আজকের অলোচ্য বিষয় বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থান সম্পর্কে ছকের
সাহায্যে তুলে ধরা হয়েছে। এখানে সেই সব দিক গুলি তুলে ধরা হয়েছে যেগুলি
প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যে কোন প্রতিযোগিতা
মূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। নিম্নে
Tombs of famous Indian people সম্পর্কে আলোচনা করা হল।
বিভিন্ন Competitive Exams -এর প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে Govt Exams -এর প্রস্তুতি দেওয়া হয় এবং দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন। (alert-success)
ব্যক্তির নাম | সমাধিস্থল |
---|---|
লালবাহাদুর শাস্ত্রী | বিজয়ঘাট |
ড. রাজেন্দ্র প্রসাদ | মহাপ্রয়াণ ঘাট |
জওহরলাল নেহরু | শান্তিবন |
মোরারজি দেশাই | অভয় ঘাট |
চৌধুরী চরণ সিং | কিষাণ ঘাট |
জগজীবন রাম | সমতাস্থল |
রাজীব গান্ধি | বীরভূমি |
চন্দ্রশেখর | একতাস্থল |
কে আর নারায়ণন | উদয়ভূমি |
মহাত্মা গান্ধি | রাজঘাট |
ড. শঙ্করদয়াল শর্মা | কর্মভূমি |
ইন্দিরা গান্ধি | শক্তিস্থল |
- গৌড়ের বা বাংলার স্বাধীন রাজবংশ সম্পর্কে জানুন।
- তুঘলক বংশ সম্পর্কে বিস্তারিত জানুন।
- জৈনধর্ম ও জৈন সন্মেলন সম্পর্কে জানুন।
- ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাতের নাম এবং অবস্থান।