আজকের অলোচ্য বিষয় ভারতের গুরুত্বপূর্ণ জলপ্রপাতের নাম, কোন রাজ্যে এবং কোন নদীতে অবস্থিত সেগুলি সম্পর্কে ছকের সাহায্যে তুলে ধরা হয়েছে। এখানে সেই সব দিক গুলি তুলে ধরা হয়েছে যেগুলি প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। নিম্নে Some biggest Important Waterfalls in India সম্পর্কে আলোচনা করা হল।
বিভিন্ন Competitive Exams -এর প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে Govt Exams -এর প্রস্তুতি দেওয়া হয় এবং দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন।
| জলপ্রপাতের নাম | অবস্থান | নদীর নাম |
|---|---|---|
| হুড্রু | ঝাড়খণ্ড | সুবর্ণরেখা |
| কুঞ্চিকাল | কর্ণাটক | সরাবতী |
| ডুডুমা | ওডিশা | মুচকুণ্ড |
| শিবসমুদ্রম | তামিলনাড়ু | কাবেরী |
| দুধসাগর | গোয়া-কর্ণাটক সীমান্ত | মাণ্ডবী |
| বিডন | মেঘালয় | উমিয়াম |
| কপিলধারা | মধ্যপ্রদেশ | নর্মদা |
| সহস্রধারা | মধ্যপ্রদেশ | নর্মদা |
| দুগ্ধধারা | মধ্যপ্রদেশ | নর্মদা |
| ধুঁয়াধার | মধ্যপ্রদেশ | নর্মদা |
| বিশপ | মেঘালয় | উমিয়াম |
| ভাঝাচাল | কেরল | চারাককুড়ি |
| মারকানডেয়া | কর্ণাটক | মারকানডেয়া |
| ছুনছানাকাটে | কর্ণাটক | কাবেরী |
| এথিরাপপিল্লী | কেরল | চালাকুডি |
| দশম | ঝাড়খণ্ড | কাঞ্চি |
| পূর্বা | মধ্যপ্রদেশ | টম্সা |
| কেওতি/কেভাতি | মধ্যপ্রদেশ | মাহানা |
| চাচাই | মধ্যপ্রদেশ | চাচাই |
| ওড্ডা | মধ্যপ্রদেশ | ওড্ডা |
| এন্না | ওডিশা | এন্না |
| গেরোসোপ্পা/যোগ | কৰ্ণাটক | সরাবতী |
| চিত্রকূট / Chitrakot | ছত্রিশগড় | ইন্দ্রাবতী |
- ☞ ভারতের বিখ্যাত চিত্রশিল্পীর নাম এবং তাদের চিত্রকলা
- ☞ চর্যাপদ সম্পর্কে বিস্তারিত খুটিনাটি তথ্য
- ☞ বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থানের নাম।
- ☞ বিভিন্ন দেশের সফল পারমানবিক পরীক্ষার নাম, সাল এবং দেশের নাম।

