বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ এবং তাদের গমন পদ্ধতি

Dear Students,

আজকের অলোচ্য বিষয় বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ এবং তাদের গমন পদ্ধতি সম্পর্কে ছকের সাহায্যে তুলে ধরা হয়েছে। এখানে সেই সব দিক গুলি তুলে ধরা হয়েছে যেগুলি প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। নিম্নে "Organs of locomotion of different animals and their mode of locomotion" সম্পর্কে  আলোচনা করা হল।

বিভিন্ন Government Exams -এর প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে Competitive Exams -এর প্রস্তুতি দেওয়া হয়  এবং দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন। (alert-success)

প্রাণীর নাম গমন অঙ্গ গমন পদ্ধতি
অ্যামিবা ক্ষণপদ অ্যামিবয়েড গতি
ইউগ্লিনা ফ্লাজেলা ফ্লাজেলীয় চলন
প্যারামিসিয়াম সিলিয়া সিলিয়ারি চলন
হাইড্রা কর্ষিকা লুপিং ও সমারসল্টিং
কেঁচো সিটা ক্রিপিং
আরশোলা পা ও ডানা ফ্লাইং ও ওয়াকিং
শামুক মাংসল পদ স্লিপিং
তারামাছ নালী পদ লুপিং
মাছ পাখনা সন্তরণ বা সুইমিং
ব্যাঙ পা লিপিং, সুইমিং, ক্রলিং
টিকটিকি পা ক্রলিং
পাখি পা ও ডানা ফ্লাইং ও ওয়াকিং
তিমি প্যাডেল সুইমিং
মানুষ পা ও হাত ওয়াকিং, রানিং, সুইমিং, ক্রলিং

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad