প্রতিবারের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি Online Free Mock Test in Bengali Part- 57. এই পর্বে থাকছে যে যে প্রশ্নগুলি বিগত বছরগুলোতে পরীক্ষায় বারবার এসেছে এবং ভবিষ্যতেও যে কোন Competitive Exam -এ আসতে পারে সেই প্রশ্নগুলি এই মকটেস্টে যোগ করা হয়েছে। বারবার মক টেস্ট গুলিতে অংশগ্রহণ করুন, দেখবেন আপনি অন্যান্যদের থেকে অনেক এগিয়ে গেছেন। মূলত আমাদের সাইটে Govt Exams -এর প্যাটার্ন অনুযায়ী মকটেস্ট গুলি তৈরি করা হয়। আজকের মক টেস্ট-এ Indian Constitution এবং General Science এর প্রশ্ন বেশি রাখা হয়েছে। দিন দিন কম্পিটিশন বাড়ার ফলে পরীক্ষার প্রশ্নের ধরনও বদলাচ্ছে। সৈই অনুযায়ী সম্পুর্ন বাংলায় আজকের অনলাইন মক টেস্টটি তৈরি করা হয়েছে।
সামনে যে সমস্ত পরীক্ষাগুলি আসতে চলেছে যেমন - SSC MTS Exam, WBP Constable Exam, WBCS Exam, Kolkata Police Constable Exam, SSC CHSL CGL Exam এবং WB Food SI Exam ইত্যাদি পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী মক টেস্টটি তৈরি করা হয়েছে। নীচে START THE QUIZ অপশনে ক্লিক করে মক টেস্টটিতে অংশ গ্রহণ করুন।
SUBJECT | GK and GS |
---|---|
Mock Test Part- | 57 |
Total Questions | 25 |
Total Marks | 25 |
Total Time | 40 Second/Question |
Language | Bengali |
Visit our site regularly to prepare for various competitive exams. Join our Telegram channel to get daily updates. The duration of the mock test is kept at 40 seconds. Click on the option below to participate in the mock test.
- ☞ Online Mock Test in Bengali Part- 54
- ☞ Online Mock Test in Bengali Part- 55
- ☞ Online Mock Test in Bengali Part- 56
- ☞ Online Mock Test in Bengali Part- 58
আরও কুইজে অংশ নেওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হোন। আরও জানতে আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবেন। মক টেস্ট-এর কোনো প্রশ্নের উত্তর নিয়ে সংশয় থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। পরবর্তীকালে তা অবশ্যই বিবেচনা করে সংশোধন করে দেওয়া হবে। আজকের মক টেস্টের প্রশ্নগুলি নিচে দেওয়া হল। (alert-passed)
- রাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করেন?
- রাজ্যসভায় কে সভাপতিত্ব করে?
- মূল সংবিধানের প্রস্তাবনায় কোন কোন শব্দের উল্লেখ ছিল?
- তাপ হল একপ্রকার-
- গণপরিষদের শেষ অধিবেশন কবে হয়েছিল?
- জাতীয় সংগীত এবং রাষ্ট্রীয় গীত কবে গৃহীত হয়?
- ধ্বনির পুনরাবৃত্তিকে কী বলে?
- সংবিধানের কত নং ধারায় ভোটাধিকারের উল্লেখ আছে?
- অর্থবিল সর্বপ্রথম কোন কক্ষে উত্থাপিত হয়?
- শব্দের উৎপত্তির জন্য নিম্নের কোনটির প্রয়োজন?
- জাতীয় পতাকা কোন দিন গৃহীত হয়?
- কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 ভোটাধিকারের উল্লেখ আছে?
- কোন যন্ত্র দ্বারা দুধের শুদ্ধতা মাপা হয়—
- সি.এস.এস পদ্ধতিতে বলের একককে কী বলে?
- নীচের কোনটিকে অপ্রচলিত শক্তির উৎস বলা হয়?
- কোন দেশের সংবিধান থেকে সবচেয়ে বেশি বৈশিষ্ট্য ভারতে নিয়ে আসা হয়েছে?
- নীচের কোনটি বিদ্যুতের সর্বোত্তম পরিবাহী?
- নীচের কোন গ্যাসটি সর্বাপেক্ষা হালকা?
- বায়ুতে কত ভাগ নাইট্রোজেন থাকে?
- বায়ুর আর্দ্রতার তারতম্য মাপা হয়-
- শব্দের তীব্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
- অ্যাটম বোম' কে আবিষ্কার করেন?
- যে পদার্থের কোনো আকার ও আয়তন নেই, তাকে বলে—
- বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হল-
- রেডিয়াম কে আবিষ্কার করেন?