আজকের অলোচ্য বিষয় সুলতানি যুগের স্থাপত্য, ভাষ্কর্য এবং তাদের প্রতিষ্ঠাতার নাম সম্পর্কে ছকের সাহায্যে তুলে ধরা হয়েছে। এখানে সেই সব দিক গুলি তুলে ধরা হয়েছে যেগুলি প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। নিম্নে "Sultanate architecture, sculptures and names of their founders" সম্পর্কে আলোচনা করা হল।
বিভিন্ন Government Exams -এর প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে Competitive Exams -এর প্রস্তুতি দেওয়া হয় এবং দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন। (alert-success)
স্থাপত্যের নাম | প্রতিষ্ঠাতা |
---|---|
কুতুব মিনার | কুতুবউদ্দিন আইবক মিনারের নির্মান কাজ শুরু করেন। ইলতুৎমিস এই স্থাপত্যটির নির্মাণকার্য শেষ করেন এবং ফিরোজ তুঘলকের সময় তার চতুর্থ তল পুনর্নির্মিত হয়। |
আলাই দরওয়াজা | আলাউদ্দিন খলজী |
জাহাঁপনা | মহম্মদ বিন তুঘলক |
আগ্রা | সিকন্দর লোদি |
সিরি | আলাউদ্দিন খলজী |
সুলতান গঢ়ী | ইলতুৎমিস |
হাউজ খাস | আলাউদ্দিন খলজী |
ফিরোজাবাদ | ফিরোজ শাহ তুঘলক |
খান-ই-জাহান মক্কুল স্মৃতিসৌধ | জুনা শাহ |
কুয়াৎ-উল-ইসলাম | আইবক; ভারতে ইন্দো-ইসলামি আলাই দরওয়াজা ধারায় নির্মিত প্রথম মসজিদ। |