আজকের অলোচ্য বিষয় মুঘল যুগের গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং রচয়িতার নাম সম্পর্কে ছকের সাহায্যে তুলে ধরা হয়েছে। এখানে সেই সব দিক গুলি তুলে ধরা হয়েছে যেগুলি প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। নিম্নে "Important books and author's name of Mughal era" সম্পর্কে আলোচনা করা হল।
বিভিন্ন Government Exams -এর প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে Competitive Exams -এর প্রস্তুতি দেওয়া হয় এবং দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন। (alert-success)
মুঘল যুগের গ্রন্থের নাম | লেখক |
---|---|
তুজুক-ই-বাবরী | বাবর, (বাবরের আত্মজীবনী) |
হুমায়ুননামা | গুলবদন বেগম (বাবরের কন্যা) |
তবাকৎ-ই-আকবরী | নিজামউদ্দিন আহমেদ |
তুজুক-ই-জাহাঙ্গীর | জাহাঙ্গীর, (জাহাঙ্গীরের আত্মজীবনী) |
শাহজাহাননামা | ইনায়েৎ খাঁ |
তারিখ-ই-শেরশাহী | আবাস খাঁ শেরওয়ানী (শেরশাহের আমলে) |
মাজমা-উল-বাহেরিন | দারাশিকো |
তারিখ-ই-ফিরোজশাহী | জিয়াউদ্দিন বারনী |
ফতোয়া-ই-জাহান্দারি | জিয়াউদ্দিন বারনী |
আলমগীরনামা | মীর্জা মহম্মদ কাজিম |
মাসীর-ই-আলমগীরী | মুস্তাইদ খান |
মুন্তাখাব-উল-তারিখ | বদায়ুনী |
ফতা-উৎ-সালাতিন | ইসামি |
রিয়াজ-উল-সালাতিন | গোলাম হোসেন |
মুস্তাখাব-উল-লুবাব | কাফি খাঁ |
তারিখ-ই মহম্মদ কুতুবশাহী | সৈয়দ মহম্মদ তাবাতাবাঈ |
পদ্মাবৎ (হিন্দী) | মালিক মহম্মদ জয়সিয়া |
তারিখ-ই-বাংলা | শলীমুল্লাহ |