আজকের অলোচ্য বিষয় ভারত ও বিশ্বের বিখ্যাত চিত্রশিল্পীর নাম ও তাঁদের সৃষ্ট চিত্রকলা সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরা হয়েছে। এখানে সেই সব দিক গুলি তুলে ধরা হয়েছে যেগুলি প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবেই। নিম্নে ভারত ও বিশ্বের বিখ্যাত চিত্রশিল্পীর নাম ও তাঁদের চিত্রকলা সম্পর্কে আলোচনা করা হল।
বিভিন্ন প্রতিযোগিতা মূলক প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয় এবং দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন। (alert-success)
Table Of Content (toc)
অবনীন্দ্রনাথ ঠাকুর
- ইনি ভারতের চিত্রশিল্পী।
- সৃষ্ট চিত্রকলা- কৃষ্ণলীলা, মৃত্যুশয্যায় সাজাহান, কাজরী নৃত্য, ভূত পেতনীর দেশ, কবি কঙ্কণ চণ্ডী, নির্বাসিত যক্ষ, সাজাহানের তাজ নির্মাণের স্বপ্ন, কচ ও দেবযানী, বাসবদত্তা, ওমর খৈয়াম, কালকেতু, বুদ্ধ সুজাতা, আলমগীর,দোলযাত্রা, আরব্য রজনী, ঊর্ধ্বাঙ্গনে সিদ্ধ দম্পতি, ভারতমাতা, নল-দয়মন্তী, অভিসারিকা, শিকারী।
গগনেন্দ্রনাথ ঠাকুর
- ইনি ভারতের চিত্রশিল্পী।
- সৃষ্ট চিত্রকলা- কাঞ্জনজঙ্ঘা, চৈনিক রবীন্দ্রনাথ বারাণসীর মাঠ, হানাবাড়ী, যমপুরী, আত্মার অভিযাত্রা, নব হুল্লোড়, স্পর্শ, বিরূপ বজ্র, সিঁড়ি।
রবীন্দ্রনাথ ঠাকুর
- ইনি ভারতের চিত্রশিল্পী।
- সৃষ্ট চিত্রকলা- অহল্যা হল পাযাণী, বৌদ্ধ ভিক্ষুক, আবু হোসেন, শেষ নিঃশ্বাস।
নন্দলাল বসু
- ইনি ভারতের চিত্রশিল্পী।
- সৃষ্ট চিত্রকলা- শিব ও সতী, শিবের নৃত্য, রাখাল ছেলে, বসন্ত, গোপিনী, পার্বতী, রামায়ণ, জতুগৃহ, পার্থসারথি, ধরিত্রী, সমুদ্র, বৃষ্টিধৌত কোনারক, শরৎ বাউল, শিবের বিষপান, উমার তপস্যা, দীক্ষা, নটির পূজা, হলকর্ষণ।
- ☞ মানুষের চোখ সম্পর্কিত বিভিন্ন রোগ সম্পর্কে বিস্তারিত জানুন।
- ☞ Dadasaheb Phalke International Film Festival Awards 2023
রবি বর্মা
- ইনি ভারতের চিত্রশিল্পী।
- সৃষ্ট চিত্রকলা- রামের সমুদ্র বন্ধন, সেতারে সুরদান রত বালিকা, দুর্বাসার অভিশাপ, হরধনুভঙ্গ, সীতার পাতাল প্রবেশ, জটায়ুর পক্ষচ্ছেদ।
যামিনী রায়
- ইনি ভারতের চিত্রশিল্পী।
- সৃষ্ট চিত্রকলা- সাঁওতাল মেয়ে, মেরি ও যিশু, হস্তীশাবক, গনেশজননী, রাধা ও কৃষ্ণ, গ্রামের কৃষক, মা ও শিশু।
যামিনী প্রসাদ গাঙ্গুলি
- ইনি ভারতের চিত্রশিল্পী।
- সৃষ্ট চিত্রকলা- বুদ্ধের গৃহত্যাগ, বিরহী, সরঞ্জন কার্তিক, পূজারিণী, দিনমজুর, রাজা শুদ্রকের সভায় শুকসারী।
জয়নুল আবেদিন
- ইনি ভারতের চিত্রশিল্পী।
- সৃষ্ট চিত্রকলা- দুর্ভিক্ষের চিত্র, হিন্দু-মুসলিম ঐক্যের চিত্র।
রামকিংকর বেইজ
- ইনি ভারতের চিত্রশিল্পী।
- সৃষ্ট চিত্রকলা- সাঁওতাল পরিবার, কলের বাঁশি, গরুর দল।
- ☞ গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম সম্পর্কে বিস্তারিত জানুন।
- ☞ ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থানের নাম।
বিকাশ ভট্টাচার্য
- ইনি ভারতের চিত্রশিল্পী।
- সৃষ্ট চিত্রকলা- ইন্টারভিউ, ত্রিনয়ণী দুর্গা, ওল্ড লেডি, ডল সিরিজ, হোমেজ।
পাবলো পিকাসো
- ইনি স্পেনের চিত্রশিল্পী।
- সৃষ্ট চিত্রকলা- দ্য ওয়েপিং ওমেন, গুয়ের্নিকা, দ্য ওল্ড ব্লাইন্ড গিটারিস্ট।
লিওনার্দো দ্য ভেঞ্চি
- ইনি ইটালির চিত্রশিল্পী।
- সৃষ্ট চিত্রকলা- মোনালিসা, দ্য লাস্ট সাপার, দ্য ব্যাপটিজম অফ ক্রাইস্ট, দ্য ভিট্রুভিয়ান ম্যান, এডোরেশন অফ দ্য ম্যাজাই।
- ☞ FIFA World Cup 2022 Winner List
- ☞ ভারতে আগত বিদেশি পর্যটক সম্পর্কে জানুন।
ভিনসেন্ট ভ্যান গোখ
- ইনি নেদারল্যান্ডের চিত্রশিল্পী।
- সৃষ্ট চিত্রকলা- বেড রুম ইন এরিজ, প্রোর্টেট অফ ডক্টর গাচেট, দ্য পোটাটো ইটার্স, স্ট্রারি নাইটস, সানফ্লাওয়ারস।
মাইকেল অ্যানজেলো
- ইনি ইটালির চিত্রশিল্পী।
- সৃষ্ট চিত্রকলা- সিস্টিন চ্যাপেল সিলিং, দ্য লাস্ট জাজমেন্ট, পিয়েটা, ডেভিড।
ক্লাইড অস্কার মোনেট
- ইনি ফ্রান্সের চিত্রশিল্পী।
- সৃষ্ট চিত্রকলা- গার্ডেন অ্যাট স্যান্টি-অ্যাড্রেস, ইমপ্রেশন, সানরাইজ, ওমেন উইথ অ্যা প্যারাসল, ব্রিজ ওভার অ্যা পন্ড অফ ওয়াটার লিলি’জ।
র্যাফায়েল স্যানজিয়ো
- ইনি ইটালির চিত্রশিল্পী।
- সৃষ্ট চিত্রকলা- দ্য সিস্টিন ম্যাডোনা, ম্যাডোনা অ্যান্ড চাইল্ড উইথ দি বুক, ট্রান্সফিগারেশন, দ্য ম্যারেজ অফ দ্য ভার্জিন, রেজাকশন অফ ক্রাইস্ট, লা-বেল্লা জারদিনেরি।