ্বের কথা জানা যায়।


অল বিরুনি (পারস্য)

  • সময়কাল - ১০২৪-১০৩০ খ্রিস্টাব্দ
  • বিষয় - গজনির মামুদের সঙ্গে তিনি এসেছিলেন। তিনি প্রথম মুসলিম পণ্ডিত হিসাবে ভারতে অধ্যয়ন করেন। তিনি ইন্দোলোজির প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত। তিনি সারা ভারত পরিভ্রমণ করেছেন এবং ‘তহকিক-ই-হিন্দ' নামে একটি বই লিখেছেন।

মার্কো পোলো (ইটালি)

  • সময়কাল - ১২৯২-১২৯৪ খ্রিস্টাব্দ
  • বিষয় - একজন ভেনেসীয় পর্যটক হিসাবে দক্ষিণ ভারতের রুদ্রমাদেবীর কাকাটিয়া প্রদেশ পরিদর্শন করেছেন। ‘দ্য বুক অফ স্যার মার্কো পোলো' বইতে তিনি ভারতের অর্থনৈতিক ইতিহাস সম্পর্কে বিবরণ দিয়েছেন। - একজন বিখ্যাত ইউরোপিয়ান পর্যটক হিসাবে তিনি প্রাচ্যের বহু দেশ ভ্রমণ করেছেন।

ইবন বতুতা (মরক্কো)

  • সময়কাল - ১৩৩৩-১৩৪৭ খ্রিস্টাব্দ
  • বিষয় - মহম্মদ বিন তুঘলক, ইবন বতুতাকে একজন কাদি বা বিচারক হিসাবে নিয়োগ করেন।

শিহাবুদ্দিন আল-উমরি (আরব)

  • সময়কাল - ১৩৪৮ খ্রিস্টাব্দ
  • বিষয় - দামাস্কাস থেকে তিনি ভারতে এসেছিলেন। ‘মাসালিক আলবসর ফি-মামালিক আল-আমসর' বইতে তিনি ভারতবর্ষ সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন।

নিকোলো কন্টি (ইটালি) 

  • সময়কাল - ১৪২০-১৪২১ খ্রিস্টাব্দ
  • বিষয় - বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গম রাজবংশের রাজা প্রথম দেবরায়ের শাসনকালে তিনি ভারতে এসেছিলেন। বিজয়নগরের হিন্দু সাম্রাজ্য সম্বন্ধে বিশদ বিবরণ দিয়েছেন।

আব্দুর রজ্জাক (পারস্য)

  • সময়কাল - ১৪৪৩-১৪৪৪ খ্রিস্টাব্দ
  • বিষয় - তৈমুর রাজবংশের শাহরুখের রাষ্ট্রদূত ছিলেন। - বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গম রাজবংশের রাজা দ্বিতীয় দেবরায়ের শাসনকালে তিনি ভারতে এসেছিলেন। কালিকটের জামোরিন প্রাসাদে তিনি থাকতেন। তিনি বিজয়নগর সাম্রাজ্যের বিশদ বিবরণ দিয়েছেন।

আফানসি নিকিটিন (রাশিয়া)

  • সময়কাল - ১৪৭০-১৪৭৪ খ্রিস্টাব্দ
  • বিষয় - একজন রাশিয়ার বণিক হিসাবে তিনি ‘দ্য জারনি বিয়োন্ড থ্রি-সিজ' গ্রন্থে তিনি ভারত ভ্রমণের বৃত্তান্ত দিয়েছেন। তিনি বাহমনি সুলতানি রাজদরবারে এসেছিলেন। তৃতীয় মুহাম্মদের (১৪৬৩-৮২) অধীন বাহমনি রাজ্যের বর্ণনা দিয়েছেন।


________________________________________________

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad