Current affairs July 21/07/22 to 22/07/22 in bengali | Competitive exams | PDF

 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 




Current affairs July 21/07/22

1. ১৯৬৯ সালে প্রথম চাঁদে মানুষের হাঁটার বিষয়টি স্মরণ রাখার জন্য Moon Day পালন করা হয় ২০শে জুলাই।

2. করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া এশিয়ান গেসম হোস্ট করবে চীন।

3. সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন- লেন্ডল সিমন্স।

4. "Architect of The New BJP " শিরোনা লিখলেন অজয় সিং।

5. ভারতের প্রথম AI Powered ডিজিটাল লোক আদালত তৈরি হলো
রাজস্থানে।
6. খাদি ও গ্রামীণ শিল্প কমিশন (KVIC)-
এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত- হলেন মনোজ কুমার।

7. ভারতে প্রথম 5G  private Network সফলভাবে পরীক্ষা করলো ভারতী এয়ারটেল কম্পানি ।

৪. সম্প্রতি ৮২ বছর বয়সে মারা গেলেন গজল সঙ্গীত শিল্পী ভূপিন্দর সিং।

9. 2028 Summer Olympic Games হোস্ট করবে লস এঞ্জেলস।

 10. Henley Passport Index 2022 তালিকায় ভারতের স্থান ৮৭, প্রথম স্থানে রয়েছে জাপান।
Current affairs July 22/07/22

 1. ভারতের ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন- দ্রোপদী মুর্মু।

 2. সম্প্রতি Union public service commission (UPSC) এর মেম্বার হিসেবে নিযুক্ত হলেন- রাজ শুক্লা।

 3. উত্তরাখণ্ডের মন্দির সম্পর্কে "BEYOND THE MISTY VEIL" শিরোনামে বই লিখলেন- আরাধনা জোহরী।

 4. কেরালার সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার JC Daniel award 2021 দ্বারা সম্মানিত হলেন মালায়ালম ফিল্ম মেকার কে. পি. কুমারণ।

 5. ONGC videsh Ltd. এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন রাজর্ষি গুপ্ত।
 6. সম্প্রতি বন্যপ্রানী সংরক্ষণের উপর নামিবিয়ার সাথে MoU স্বাক্ষর করলো ভারত।

 7. "Viva engage" নামে ওয়ার্কপ্লেস সোশ্যাল অ্যাপ লঞ্চ করলো Microsoft.

 8. Securities and Exchange Board Of India (SEBI) এর একজিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন- প্রমোদ রাও।

 9. BCCI এর এথিক্স অফিসার হিসাবে নিযুক্ত হলেন সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি- বিনীত সরণ।

 10. ভারতের প্রথম মনুষ্যবাহী ড্রোনটির নাম-"Varuna".

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad