General Knowledge এমন একটা টপিক যেখান থেকে প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই বাদ দিতে পারবেন না। আমরা 10,000 GK Question & Answer এর পর্ব শুরু করেছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ General Knowledge এর পার্ট - 24, এখান থেকে প্রতিটি চাকরির পরীক্ষায় কমন আসবেই। এখানে টপ 25টি Question and Answer আলোচনা করা হয়েছে।
Q ➤ কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে নির্বাচিত হয়েছিলেন?
Q ➤ 1946 খ্রিস্টাব্দে লালকেল্লায় আজাদ হিন্দ বাহিনীর আইনজীবী কে ছিলেন?
Q ➤ পুরীর জগন্নাথ মন্দিরের চারটি তোরণের মধ্যে প্রধান তোরণের নাম কি?
Q ➤ জলের চেয়ে হালকা ধাতুর নাম কি?
Q ➤ দিল্লি নগরী নতুন করে নির্মাণ করে শাহজাহান কি নাম দিয়েছিলেন?
Q ➤ মানবদেহের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত?
Q ➤ আত্মঘাতী থলি কাকে বলা হয়?
Q ➤ ভারতবর্ষের সাহিত্য ক্ষেত্রে দেওয়া সর্বশ্রেষ্ঠ পুরস্কারের নাম কি?
Q ➤ ফেডারেশন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?
Q ➤ হকি বিশ্বকাপ প্রথম কোথায় এবং কবে হয়েছিল?
Q ➤ অযোধ্য রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
Q ➤ আত্মীয়সভা ও ব্রাহ্মসভা কে প্রতিষ্ঠা করেন?
Q ➤ ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী কে ছিলেন?
Q ➤ শের-ই-পাঞ্জাব নামে কে পরিচিত ছিলেন?
Q ➤ খোদা-ই-খিদমৎগার বা লালাকোর্তা বাহিনীর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
Q ➤ বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে নৌবিদ্রোহ কবে শুরু হয়েছিল?
Q ➤ কোন্ শতকে পুরীর জগন্নাথ দেবের মন্দির নির্মিত হয়?
Q ➤ তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল?
Q ➤ ‘তাম্রলিপ্ত জাতীয় সরকার' কে প্রতিষ্ঠা করেছিলেন?
Q ➤ কলকাতায় সুপ্রিম কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
Q ➤ গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
Q ➤ পৃথিবীর দীর্ঘতম প্রণালীর নাম কি?
Q ➤ Indian Agricultural Research Institute কোথায় অবস্থিত?
Q ➤ ভারতে লোক আদালত প্রথম কোন রাজ্যে গঠিত হয়েছিল?
Q ➤ ভারতে পারিবারিক আদালত প্রথম কোন রাজ্যে গঠিত হয়েছিল?
10000 GK Question & Answer in Bengali, Top General knowledge Question and Answer in Bengali, General knowledge in bengali, GK in bengali, bengali GK, GK questions in bengali, bengali gk question and answer, Previous Years GK Question & Answer in Bengali
Also Read >>
Top 10000 GK Series in Bengali Part- 25 (alert-passed)
Top GK Questions and Answers Part - 23 (link)
প্রতিদিনের আপডেটের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন।