Dear Students,
General Knowledge এমন একটা টপিক যেখান থেকে প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই বাদ দিতে পারবেন না। আপনাদের জন্য One Liner Bangla 10000 GK সিরিজ এর পর্ব শুরু করেছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ 10000 GK এর পার্ট - 25, এখান থেকে প্রতিটি চাকরির পরীক্ষায় কমন আসবেই। আজকের পর্বে VVI 50টি Oner Liner GK আলোচনা করা হয়েছে।
বিভিন্ন প্রতিযোগিতা মূলক প্রস্তুতির জন্য আমাদের এই সাইটে নিয়মিত ভিজিট করবেন। সম্পুর্ন বিনামূল্যে পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয় এবং দৈনিক আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন। (alert-success)
- LPG-এর পুরো নাম হল Liquified Petroleum Gas
- PVC-এর পুরো নাম পলিভিনাইল ক্লোরাইড।
- ভারতের সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্য অসম। ভারতের সর্বাধিক ধান উৎপাদক রাজ্য পশ্চিমবঙ্গ।
- ভারতের সবথেকে বেশি রাবার বাগিচা রাজ্য কেরল। ভারতের গম উৎপাদক বলয় পাঞ্জাব ও হরিয়ানা।
- শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন' প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে।
- শ্রীরামপুর মিশনারিদের প্রকাশিত ইংরেজি সাপ্তাহিক পত্রিকা ফ্রেন্ড অফ ইন্ডিয়া।
আরও জানুন >> বাংলায় 10000 GK পর্ব - 24 (alert-passed)
- ভরতচন্দ্রের অন্নদামঙ্গল বইটির প্রকাশক— গঙ্গাকিশোর ভট্টাচার্য।
- ভারতের চা গবেষণাগারটি অবস্থিত অসমের জোরহাটে।
- ভারতে মিলেট গবেষণাগার আছে যোধপুর (রাজস্থান) কফি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান ষষ্ঠ।
- ভারতের কফি গবেষণাগারটি অবস্থিত কাশাড়গড়ে
- ড. নরম্যান বোরলগ বিখ্যাত হয়েছেন সবুজ বিপ্লবের জন্য।
- ভারতে চারনোজেম মৃত্তিকার পরিচিতি হল কৃষ্ণমৃত্তিকা।
- ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলা কোডাই (কর্ণাটক)।
- 'ইন্ডিয়া গেজেট' পত্রিকা প্রকাশিত হয় 1780 খ্রিস্টাব্দে।
- ইন্ডিয়া গেজেটের সম্পাদক ছিলেন বার্নার্ড মেসেনিক। 'বাংলার গুটেনবার্গ' নামে পরিচিত ছিলেনচার্লস উইলকিনস।
- মুদ্রণের প্রয়োজনে বাংলা হরফ তৈরি করেন পঞ্চানন কর্মকার, 1793 খ্রিস্টাব্দে।
- বাংলার যে প্রেস প্রথম সরকারি ছাপাখানায় পরিণত হয় চুঁচুড়ায় প্রতিষ্ঠিত প্রেসটি।
- ঢাকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় 1860 খ্রিস্টাব্দে। ‘শিশুশিক্ষা’ গ্রন্থটির রচয়িতা হলেন মদনমোহন তর্কালঙ্কার।
আরও জানুন >> বাংলায় 10000 GK পর্ব - 23 (alert-passed)
- কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় 1914 খ্রিস্টাব্দে।
- কলকাতা বিজ্ঞান কলেজের প্রকৃত নাম— ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
- ‘বসু বিজ্ঞান মন্দির' স্থাপিত হয়— 1917 খ্রিস্টাব্দে।
- ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়।
- সোসাইটি ফর দ্য প্রোমোশন অফ টেকনিক্যাল এডুকেশন প্রতিষ্ঠা করেন তারকনাথ পালিত।
- কলকাতায় প্রথম ছাপাখানা স্থাপন করেন জেমস অগাস্টাস হিকি।
- বাংলা তথা ভারতবর্ষের প্রথম সংবাদপত্র হল বেঙ্গল গেজেট।
- শ্রীরামপুর ত্রয়ী বলা হত উইলিয়াম কেরি, জেসুয়া মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ডকে।
- বাংলাদেশে প্রথম বর্ষপঞ্জি প্রকাশ করেন— জন জাকারিয়া কেনিয়ানডার।
- বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়।
- ভারতের প্রথম সুতাকল গড়ে উঠেছে ঘুষুড়ি (হাওড়া)। ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় আহমেদাবাদকে।
- লৌহ-ইস্পাত শিল্পের প্রয়োজনীয় প্রধান কাঁচামাল হল আকরিক লৌহ/ম্যাঙ্গানিজ/ডলোমাইট।
- পেট্রো-রাসায়নিক শিল্পে যে কাঁচামাল প্রয়োজন তা হল খনিজ তেল।
- ভারতের সর্বপ্রথম যে কোম্পানি রেলইঞ্জিন তৈরি করে টাটা আয়রন অ্যান্ড স্টিল।
- ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র হল গুরগাঁও।
- ভারতে রেলবগি ও রেল ইঞ্জিন তৈরি হয় ম্যাঙ্গালোর, জামশেদপুর, চিত্তরঞ্জন, বারাণসী।
- ভারতের রূঢ় বলা হয় দুর্গাপুরকে।
- স্টল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের সদর দপ্তর অবস্থিত নতুন দিল্লিতে।
- ভারতের বৃহত্তম মহানগর হল মুম্বাই।
আরও জানুন >> বাংলায় 10000 GK পর্ব - 22 (alert-passed)
- ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে।
- হাওড়া ও দিল্লির মধ্যে সংযোগকারী জাতীয় সড়ক নাম NH2।
- ভারতে মোবাইল ফোন পরিষেবা শুরু হয় 1995 সালে।
- চীনে মুদ্রণশিল্পের আবিষ্কার হয় প্রায় 539 খ্রিস্টাব্দ। বিশ্বে প্রথম ছাপাখানা আবিষ্কার করেন জোহানেস গুটেনবার্গ।
- প্রথম ছাপাখানা আবিষ্কৃত হয় জার্মানির মেইনজ শহরে, 1450 খ্রিস্টাব্দে।
- ‘ছাপাখানার জনক’ নামে পরিচিত জার্মানির জোহানেস গুটেনবার্গ।
- 'সন্দেশ' পত্রিকার সম্পাদক ছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
- চন্দ্রশেখর ভেঙ্কটরমনের উল্লেখযোগ্য আবিষ্কার রমন এফেক্ট।
- ‘জাতীয় বিজ্ঞান চর্চার জনক' বলা হয় ড. ড. মহেন্দ্রলাল সরকারকে।
- ☞ আরও পড়ুন >> 10000 GK in Bengali Part- 26