Hello friends,
General Knowledge এমন একটা টপিক যেখান থেকে প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই বাদ দিতে পারবেন না। আমরা 10,000 GK Question & Answer এর পর্ব শুরু করেছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ General Knowledge এর পার্ট - 22, এখান থেকে প্রতিটি চাকরির পরীক্ষায় কমন আসবেই। এখানে টপ 30টি Question and Answer আলোচনা করা হয়েছে।
Q ➤ তিতুমীরের আসল নাম হল কি?
Q ➤ ভারতে প্রথম মে দিবস কবে কোথায় পালিত হয়?
Q ➤ মুর্শিদাবাদের পূর্বনাম কি ছিল?
Q ➤ একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক শ্বসনের হার কত?
Q ➤ মনসব কথার অর্থ কি?
Q ➤ ইলতুৎমিসের সময় যে রৌপ্য ও তাম্রমুদ্রা প্রচলিত ছিল তাঁর নাম কি?
Q ➤ আরব সাগরের রানি কাকে বলা হয়?
Q ➤ শিখদের গুরুত্বপূর্ণ উৎসবের নাম কি?
Q ➤ ভারতের বৃহত্তম মহানগরের নাম কি?
Q ➤ যমজ শহর কাকে বলা হয়?
Q ➤ নোবেল জয়ী প্রথম ভারতীয় সাহিত্যিকের নাম কি?
Q ➤ পদার্থবিদ্যায় নোবেল প্রাপক প্রথম ভারতীয় কে?
Q ➤ পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি?
Q ➤ মহাকাশে প্রথম প্রেরিত প্রাণীর নাম কি?
Q ➤ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর কার্যালয় কোথায় অবস্থিত?
Q ➤ ভুটানের পার্লামেন্ট এর নাম কি?
Q ➤ পেরুর রাজধানীর নাম কি?
Q ➤ ভারতের প্রথম ডাকটিকিট কবে চালু হয়?
Q ➤ ভারতে পিনকোড জোনের সংখ্যা কয়টি?
Q ➤ ভাঙ্গরা কোন্ রাজ্যের নৃত্যকলা?
Q ➤ বিশ্বের বৃহত্তম গ্রন্থাগার এর নাম কি?
Q ➤ পারদ থার্মোমিটারের উর্ধ্ব স্থিরাঙ্ক নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
Q ➤ মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত?
Q ➤ পারদের হিমাঙ্ক ও স্ফুটনাঙ্ক কত?
Q ➤ কোন বিজ্ঞানীর মতানুযায়ী আলোক তরঙ্গ একরকম তড়িৎ চুম্বকীয় তরঙ্গ?
Q ➤ সংকটকালীন হরমোন কাকে বলা হয়?
Q ➤ বিজয়নগর সাম্রাজ্যের স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন কি?
Q ➤ অজন্তা-ইলোরা গুহাগুলি কোন্ যুগে নির্মিত হয়েছে?
Q ➤ বাংলায় কৌলিন্য প্রথার প্রচলন কে করেছিলেন?
Also Read >>
Top GK Questions and Answers, Part - 17 (link)
Top GK Questions and Answers, Part - 18 (link)
Top GK Questions and Answers, Part - 19 (link)
Top GK Questions and Answers, Part - 20 (link)