General Knowledge এমন একটা টপিক যেখান থেকে প্রতিটি Competitive Exams -এ
প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই বাদ দিতে পারবেন না। আপনাদের জন্য 10000
Important GK সিরিজ এর পর্ব শুরু করেছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই
গুরুত্বপূর্ণ 10000 VVI GK in Bengali পার্ট - 27, এখান থেকে প্রতিটি চাকরির
পরীক্ষায় কমন আসবেই। আজকের পর্বে VVI 60টি Oner Liner GK আলোচনা করা হয়েছে।
বিভিন্ন প্রতিযোগিতা মূলক প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয় এবং দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন। (alert-success)
- ব্যারাকপুর সেনাছাউনিতে মঙ্গল পান্ডে বিদ্রোহ করেছিলেন ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৯ মার্চ।
- যে ইংরেজ অফিসারকে মঙ্গল পান্ডে গুলি করেন তিনি হলেন মেজর হিউসন।
- সিপাহি বিদ্রোহের সময় বিদ্রোহীরা দিল্লি দখল করেছিল 1857 খ্রিস্টাব্দের 11 মে।
- অণুচক্রিকার গুরুত্বপূর্ণ কাজ হল রক্ততঞ্চন ঘটানো।
- বায়োলজি শব্দের প্রবর্তক হলেন ল্যামার্ক।
- সালোকসংশ্লেষের প্রধান স্থান হল মেসোফিল কলা। সালোকসংশ্লেষকারী অঙ্গাণু হল ক্লোরোপ্লাস্ট।
- সালোকসংশ্লেষকারী রঞ্জক হল ক্লোরোফিল।
- সবচেয়ে বেশি সালোকসংশ্লেষ হয় ক্লোরেল্লা নামক সামুদ্রিক শৈবালে।
- বিদ্রোহী সিপাহিরা ভারতের সম্রাট ঘোষণা করেছিলেন
- দ্বিতীয় বাহাদুর শাহকে।
- লক্ষ্মীবাঈ যে রাজ্যের রানি ছিলেন ঝাঁসি।
- নানাসাহেবের প্রকৃত নাম গোবিন্দ ধুন্দুপন্থ।
- তাঁতিয়া টোপি ছিলেন নানাসাহেবের সেনাপতি।
- তাঁতিয়া টোপির প্রকৃত নাম রামচন্দ্র পান্ডুরঙ্গ।
- সিপাহি বিদ্রোহ দমন করা হয়েছিল 1857 খ্রিস্টাব্দের 8 জুলাইতে।
- নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন।
- হৃদপিণ্ডের পেশিকে বলা হয় মায়োকার্ডিয়াম।
- মানবদেহের সবচেয়ে দীর্ঘতম কোশ হল স্নায়ুকোশ।
- প্লাস্টিড আছে এমন একটি প্রাণী হল ইউগ্লিনা।
- ব্রিটিশ সেনাপতি যিনি মহাবিদ্রোহ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন হ্যাভলক।
- সিপাহি বিদ্রোহে অংশগ্রহণের অপরাধে দ্বিতীয় বাহাদুর শাহকে যেখানে নির্বাসন দেওয়া হয়েছিল রেঙ্গুনে।
- ‘জাতীয় শিক্ষা পরিষদ' প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে।
- ‘জাতীয় শিক্ষা পরিষদ' এর সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ।
- ‘টেগোর অ্যান্ড কোং’ প্রতিষ্ঠা করেন দ্বারকানাথ ঠাকুর। ‘ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন 1901 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর।
- রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন 1921 খ্রিস্টাব্দে, বোলপুরে।
- ☞ আরও জানুন >> বাংলায় 10000 VVI GK পর্ব - 26
- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব পালিত হয় 22 শ্রাবণ।
- মহর্ষি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- জীবজগতের সবচেয়ে ছোট কোশের নাম হল মাইকোপ্লাজমা গ্যালিসেপটিকাম।
- সবচেয়ে বড় প্রাণীকোশের নাম হলউটপাখির ডিম।
- প্রোটিন সংশ্লেষে সাহায্য করে রাইবোজোম।
- জৈনধর্মের প্রবর্তক হলেন মহাবীর।
- জৈনধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ।
- পার্শ্বনাথ ছিলেন 23তম জৈন তীর্থঙ্কর।
- বুদ্ধদেবের প্রথম ধর্মপ্রচার যে নামে পরিচিত তাভহল ধর্মচক্রপ্রবর্তন।
- বুদ্ধের গৃহত্যাগকে বলে মহাভিনিষ্ক্রমণ।
- 'সিপাহি বিদ্রোহ’ কবিতাটির লেখক সুকান্ত ভট্টাচার্য।
- এনফিল্ড রাইফেল ব্যবহারের আগে ভারতীয় সেনারা যে ধরনের বন্দুক ব্যবহার করত ব্রাউন বেস গাদাবন্দুক।
- সিপাহি বিদ্রোহের সূচনা হয়েছিল 1857 খ্রিস্টাব্দে।
- মিরাটে সিপাহি বিদ্রোহ শুরু হয়েছিল 1857 খ্রিস্টাব্দের 10 মে।
- চিংড়ি, রাজকাকড়ার শ্বাসযন্ত্রের নাম হল বুক গিল বা বই ফুলকা।
- কেঁচো ও জোঁকের শ্বাসযন্ত্রের নাম হল দেহত্বক বা চামড়া।
- আরশোলা, প্রজাপতি, ফড়িং শ্বাসযন্ত্র হল 10 জোড়া শ্বাসছিদ্র এবং ট্র্যাকিয়া বা শ্বাসনালি।
- মাকড়সা ও কাঁকড়াবিছের শ্বাসযন্ত্রের নাম বুক লাঙ।
- হৃদপিণ্ডের বাইরের আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম।
- হৃদপিণ্ডের পেশিকে বলা হয় মায়োকার্ডিয়াম।
- ফুসফুসের আবরণীকে বলা হয় প্লুরা।
- সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হল প্লীহা।
- ☞ আরও জানুন >> বাংলায় 10000 VVI GK পর্ব - 25
- মাংসপেশির সংকোচনশীলতা রক্ষা করে মায়োসিন।
- অস্থি একপ্রকার যোজক কলা।
- হিমোসায়ানিন একপ্রকার প্রোটিন যা তাম্রঘটিত।
- পেশিতন্তুর আবরণকে বলা হয় সারকোলেমা।
- উদ্ভিদপুষ্টির মাইক্রো বা মাইনর এলিমেন্টগুলি হল বোরন, মলিবডিনাম, সিলিকন, তামা, জিঙ্ক, ম্যাঙ্গানিজ ও লোহা।
- তেলে বা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিনগুলি হল A, D, E, K
- জলে দ্রবণীয় ভিটামিনগুলি হল B, C, P
- আলোক বৃদ্ধি পেলে বাষ্পমোচন বৃদ্ধি পায়৷
- হিমোসায়ানিন থাকে এমন দুটি প্রাণী হল চিংড়ি ও শামুক।
- পায়রার বায়ুথলি থাকে ৭টি।
- ☞ আরও জানুন >> বাংলায় 10000 VVI GK পর্ব - 24
- ☞ আরও জানুন >> বাংলায় 10000 VVI GK পর্ব - 23