History of Sena Dynasty details in Bengali | সেন রাজবংশ

 

History of Sena Dynasty details in Bengali

সেন রাজবংশ

সেন রাজাদের ক্ষত্রিয় ও ব্রাহ্ম-ক্ষত্রিয় বলা হত। তারা দক্ষিনাপথ থেকে বাংলায় এসেছিলেন। সেন বংশের প্রতিষ্ঠাতা হলেন সামন্ত সেন।

Table Of Content (toc)

বিজয় সেন (১০৯৮ - ১১৫৮ খ্রিস্টাব্দ)

➤ সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন বিজয় সেন।

➤ তাঁর সাম্রাজ্য পূর্বে ব্রহ্মপুত্র থেকে দক্ষিণে কলিঙ্গ এবং পশ্চিমে কোশী-গণ্ডক পর্যন্ত বিস্তৃত ছিল।

➤ তিনি মদনপালকে পরাজিত করে উত্তর বঙ্গে সেন শাসন প্রতিষ্ঠা করেন।

➤ তাঁর দু'টি রাজধানী ছিল- পূর্ববঙ্গের বিক্রমপুর এবং পশ্চিমবঙ্গের বিজয়পুর।

➤ তাঁর রাজত্বের স্থায়িত্ব কাল ছিল ৬০ বছর। 

➤ তিনি শিবের মন্দির প্রতিষ্ঠা করেন।

➤ তাঁর সভাকবি ছিলেন উমাপতি ধর ও শ্রীহর্ষ।

➤ কবি উমাপতিধর ও শ্রীহর্ষ তাঁর বিজয় প্রশস্তি রচনা করেন।


বল্লাল সেন (১১৫৮-১১৭৯ খ্রিস্টাব্দ)

➤ তিনি রাজ্যজয় অপেক্ষা রাজ্যসংরক্ষণে মনোযোগী ছিলেন।

➤ তিনি ঘোরতর রক্ষণশীল ও ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন।

➤ বল্লাল সেন কৌলীন্য প্রথা প্রবর্তন করেন।

➤ তিনি ‘দানসাগর’ ও ‘অদ্ভুতসাগর’ নামে দু'টি গ্রন্থ রচনা করেন।

➤ তাঁর সময়কালে আনন্দভট্ট ‘বল্লালচরিত’ রচনা করেন।

➤ এই গ্রন্থটি বল্লাল সেনের জীবনীমূলক রচনা

➤ গৌড় নগরী নির্মাণ করে নব নামকরণ করেন “লম্বণাবতী”।

➤ তিনি ‘নিঃশঙ্ক শংকর’ উপাধি গ্রহণ করেন।

➤ তাঁর গুরু ছিলেন অনিরুদ্ধ। 


লক্ষণ সেন (১১৭৪-১২০৫ খ্রিস্টাব্দ)

➤ তিনি গৌড়েশ্বর ও পরমবৈষ্ণব উপাধি গ্রহণ করেন।

➤ তিনি গৌড়, বঙ্গ ও রাঢ় অঞ্চলে রাজত্ব বিস্তার করেছিলেন।

➤ তিনি গড়হপালরাজ জয়চন্দ্রকে পরাজিত করেছিলেন।

➤ তিনি তাঁর পিতার অসমাপ্ত গ্রন্থ ‘অদ্ভুতসাগর' সমাপ্ত করেন।

➤ তাঁর রাজসভায় ‘পঞ্চরত্ন’ ছিলেন - জয়দেব, শরণ, গোবর্ধন, ধোয়ী এবং উমাপতি ধর।

➤ জয়দেব রচিত গ্রন্থের নাম গীতগোবিন্দ।

➤ ধোয়ী রচিত গ্রন্থের নাম পবনদূত।

➤ তাঁর আমলে বাংলায় তুর্কি নায়ক মহম্মদ ঘোরীর অনুচর বখতিয়ার খলজি আক্রমণ করে এবং ওদন্তপুরী বিহারটি ধ্বংস করে।

➤ লক্ষন সেনের পরবর্তী শাসকদের সম্পর্কে তেমন বিশেষ তথ্য পাওয়া যায় না। 

________________________________________________

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad