History
1. সিন্ধু যুগীয় সভ্যতায় বৃহৎ স্নানাগারটির নিদর্শন কোথায় মেলে ?
উ: মহেঞ্জোদারোতে
2. সিন্ধু যুগের সভ্যতার প্রাচীনতম বন্দর লোথাল কোথায় অবস্থিত ?
উ: গুজরাটে অবস্থিত
3. হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ প্রথম লক্ষ্য করেন কে ?
উ: চার্লস ম্যাসন
4. সমকালীন তাম্র যুগের কোন সভ্যতার সাথে সিন্ধু সভ্যতার সাদৃশ্য মেলে ?
উ: মেসোপটেমিয়া সভ্যতা
5. সিন্ধু বাসীদের বাণিজ্যের জন্য ব্যবহৃত উপকূল কোনটি ছিল ?
উ: মারাকান উপকূল
6. সিন্ধু যুগীয় সভ্যতার আদিবাসী মানুষের প্রধান খাদ্য শস্য কি ছিল ?
উ: গম
6. হরপ্পা সভ্যতার কোন স্থানে একটি ঘোড়ার সন্ধান পাওয়া গেছে ?
উ: সুরকোটাডা
7. হরপ্পা সভ্যতার সীলমোহর গুলি মূলত কোন পাথর দ্বারা নির্মিত হতো ?
উ: স্টিবেটাইট
8. কোথায় প্রত্যন্ত জল নিকাশি ব্যবস্থার সন্ধান মেলে?
উ: মহেঞ্জোদারোতে
9. হরপ্পা যুগায় সভ্যতার বাটখারা গুলির আকার কেমন ছিল ?
উ: আয়তকার
10. সিন্ধু সভ্যতায় কালিবঙ্গান এর অবস্থান কোথায় ?
উ: রাজস্থানে অবস্থিত
11. ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি ?
উ: মেহেরগড় সভ্যতা
12. পৃথিবীর প্রথম কোন সভ্যতার মানুষেরা তুলোর চাষ করেছিলেন ?
উ: সিন্ধু যুগীয় সভ্যতার মানুষেরা
13. প্রথম কাঠের লাঙলের সন্ধান পাওয়া গিয়েছে কোন স্থানে ?
উ: কালিবঙ্গানে
14 . সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর লোথাল কোন নদীর তীরে অবস্থিত ?
উ: ভোগাবর নদীর তীরে
15. সিন্ধু সভ্যতা অবক্ষয় বা ধ্বংসের প্রধান কারণ কি ছিল ?
উ: বন্যা ও পরিবেশের পরিবর্তন
16. হরপ্পা সভ্যতায় ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় যন্ত্রপাতি কোন ধাতুর তৈরি ?
উ: তামা ও ব্রোঞ্জ
17. হরপ্পা সভ্যতায় পশু হিসেবে সম্মান করা হতো কাকে ?
উ: ষাঁড়কে
18. হরপ্পা সভ্যতার কোন শহরটির উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে?
উ: ধোলাভিরা
19. সুমেরু সভ্যতার লোকেরা সিন্ধু সভ্যতা কে কি নামে ডাকত ?
উ: মেলুহা নামে
20. পাথরের নির্মিত নটরাজ মূর্তির সন্ধান পাওয়া গেছে কোথায় ?
উ: হরপ্পা সভ্যতায়
21. পোড়া চুড়ির সন্ধান পাওয়া গেছে কোথায় ?
উ: কালিবঙ্গান
22. মেঝেতে ডিজাইন করা টালি বসানোর তথ্য কোথায় পাওয়া গেছে ?
উ: কালিবঙ্গানে
23. কোন দেশের সাথে হরপ্পা সভ্যতার মানুষের ব্যবসা বাণিজ্য চলত ?
উ: সুমেরু
24. হরপ্পা কথাটির আক্ষরিক অর্থ কী বোঝায় ?
উ: পশুপতির খাদ্য
25. হরপ্পা সভ্যতার লোকেদের ভাষা কি ছিল ?
উ: দ্রাবিড়
26. মহেঞ্জোদারো কথাটির আক্ষরিক অর্থ কি ?
উ: মৃতের স্তুপ
27.চৌসারের যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর - 1539 সালে
28.ভারতের মাটিতে প্রথম কামান ব্যবহার হয় কোন যুদ্ধে?
উত্তর - প্রথম পানিপথের যুদ্ধ
29.গদর শব্দের অর্থ কি?
উত্তর - বিপ্লব বা বিদ্রোহ
30.সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর - 1556-1563 ফরাসী ও ইংরেজদের মধ্যে
31.পুনা চুক্তি কাদের মধ্যে হয় ?
উত্তর - মহাত্মা গান্ধী ও আম্বেদকর এর মধ্যে
32. হান্টার কমিশন কেন গঠিত হয়?
উত্তর - জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ডের তদন্তের জন্য
33."অমৃতবাজার"- পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর - শিশির কুমার ঘোষ
34.আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর - স্বামী দয়ানন্দ সরস্বতী
35.জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
উত্তর - অ্যানি বেসান্ত
36. জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন?
উত্তর - সরোজিনী নাইডু
37. সিন্ধু সভ্যতা একটি কোন যুগের সভ্যতার উদাহরণ?
উ: তাম্র ব্রোঞ্জ যুগের
38. সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দরটির নাম কি ছিল ?
উ: লোথাল
39. সিন্ধু সভ্যতা কথাটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী ?
উ: জন মার্শাল
40. সিন্ধু সভ্যতার লিপি গুলি যে পদ্ধতিতে লেখা হতো তার নাম কি ?
উ: বৌস্টফেডন পদ্ধতিতে
41. সিন্ধু সভ্যতার লিপি গুলি কোন দিক থেকে কোন দিকে লেখা হতো ?
উ: প্রথম লাইন ডান দিক থেকে বাম দিকে, এবং দ্বিতীয় লাইন বাম দিক থেকে ডান দিকে লেখা হতো
42. সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার করতে জানতো না ?
উ: লোহা
43. সিন্ধু যুগের বাড়ি গুলি মূলত কি দিয়ে তৈরি করা হতো?
উ: ইট
44. সিন্ধু যুগীর সভ্যতার মানুষের প্রধান জীবিকা কি ছিল?
উ: কৃষিকাজ