বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থান | Tombs of famous people

Tombs of Indian famous people

আজকের অলোচ্য বিষয় বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থান সম্পর্কে ছকের সাহায্যে তুলে ধরা হয়েছে। এখানে সেই সব দিক গুলি তুলে ধরা হয়েছে যেগুলি প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। নিম্নে Tombs of famous Indian people সম্পর্কে  আলোচনা করা হল।

বিভিন্ন Competitive Exams -এর প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে Govt Exams -এর প্রস্তুতি দেওয়া হয়  এবং দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন। (alert-success)

ব্যক্তির নাম সমাধিস্থল
লালবাহাদুর শাস্ত্রী বিজয়ঘাট
ড. রাজেন্দ্র প্রসাদ মহাপ্রয়াণ ঘাট
জওহরলাল নেহরু শান্তিবন
মোরারজি দেশাই অভয় ঘাট
চৌধুরী চরণ সিং কিষাণ ঘাট
জগজীবন রাম সমতাস্থল
রাজীব গান্ধি বীরভূমি
চন্দ্রশেখর একতাস্থল
কে আর নারায়ণন উদয়ভূমি
মহাত্মা গান্ধি রাজঘাট
ড. শঙ্করদয়াল শর্মা কর্মভূমি
ইন্দিরা গান্ধি শক্তিস্থল


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad