আজকের অলোচ্য বিষয়
ভারতের ইতিহাসে প্রাচীন ও মধ্যযুগের গুরুত্বপূর্ণ লিপি সমূহ সম্পর্কে ছকের
সাহায্যে তুলে ধরা হয়েছে। লিপি গুলির রচয়িতা এবং লিপি গুলি থেকে যে সমস্ত শাসকের
রাজত্বকাল সম্পর্কে জানা যায় তাদের নাম উল্লেখ করা হয়েছে। এখানে সেই সব দিক গুলি
তুলে ধরা হয়েছে যেগুলি প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং
যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি।
নিম্নে
Some important ancient and medieval scripts in Indian history
সম্পর্কে আলোচনা করা হল।
বিভিন্ন Competitive exams -এর প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে Govt Exams -এর প্রস্তুতি দেওয়া হয়। দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন। (alert-success)
লিপির নাম | রাজত্বকাল/রচয়িতা |
---|---|
জুনাগড় লিপি | শক মহাক্ষত্রপ রুদ্রদামন |
নাসিক প্রশস্তি | সাতবাহনরাজ গৌতমীপুত্র সাতকর্ণি |
নাসিক গুহালিপি | শক ক্ষত্ৰপ নহপান |
নানাঘাট লিপি | সাতবাহন রানি নায়নিকা |
হস্তিগুম্ফা লিপি | কলিঙ্গরাজ খারবেল |
নিগলিভ স্তম্ভলিপি | সম্রাট অশোক |
রুম্মিনদেই স্তম্ভলিপি | সম্রাট অশোক |
সোহগোর তাম্রলিপি | সম্রাট অশোকের ৫০ বছর আগের |
উদয়গিরি গুহালিপি | দ্বিতীয় চন্দ্রগুপ্ত |
এলাহাবাদ প্রশস্তি | সমুদ্রগুপ্ত (রচয়িতা - হরিষেণ) |
মথুরা লিপি | দ্বিতীয় চন্দ্রগুপ্ত |
আইহোল শিলালিপি | দ্বিতীয় পুলকেশী (রচয়িতা- রবিকীর্তি) |
দেওপাড়া তাম্রলিপি | বিজয় সেন (রচয়িতা- উমাপতি ধর) |
নালন্দা লিপি | প্রথম মহীপাল |
সারনাথ লিপি | প্রথম মহীপাল |
খলিমপুর তাম্রশাসন | ধর্মপাল |
গোয়ালিয়র প্রশস্তি | রাজা ভোজ |
মান্দাশোর স্তম্ভলিপি | মালব রাজ যশোধর্মন |
ভিতরি স্তম্ভলিপি | স্কন্দগুপ্ত |
মেহেরৌলি লিপি | দ্বিতীয় চন্দ্রগুপ্ত |
সাঁচি লিপি | দ্বিতীয় চন্দ্রগুপ্ত |
________________________________________________
- জৈনধর্ম ও জৈন সন্মেলন সম্পর্কে জানুন।
- ভারতে আগত বিদেশি পর্যটক সম্পর্কে জানুন।
- গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম সম্পর্কে বিস্তারিত জানুন।
- ঔরঙ্গজেব এর রাজত্বকালের গুরুত্বপূর্ণ দিক