আজকের অলোচ্য বিষয় ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ শাসক ও তাঁদের সভাকবির নাম সম্পর্কে ছকের সাহায্যে তুলে ধরা হয়েছে। এখানে সেই সব দিক গুলি তুলে ধরা হয়েছে যেগুলি প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। নিম্নে "Names of important rulers and their poets in Indian history" সম্পর্কে আলোচনা করা হল।
বিভিন্ন Government Exams -এর প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে Competitive Exams -এর প্রস্তুতি দেওয়া হয় এবং দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন। (alert-success)
শাসকের নাম | সভাকবি’র নাম |
---|---|
কণিষ্ক | অশ্বঘোষ |
কৃষ্ণদেব রায় | সভাকবি আল্লাসানি পেদ্দান |
সমুদ্রগুপ্ত | হরিসেন |
আলাউদ্দিন খলজী | আমীর খসরু |
দ্বিতীয় চন্দ্রগুপ্ত | কালিদাস |
আকবর | আবুল ফজল |
লক্ষ্মণ সেন | জয়দেব |
শাহজাহান | আব্দুল হামিদ |
দ্বিতীয় পুলকেশী | রবিকীর্তি |
হর্ষবর্ধন | বানভট্ট |
কৃষ্ণচন্দ্ৰ | রামপ্রসাদ সেন |
শিবাজী | কবি ভূষণ |
কনৌজরাজ যশোবর্ধন | ভবভুতি |
শাহজাহান | জগন্নাথ পন্ডিতরাজ |
রাজা তৃতীয় কৃষ্ণ | শ্ৰী পোন্না |
পৃথ্বিরাজ চৌহান | চাঁদ বরদাই |