ভারতে সর্বপ্রথম ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ বিষয় | Static GK | Competitive Exams

Important fact first in India

আজকের অলোচ্য বিষয় ভারতের সর্বপ্রথম ঘটে যাওয়া উল্লেখযোগ্য স্মরণীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলি তুলে ধরা হয়েছে। এখানে সেই সব দিক গুলি তুলে ধরা হয়েছে যেগুলি Competitive Exams এবং অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিম্নে ভারতের সর্বপ্রথম উল্লেখযোগ্য বিষয়গুলি সম্পর্কে  আলোচনা করা হল।

বিভিন্ন Competitive Exams -এর প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয়  এবং দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন। (alert-success)
ভারতের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ বিষয়
প্রথম পরমাণু কেন্দ্র ১৯৬৯ সালে মুম্বাই-এর নিকট তারাপুর (মহারাষ্ট্র)
প্রথম সবাক চলচ্চিত্র আলম আরা (১৯৩১) নির্মাতা- এ. ইরানী
প্রথম অ্যানিমেটেড চলচ্চিত্র আর.সি. বোরা'র ‘On A Moonlit Night’
প্রথম দেশীয় নির্বাক চলচ্চিত্র দাদা সাহেব ফালকের ছবি ‘রাজা হরিশচন্দ্র’ (১৯১৩)
প্রথম রঙীন চলচ্চিত্র কান-কান ডান্স
প্রথম হলিউডের হিন্দী অনুবাদ চলচ্চিত্র 'জুরাসিক পার্ক'
প্রথম সংবাদপত্র কলকাতা থেকে প্রকাশিত হিকি'র বেঙ্গল গেজেট অথবা 'ক্যালকাটা জেনারেল অ্যাডভাইডার' (১৭৮০ সালে প্রকাশিত হয়)
প্রথম স্বদেশি সংবাদপত্র বাংলা ভাষায় প্রকাশিত ‘সমাচার দর্পণ’(শ্রীরামপুর থেকে ৩১ মে, ১৮১৮ সালে প্রকাশিত)
প্রথম রেল যাত্রা বোম্বাই থেকে থানে ৩৪ কিমি। ১৮৫৩ সালের ১৬ এপ্রিল
প্রথম মেট্রো রেলপথ কলকাতায় ১৯৮৪ সালে।
প্রথম বৈদ্যুতিক ট্রেন মুম্বাই থেকে কুরলা পর্যন্ত (১৯২৫ সালের ৩ ফেব্রুয়ারি)
প্রথম ইন্টারনেট চালু হয়েছিল ১৯৯৫ সালের ১৪ আগস্ট বি.এস.এন.এল দ্বারা।
প্রথম ব্যাঙ্ক ব্যাঙ্ক অব্ হিন্দুস্থান
প্রথম দেশীয় ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
প্রথম কলেজ কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ
প্রথম মহিলা কলেজ বেথুন কলেজ
প্রথম মেডিক্যাল কলেজ কলকাতা মেডিক্যাল কলেজ (প্রতিষ্ঠাতা লর্ড উইলিয়াম বেন্টিং, ১৮৩৫)
প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ থমসন কলেজ, রুরকি
প্রথম নিউক্লিয়র রিঅ্যাক্টার ‘অপ্সরা’
প্রথম সৌরবিদ্যুৎ চালিত স্টেশন ইয়েদাকুমারী
প্রথম অল ইন্ডিয়া রেডিও প্রতিষ্ঠিত হয় ১৯৩০ সালে
প্রথম শহর হিসাবে নিজস্ব লোগো পেয়েছে বেঙ্গালুরু
প্রথম চন্দ্রাভিযান 'চন্দ্রযান-১' প্রেরণ ২০০৮ সালে ২২ অক্টোবর।
প্রথম স্পোর্টস মিউজিয়াম গড়ে উঠেছে নতুন দিল্লিতে
প্রথম ভোট ১৯৫২ সালে প্রথম সাধারণ ভোট
প্রথম ইলেকট্রনিক্স ভোটযন্ত্র ব্যবহার ১৯৯৯ সালের দিল্লি, মধ্যপ্রদেশ ও রাজস্থান বিধানসভা নির্বাচনে।
প্রথম মঙ্গলযান প্রেরণ ২০১৩ সালে ৫ নভেম্বর মঙ্গলযান 'মম'।
প্রথম নিউজপ্রিন্ট কারখানা স্থাপিত হয় মধ্যপ্রদেশের নেপানগরে
প্রথম ডিজিটাল জেলা মহারাষ্ট্রের নাগপুর জেলা।
প্রথম জলের তলা দিয়ে রেল টানেল খনন কার্য সম্পূর্ণ হয়েছে হুগলি নদীতে
প্রথম ক্ষেপনাস্ত্র ভূমি থেকে ভূমি ক্ষেপনাস্ত্র ‘পৃথ্বী’
জাতীয় পতাকা প্রথম উত্তোলন ৭ আগস্ট, ১৯০৬ সালে কলকাতায় সুরেন্দ্রনাথ ব্যানার্জী কর্তৃক।
প্রথম উপগ্রহ উৎক্ষেপণকারী যান SLV-3

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad