VVI General Science Questions & Answer in bengali | Competitive Examination

 General Science 

এখানে সাধারণ বিজ্ঞান গুরুত্বপূর্ণ গুলি আলোচনা করা হয়েছে। যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবেই। নিম্নে বিগত বছরে আগত প্রশ্ন-উত্তর আলোচনা করা হল।
দৈনিক ফ্রী অনলাইন মক টেস্ট দেওয়ার জন্য হিটলিস্ট ক্যাটাগরি চেক করুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন। (alert-success)
1. ডেসিবেল কীসের একক?
➟ শব্দের তীব্রতার

2. তড়িচ্চালক বলের একক কী?
➟ তড়িচ্চালক বলের একক হল ভোল্ট

3. বিদ্যুৎ এবং তাপের সর্বাধিক সুপরিবাহী ধাতু কী?
➟ রুপা

4. পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত?
➟ শূন্য

5. বরফের সঙ্গে সাধারণ লবণ মেশালে বফের গলনাঙ্ক কমে না বাড়ে?
➟ কমে

6. লোহার জিনিসের উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলে?
➟ গ‍্যালভানাইজেশন

7. মটরগাড়ির হেড লাইটে কোন দর্পন ব্যবহার করা হয়?
➟ অবতল

8. রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমিনিয়াম ব্যবহার করা হয় কেন?
➟ কারণ এতে দ্রুত তাপ সঞ্চালিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়

9. পারসেক একক দিয়ে কী মাপা হয়?
➟ মহাকাশীয় দূরত্ব

10. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?
➟ মধ্যাকর্ষণ বলের জন্য

11. সাধারণ ক্যামেরায় কী লেন্স ব্যবহৃত হয়?
➟ উত্তল লেন্স

12. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
➟ কঠিন

13. কোন বস্তুর ত্বরণ বলতে কী বোঝায়?
➟ সময়ের সাথে বেগ বৃদ্ধির হার

14. বলের একক কী?
➟ নিউটন

15. কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল, বায়বীয় অবস্থায় পাওয়া যায়?
➟ জল

16. বৃষ্টির ফোঁটার বৃত্তাকার হওয়ার কারন কী ?
➟ পৃষ্টটান

17. জলের তাপমাত্রা 0° থেকে 4°এ উন্নীত হলে জলের ঘনত্ব কী হবে?
➟ বাড়বে

18. কার্জের একক কী?
➟ জুল

19. SI পদ্ধতিতে তাপমাত্রার একক কী?
➟ কেলভিন

20. বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন কে?
➟ টমাস এডিসন

21. চাঁদে বা অন্য গ্রহে নিলে বস্তুর কি পরিবর্তন ঘটবে?
➟ বস্তুর ভর একই থাকবে কিন্তু ওজন বদলাবে

22. টেলিফোনের আবিষ্কারক কে?
➟ আলেকজান্ডার গ্রাহাম বেল

23. 1 অশ্বক্ষমতা = কত ওয়াট?
➟ 746 ওয়াট

24. 'থিউরি অব রিলেটিভিটি' এর উদ্ভাবক কে?
➟ আলবার্ট আইনস্টাইন

25. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয়?
➟ টাংস্টেন

26. একটি বৈদ্যুতিক পাখা ধীরে চালালে বিদ্যুৎ খরচ কী হবে?
➟ একই হয়

27. রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর কী রশ্মি নির্গত হয়?
➟ গামা রশ্মি

28. জলকে বরফে পরিনত করলে এর আয়তন কী হয়?
➟ বাড়ে

29. পৃথিবীতে সবচেয়ে শক্ত মৌল কী?
➟ হীরক

30. কোন বস্তু যখন সমস্ত আলো শোষন করে তখন তাকে কেমন দেখায়?
➟ কালো দেখায়

31. তড়িৎপ্রবাহমাত্রার ব্যবহারিক একক কী?
➟ অ্যাম্পিয়ার

32. তড়িৎ-পরিবাহী ধাতব তারে তড়িতাধানের বাহক কোনগুলি ?
➟ তড়িৎ-পরিবাহী ধাতব তারে মুক্ত ইলেকট্রনগুলি হল তড়িতাধানের বাহক

33. কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
➟ কালো

34. বৈদ্যুতিক হিটারের কুণ্ডলী কোন ধাতু দিয়ে তৈরি হয়?
➟ নাইক্রোম

35. নাইক্রোম তার কী কী ধাতু দিয়ে তৈরি হয়?
➟ নাইক্রোম তার হল নিকেল, ক্রোমিয়াম এবং লোহার সংকর ধাতু

________________________________________________

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad