10000 Important General Knowledge Series in Bengali Part- 28

Vvi important Bangla gk

Dear Students,

General Knowledge এমন একটা টপিক যেখান থেকে  প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই বাদ দিতে পারবেন না। আপনাদের জন্য 10000 Important GK সিরিজ এর পর্ব শুরু করেছি।  আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ 10000 VVI GK in Bengali পার্ট - 28, এখান থেকে প্রতিটি চাকরির পরীক্ষায় কমন আসবেই। আজকের পর্বে VVI 60টি Oner Liner GK আলোচনা করা হয়েছে।

বিভিন্ন প্রতিযোগিতা মূলক প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয়  এবং দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন। (alert-success)

  • সিয়াচেন হিমবাহ যে পর্বতশ্রেণিতে অবস্থিত কারাকোরাম।
  • রাজস্থানের মরু অঞ্চলের চলমান বালিয়াড়িকে বলা হয় ধিয়ান। 
  • অর্ধচন্দ্রকার বালিয়াড়িকে বলা হয়- বার্খান।
  • পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাকফুর উচ্চতা হল 3636 মিটার।
  • বরাকর নদীর উৎস নদী হল দামোদর।
  • পশ্চিমবঙ্গে দুগ্ধপ্রক্রিয়াকরণ অঞ্চল কার্যকরী হয়েছে ডানকুনিতে।
  • পুরুলিয়া জেলার ‘আদ্রা' হল রেল জংশন।
  • ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্তযুক্ত রাজ্য হল ঝাড়খণ্ড।
  • উত্তরবঙ্গের বৃহত্তম নদী  তিস্তা।
  • নদিয়ার কৃষ্ণনগরের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে সাড়ে 23° উত্তর অক্ষরেখা।
  • ব্রডগেজ রেলপথে দুটি লাইনের মাঝে দূরত্ব থাকে- 1.676 মিটার।
  • ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হল অন্ধ্রপ্রদেশ।
  • ভেম্বানাদ কয়াল হল একটি উপহ্রদ।
  • পশ্চিমবঙ্গে মৎস্য বন্দর গড়ে উঠেছে শংকরপুরে।
  • কৃষিকাজের পক্ষে উপযুক্ত মাটি হল পলিমাটি।
  • পুরুলিয়ার উচ্চভূমিতে রয়েছে অযোধ্যা পাহাড়।
  • গোলপাতা উদ্ভিদ জন্মায় কেবলমাত্র সুন্দরবনে।
  • সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে সাধারণত যে এককের দ্বারা পরিমাপ করা হয়— অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট (IAU= 1.495×10^10 কিমি)।
  • এক আলোকবর্ষ সমান 9.467 ×10^12 কিমি (প্রায়)।
  • নির্দিষ্ট স্থানে কোনো বস্তুর ভর ও ওজনের মধ্যে সম্পর্ক হল- বস্তুর ওজন = বস্তুর ভর × ঐ স্থানের অভিকর্ষজ ত্বরণ।
  • ☞ >> 10000 GK Series Part - 27
  • একক বিহীন দু'টি ভৌত রাশি হল আপেক্ষিক গুরুত্ব, আণবিক গুরুত্ব।
  • তিনটি মৌলিক একক দিয়ে গঠিত একটি লব্ধ একক হল ভরবেগ।
  • পশ্চিমবঙ্গের গড় বার্ষিক বৃষ্টিপাত 175 সেমি ।
  • বিশ্বের প্রথম উত্তর মেরু জয়ী হলেন রবার্ট পেরি। আরবি শব্দ ‘মৌসম’ কথার অর্থ হল ঋতু।
  • হীরে বা সোনার ভর মাপতে যে একক ব্যবহৃত হয়— ক্যারাট।
  • অণু ও পরমাণুর ভর মাপতে যে একক ব্যবহৃত হয়— ডালটন বা AMU (Atomic Mass Unit)।
  • পৃথিবীর আকর্ষণ বল লোপ পেলে বস্তুর ও ভারের কি পরিবর্তন লক্ষ করা যায়— ভর অপরিবর্তিত থাকবে, ভার শূন্য হবে। 
  • টেলিফোনের গ্রাহক যন্ত্রে কোন্ শক্তি, কোন্ শক্তিতে রূপান্তরিত হয়- তড়িৎশক্তি, শব্দশক্তিতে।
  • ☞ >> 10000 GK Series Part - 26
  • কৃত্রিম উপগ্রহে বস্তুর ভর ও ওজনের যে পরিবর্তন ঘটে— ভর অপরিবর্তিত থাকে এবং ওজন শূন্য হয় ৷
  • দার্জিলিং জেলার প্রধান কৃষিজ ফসল চা। খাদ্যপ্রক্রিয়াকরণ গবেষণাগার গড়ে উঠেছে বারাসতে।
  • পশ্চিমবঙ্গ রাজ্যটি গঠিত হয় 1947 সালে।
  • মালদহ জেলার মহানন্দা নদীর পশ্চিমের নবীন ভূভাগকে বলে দিয়ারা।
  • পৃথিবীর যে স্থানে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য হয়— কেন্দ্রে।
  • যান্ত্রিক ও রাসায়নিক উভয় আবহবিকার বেশি হয় উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলে।
  • যান্ত্রিক আবহবিকারের অন্যতম মাধ্যম হল উষ্ণতা।
  • হিউমাস সৃষ্টির পর্যায়টি হল হিউমিফিকেশন।
  • কার্স্ট ভূমিরূপ যে আবহবিকারের ফলে ঘটে অঙ্গার যোজন।
  • শীতল জলবায়ুতে যে আবাহবিকার দেখা যায় যান্ত্রিক আবহবিকার।
  • ইলসেলবার্জ ভূমিরূপ যে আবহবিকারের ফলে সৃষ্টি হয় শল্কমোচন৷
  • পৃথিবীর যে স্থানে অভিকর্ষজ ত্বরণের মান সর্বাধিক হয়— মেরু অঞ্চল।
  • সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি যে শক্তিতে রূপান্তরিত হয়— রাসায়নিক শক্তি।
  • কোন্ ধরনের পদার্থে গলনাঙ্ক ও হিমাঙ্ক এক নয়— অনিয়তাকার পদার্থ (মোম, কাচ, চর্বি ইত্যাদি)।
  • ☞ >> 10000 GK Series Part - 25
  • প্রেসার কুকারে জলীয় বাষ্পের চাপের পরিমাণ কত রাখা হয়— দুই বায়ুমণ্ডলীয় চাপের সমান।
  • তাপ প্রয়োগে গলে না এমন দু'টি পদার্থ হল ম্যাগনেশিয়াম অক্সাইড এবং ক্যালশিয়াম অক্সাইড।
  • মামাভাগ্নে পাহাড় রয়েছে বীরভূম জেলায়।
  • জলঢাকা নদীর একটি উপনদী হল ডায়না।
  • জোয়ারের জলে পুষ্ট একটি নদী হল গোসাবা।
  • পশ্চিমবঙ্গের শীতলতম জেলা হল দার্জিলিং।
  • সিঙ্গালিলা পর্বতের একটি অন্যতম শৃঙ্গ হল— ফালুট।
  • পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের একটি অন্যতম পাহাড়ের নাম হল রাজমহল।
  • রাঢ় অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত একটি গুরুত্বপূর্ণ নদীর নাম হল দামোদর।
  • পশ্চিমবঙ্গের বরফগলা জলে পুষ্ট কয়েকটি নদীর নাম হল গঙ্গা, তিস্তা, জলঢাকা, মহানন্দা, তোর্সা।
  • পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয় উত্তরের পার্বত্য অঞ্চলে। 
  • চন্দননগর পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় 1954 সালে।
  • কোচবিহার পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় 1950 সালে।

আরও জানুন >> 10000 GK Series in Bengali Part- 29

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad