History Important GK for Competitive exams (Part-3) | ইতিহাস PDF

 History


1. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা নাম কি ?
উ : শ্রী গুপ্ত

2. গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা নাম কী ?
উ: প্রথম চন্দ্রগুপ্ত

3. মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন কোন গুপ্ত শাসক ?
উ: প্রথম চন্দ্রগুপ্ত

4. গুপ্তাব্দ কে প্রচলন করেছিলেন কোন গুপ্ত শাসক?
উ: প্রথম চন্দ্রগুপ্ত ,320 খ্রিস্টাব্দে

5. প্রাচীন ভারতের স্বর্ণযুগের অগ্রদূত হিসেবে চিহ্নিত করা হয়েছে ?
উ: সমুদ্রগুপ্ত কে

6. কোন গুপ্ত শাসকের উপাধি ছিল শকারি ?
উ: দ্বিতীয় চন্দ্রগুপ্ত

7. ফা হিয়েন ভারতে প্রবেশ করেছিলেন কার
আমলে ?
উ: দ্বিতীয় চন্দ্রগুপ্ত

8. গুপ্ত বংশের প্রথম স্বাধীন সার্বভৌম রাজার নাম কি?
উ: প্রথম চন্দ্রগুপ্ত

9. হরিসেন কোন গুপ্ত শাসক এর সভাকবি ছিলেন ?
উ: সমুদ্রগুপ্তের

10. ভিনন্সেন্ট স্মিথ কাকে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন ?
উ: সমুদ্র গুপ্ত কে

11. শত যুদ্ধের নায়ক নামে পরিচিত কোন গুপ্ত শাসক ?
উ: সমুদ্র গুপ্ত

12. দিনার স্বর্ণমুদ্রা কোন গুপ্ত শাসক এর আমাদের দেখা যায় ?
উ: সমুদ্র গুপ্ত

13. কোন গুপ্ত শাসক এর আমলে নবরত্ন বিরাজ করছিল ?
উ: দ্বিতীয় চন্দ্রগুপ্ত

14. ফো কুয়ো কিং বইটি রচনা করেছিলেন ?
উ: ফা হিয়েন

15. ভারতের ইতিহাসে প্রথম অশ্বমেধ যজ্ঞের সৃষ্টি করেছিলেন কে ?
উ: সমুদ্র গুপ্ত

16. এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন কোন গুপ্ত শাসক এর সভাকবি ?
উ: সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন

17. দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন গুপ্ত শাসক এর পুত্র ছিলেন?
উ: সমুদ্র গুপ্তের

18. কোন গুপ্ত শাসক কবিরাজ উপাধি ধারণ করেছিলেন ?
উ: সমুদ্র গুপ্ত

19. কিংবদন্তি বিক্রমাদিত্য নামে পরিচিত গুপ্ত সম্রাট হলেন ?
উ: দ্বিতীয় চন্দ্রগুপ্ত

20. কোন গুপ্ত শাসকের মৃত্যুর পর প্রথম কুমার গুপ্ত, গুপ্ত সাম্রাজ্যের শাসক কে ছিলেন ?
উ: দ্বিতীয় চন্দ্রগুপ্তের মৃত্যুর পর

21. মহেন্দ্রাদিত‍্য উপাধি লাভ গুপ্ত সম্রাট হল ?
উ: প্রথম কুমার গুপ্ত

22. সমুদ্র গুপ্ত গুপ্ত বংশের শাসক হয় কোন গুপ্ত শাসক এর মৃত্যুর পর ?
উ: প্রথম চন্দ্রগুপ্ত

23. বিহারে অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা করেছিলেন কোন গুপ্ত শাসক ?
উ:প্রথম কুমার গুপ্ত

24. কোন গুপ্ত শাসককে সাধু সুলভ রাজা নামে ডাকা হতো ?
উ: প্রথম কুমারগুপ্ত কে

25. কোন গুপ্ত সম্রাট এর আমলে সূর্য মন্দির নির্মাণ করা হয়েছিল ?
উ: প্রথম কুমার গুপ্ত

26. ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়ে থাকে ?
উ: স্কন্দ গুপ্তকে,গুপ্ত বংশের শেষ শক্তিশালী রাজা

27. প্রথম দশমিকের ব্যবহার প্রচলন করেছিলেন কোন ব্যক্তি ?
উ: আর্যভট্ট

28. সুশ্রুত কোন যুগের শ্রেষ্ঠ আয়ুর্বেদিক পন্ডিত ছিলেন?
উ: গুপ্ত যুগের

29. ভারতের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়ে থাকে কোন যুগকে ?
উ: *গুপ্ত যুগকে

30. গুপ্ত বংশের শেষ রাজার নাম কী ?
উ: বিষু গুপ্ত

31.ভারতীয় উপমহাদেশে  মানুষের বসবাস শুরু হয় আনুমানিক কত বছর আগে ?  
উত্তর :- খ্রিস্টপূর্ব 5 লক্ষ বছর আগে

32.মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? 
উত্তর - ফ্রঁসোয়া জারিজ ও রিচার্ড মিডো

33.সিন্ধু বা মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কারক কে? 
উত্তর - রাখালদাস বন্দ্যোপাধ্যায়

34.বৈদিক যুগে প্রচলিত দুটি স্বর্ণ মুদ্রার নাম কি? 
উত্তর - নিষ্ক ও মনা

35. বুদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? 
উত্তর - ত্রিপিটক

36.বুদ্ধচরিত, সূত্রলঙ্কার এর রচয়িতা কে? 
উত্তর - অশ্বঘোষ

37.দানসাগর ও অদ্ভুতসাগর রচনা করেন কে? 
 উত্তর - বল্লাল সেন

38."প্রিন্স অফ বিল্ডার্স"- নামে কে পরিচিত ?
উত্তর - শাহজাহান

39.হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হয় 
উত্তর - আমির খসরু কে

40 সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? 
উত্তর - খিজির খাঁ
শেষ সম্রাট - মোবারক শাহ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad