Dear Students,
আজকের অলোচ্য প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ স্থাপত্য ও মন্দিরের নাম এবং তাদের প্রতিষ্ঠাতা নাম সম্পর্কে ছকের সাহায্যে তুলে ধরা হয়েছে। এখানে সেই সব দিক গুলি তুলে ধরা হয়েছে যেগুলি প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। নিম্নে "Names of important architecture and temples of ancient India and their founders" সম্পর্কে আলোচনা করা হল।
বিভিন্ন Government Exams -এর প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে Competitive Exams -এর প্রস্তুতি দেওয়া হয় এবং দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন। (alert-success)
স্থাপত্য ও মন্দির | প্রতিষ্ঠাতা | রাজবংশের নাম |
---|---|---|
ইলোরার কৈলাসনাথ মন্দির (মহারাষ্ট্র) | প্ৰথম কৃষ্ণ | রাষ্ট্রকূট |
ইলোরার গুহা মন্দির (মহারাষ্ট্র) | রাষ্ট্রকূট রাজা | রাষ্ট্রকূট |
তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির/বৃহদেশ্বর মন্দির | প্রথম রাজরাজ | চোল বংশ |
এলিফ্যান্টার গুহাচিত্র | চোল রাজা | চোল বংশ |
অনুরাধাপুরের শিব মন্দির | প্রথম রাজরাজ | চোল বংশ |
মহাবলীপুরমের রথ | প্রথম নরসিংহ বর্মন | পল্লব বংশ |
কাঞ্চীর কৈলাসনাথ মন্দির | দ্বিতীয় নরসিংহ বর্মন | পল্লব বংশ |
পুরীর জগন্নাথ মন্দির (উড়িষ্যা) | অনন্তবর্মন চোড়গঙ্গ | গঙ্গবংশ |
কোনারকের সূর্য মন্দির (উড়িষ্যা) | প্রথম নরসিংহগঙ্গ | গঙ্গবংশ |
বাগবাদামির গুহাচিত্র (মহারাষ্ট্র) | গুপ্ত রাজা | গুপ্তবংশ |
অজন্তার গুহাচিত্র (মহারাষ্ট্র) | গুপ্ত রাজা | গুপ্তবংশ |
দিলওয়ারা মন্দির (গুজরাট) | সোলাঙ্কি রাজা | সোলাঙ্কি বংশ |
বিরুপাক্ষ মন্দির | বাতাপীর চালুক্য রাজ ষষ্ঠ বিক্রমাদিত্য | চালুক্য বংশ |
সঙ্গমেশ্বর মন্দির | বাতাপির চালুক্যরাজ বিজয়াদিত্য | চালুক্য বংশ |
হ্যালবিদের হোয়সলেশ্বর মন্দির | বিষ্ণুবর্ধন | চালুক্য বংশ |
লিঙ্গরাজ মন্দির (উড়িষ্যা) | রাজা কেসারিস | করবংশ |
আঙ্করভাটের বিষ্ণুমন্দির (কাম্পুচিয়া) | দ্বিতীয় সূর্য বর্মন | কম্বুজ বংশ |
জাভার বরবুদুরের স্তূপ | শৈলেন্দ্ররাজারা | শৈলেন্দ্র বংশ |
খাজুরাহের মন্দির (মধ্যপ্রদেশ) | চান্দেল রাজ ধঙ্গ | চান্দেল্ল বংশ |