বিভিন্ন প্রাণীর শ্বাসযন্ত্রের নাম | Name the respiratory system of different animals

Different animals respiratory system name in Bengali
Dear Students,

আজকের অলোচ্য বিষয় বিভিন্ন প্রাণীর শ্বাসযন্ত্রের নাম সম্পর্কে ছকের সাহায্যে তুলে ধরা হয়েছে। এখানে সেই সব দিক গুলি তুলে ধরা হয়েছে যেগুলি প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। নিম্নে "Name the respiratory system of different animals" সম্পর্কে  আলোচনা করা হল।

বিভিন্ন Government Exams -এর প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে Competitive Exams -এর প্রস্তুতি দেওয়া হয়  এবং দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন। (alert-success)
প্রাণীর নাম শ্বাসযন্ত্রের নাম
অ্যামিবা দেহতল
হাইড্রা দেহতল
স্পঞ্জ দেহতল
কেঁচো দেহত্বক বা চামড়া
জোঁক দেহত্বক বা চামড়া
আরশোলা ট্র্যাকিয়া বা শ্বাসনালি
প্রজাপতি ট্র্যাকিয়া বা শ্বাসনালি
মাকড়সা বুক লাঙ বা বই-ফুসফুস
কাঁকড়াবিছে বুক লাঙ বা বই-ফুসফুস
শামুক ফুলকা, পালমোনারি স্যাক
ঝিনুক ফুলকা, পালমোনারি স্যাক
কই, মাগুর এবং শিঙি মাছ ফুলকা, অতিরিক্ত শ্বাসযন্ত্র
ব্যাঙাচি বহিঃফুলকা
ব্যাঙ (উভচর) ফুসফুস, চামড়া, মুখবিবর গলবিলের মিউকাস পর্দা
মানুষ ফুসফুস
সরীসৃপ, পক্ষী এবং স্তন্যপায়ী ফুসফুস
মাছ ফুলকা

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad