High Quality VVI Online GK Mock Test in Bengali Part- 59 | ssc mts, kp constable

 

Mock test in Bengali

প্রতিবারের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি Online Mock Test in Bengali Part- 59. এই পর্বে থাকছে যে যে প্রশ্নগুলি বিগত বছরগুলোতে পরীক্ষায় বারবার এসেছে এবং ভবিষ্যতেও যে কোন Govt Exams -এ আসতে পারে সেই প্রশ্নগুলি এই মকটেস্টে যোগ করা হয়েছে। বারবার মক টেস্ট গুলিতে অংশগ্রহণ করুন, দেখবেন আপনি অন্যান্যদের থেকে অনেক এগিয়ে গেছেন। মূলত আমাদের সাইটে Competitive Exams -এর Latest Pattern অনুযায়ী মকটেস্ট গুলি তৈরি করা হয়। দিন দিন কম্পিটিশন বাড়ার ফলে পরীক্ষার প্রশ্নের ধরনও বদলাচ্ছে। সৈই অনুযায়ী সম্পুর্ন বাংলায় আজকের অনলাইন মক টেস্টটি তৈরি করা হয়েছে। সামনে যে সমস্ত পরীক্ষাগুলি আসতে চলেছে যেমন - SSC MTS Exam, WBP Constable Exam, WBCS Exam, Kolkata Police Constable Exam, SSC CHSL CGL Exam এবং WB Food SI Exam ইত্যাদি পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী মক টেস্টটি তৈরি করা হয়েছে। নীচে START THE QUIZ অপশনে ক্লিক করে মক টেস্টটিতে অংশ গ্রহণ করুন।

SUBJECT GK and GS
Mock Test Part- 59
Total Questions 22
Total Marks 22
Total Time 40 Second/Question
Language Bengali

Quiz Application

বিভিন্ন ধরনের Competitive exams -এর প্রস্তুতির জন্য wbexams.in এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে Govt Exams -এর প্রস্তুতি দেওয়া হয়। এছাড়াও দৈনিক Poll Mock Test -এ অংশ নিতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

বিভিন্ন Competitive exams -এর প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয়  এবং দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন। এই মকটেস্টে যে প্রশ্নগুলি রাখা হয়েছে তা নিচে দেওয়া হল। (alert-success)

  • ‘ভারত আবার বিশ্বজয় করবে' উক্তিটি কার?

  • কোন্ গ্রন্থ থেকে আরবদের সিন্ধু জয় সম্পর্কে জানা যায়?
  • ভারতে জাতীয় আয় সংকলন করে-
  • কালো মাটি যে চাষের জন্য আদর্শ তা হল-
  • পাল সাম্রাজ্যের শেষ পরাক্রান্ত শাসক কে ছিলেন?
  • বেদান্ত কাকে বলে?
  • বুদ্ধদেব কোথায় সর্বপ্রথম ধর্মপ্রচার করেন?
  • সাতবাহন রাজাদের রাজধানী কোথায় ছিল?
  • কে গ্রিকদূত মেগাস্থিনিসকে চন্দ্রগুপ্তের রাজসভায় পাঠান?
  • পাখির ওড়াকে নিউটনের কোন্ গতিসূত্র দ্বারা বিশ্লেষণ করা যায়?
  • ‘শিবাজী উৎসব’ ও ‘গণপতি উৎসব’-কে মারাঠাদের জাতীয় উৎসবে পরিণত করেন কে?
  • চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র কে ছিলেন?
  • কে ভারত আক্রমণের পর ‘গান্ধার শিল্প’ ব্যাপকতা লাভ করেছিল?
  • কোন্ প্রাণীকে ‘কাঁটার মুকুট’ আখ্যা দেওয়া হয়েছে?
  • ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হওয়ার পর কোন্ শিল্পটির সর্বাপেক্ষা কম বিস্তৃতি হয়েছে?
  • মীরকাশিমের একজন বিদেশি সেনাপতির নাম কি?
  • কেমপেগোদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত?
  • ‘পারস্যের মহান রাজা’ উপাধি কে গ্রহণ করেন?
  • কার মৃত্যুর পর ফরাজি আন্দোলনের অবসান ঘটে?
  • "Six Machine" আত্মজীবনীটি কোন ক্রিকেটারের?
  • ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হওয়ার পর কোন্ শিল্পটির সর্বাপেক্ষা কম বিস্তৃতি হয়েছে?
  • সুভাষচন্দ্রের জন্ম হয় কত সালে?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad