General Knowledge এমন একটা টপিক যেখান থেকে প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই বাদ দিতে পারবেন না। আপনাদের জন্য 10000 Important GK সিরিজ এর পর্ব শুরু করেছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ 10000 VVI GK in Bengali পার্ট - 26, এখান থেকে প্রতিটি চাকরির পরীক্ষায় কমন আসবেই। আজকের পর্বে VVI 54টি Oner Liner GK আলোচনা করা হয়েছে।
বিভিন্ন প্রতিযোগিতা মূলক প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয় এবং দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন। (alert-success)
- লালগ্রহ বলা হয় মঙ্গলকে।
- সবুজগ্রহ বলা হয় নেপচুনকে।
- নীলগ্রহ বলা হয় পৃথিবীকে।
- সূর্যের নিকটতম গ্রহের নাম বুধ।
- পিরপাঞ্জাল রেঞ্জ অবস্থিত জম্মু ও কাশ্মীরে।
- ‘মহারানির ঘোষণাপত্র' জারি করা হয় 1 নভেম্বর 1858 খ্রিস্টাব্দে।
- ভারতে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় 1858 খ্রিস্টাব্দে।
- যে আইনের দ্বারা ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে An Act for the Better Government of India - 1858.
- Board of Control এর অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে।
- ভিক্টোরিয়াকে ‘ভারত সম্রাজ্ঞী' বলে ঘোষণা করা হয় 1877 খ্রিস্টাব্দে।
- শর্করার মৌলিক উপাদানগুলি হল কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন।
- প্রোটিনের মৌলিক উপাদানগুলি হল কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন।
- লিপিডের মূল উপাদানগুলি হল কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন ।
- অ্যালকোহল ও অ্যাসিডের লবণকে বলা হয় এস্টার।
- যে জৈব অণুটি পৃথিবীতে সর্বাধিক পরিমাণে পাওয়া যায় তা হল সেলুলোজ।
- হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা সংগঠনের মুখপত্র হিসেবে পরিচিত ছিল ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন।
- ‘ইন্ডিয়া লিগ’ প্রতিষ্ঠা করেন শিশিরকুমার ঘোষ।
আরও জানুন > বাংলায় 10000 VVI GK পর্ব-24 (alert-passed)
- ‘ভারতসভা’-র প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
- শীতঘুমে শক্তির জোগান দেয় ফ্যাট।
- প্রাণীর দেহে ফ্যাট সঞ্চিত হয় অ্যাডিপোসাইট নামক মেদ কোশে।
- সবচেয়ে মিষ্টি শর্করা হল ফ্রুকটোজ।
- প্রাণীজ প্রোটিন কেরাটিন পাওয়া যায় ত্বক, চুল, নখ, ক্ষুর, শিং প্রভৃতিতে।
- ইনসুলিন উৎপাদন নিয়ন্ত্রণ করে অ্যাসকরবিক অ্যাসিড বা ভিটামিন 'C'।
- ভিটামিন 'D'-এর রাসায়নিক নাম ক্যালসিফেরল।
- ভিটামিন 'E'-এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়।
- ভিটামিন 'B1' বা থায়ামিনের অভাবে বেরিবেরি রোগ হয়।
- আয়োডিনের অভাবে শিশুদের ক্রেটিনিজম রোগ হয়৷
- পূর্ব থেকে পশ্চিমে সূর্যকে আবর্তন করে শুক্রগ্রহ।
- সবচেয়ে মিষ্টি শর্করা হল ফ্রুকটোজ।
- মিথেন গ্যাসে পূর্ণ গ্রহ হল ইউরেনাস।
- দুধের তঞ্চনে অংশ নেয় যে খনিজ সেটি হল সালফার।
- প্রোটিন ও শক্তি এই দুটির অভাবজনিত কারণে এক বছরের কম বয়সি শিশুদের যে অপুষ্টিজনিত রোগ হয় তাকে বলে ম্যারাসমাস।
- এক বছরের বেশি বয়সি শিশুদের খাদ্যে প্রোটিনের অভাবে যে অপুষ্টিজনিত রোগ হয় তাকে বলে কোয়াশিওরকর।
- ‘ভারতসভা’-র প্রথম সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু।
- ভারতসভা' প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দের 26 জুলাই।
- কোশের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। প্রোটোপ্লাজম নামকরণ করেন পারকিনজি।
আরও জানুন > বাংলায় 10000 VVI GK পর্ব- 25 (alert-passed)
- কোশের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে।
- উদ্ভিদের কোশপ্রাচীরের উপাদান হল সেলুলোজ।
- দ্বিতীয় বাহাদুর শাহের মৃত্যু হয় 1862 খ্রিস্টাব্দে, রেঙ্গুনে।
- 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ‘সিপাহি বিদ্রোহ’ বলে উল্লেখ করেছিলেন জন কে।
- The Sepoy Mutiny and the Revolt of 1857 গ্রন্থটির লেখক রমেশচন্দ্র মজুমদার।
- ‘বিদ্রোহে বাঙালি' গ্রন্থটির লেখক দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়
- History of The Freedom Movement in India গ্রন্থটি রচনা করেছেন শৈলেন্দ্রনাথ সেন।
- 'Indian Unrest' গ্রন্থটির রচয়িতা হলেন ভ্যালেন্টাইম চিরল।
- ‘ভারতসচিব’ পদের প্রকৃত নাম Secretary of State for India.
আরও জানুন > বাংলায় 10000 VVI GK পর্ব- 23 (alert-passed)
- ভারতে রাজনৈতিক চিন্তার পথিকৃৎ ছিলেন রাজ রামমোহন রায়।
- জমিদার সভার সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব।
- ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম অ্যাডাম।
- বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সম্পাদক ছিলেন প্যারীচাঁদ মিত্র।
- সব জীবেরই মূল জীবনের ভৌত ভিত্তি হল প্রোটোপ্লাজম।
- স্বতস্ফূর্তভাবে জীবনের মতবাদ দেন অ্যারিস্টোটল।
- ট্যাক্সোনমি শব্দটি প্রথম প্রবর্তন করেন ডি ক্যানডোলে।
- দুধে অবস্থিত একটি ডাইস্যাকারাইড হল ল্যাকটোজ।
- মোম যে শ্রেণির অন্তর্গত সেটি হল লিপিড।
- ☞ আরও পড়ুন >> 10000 GK Series in Bengali Part- 27