আজকের বিষয় কোশপ্রাচীর, কোশপর্দা ও মাইটোকন্ড্রিয়া কোশীয় অঙ্গাণুর
বর্ণনা সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরা হয়েছে। যে কোন
প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবেই। নিম্নে কোশপ্রাচীর, কোশপর্দা
ও মাইটোকন্ড্রিয়া কোশীয় অঙ্গাণুর সম্পর্কে আলোচনা করা হল।
Table Of Content (toc)
কোশপ্রাচীর
কোশপ্রাচীর কাকে বলে?
- উদ্ভিদকোশের কোশপর্দার বাইরে যে সেলুলোজ নির্মিত জড় পদার্থের যে একটি পুরু, দৃঢ়, ভেদ্য ও স্থিতিস্থাপক আবরণ থাকে, তাকে কোশপ্রাচীর বলে।
কোশপ্রাচীর কোথা থেকে উৎপন্ন হয়?
- গলগি বডি ও এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কোশপ্রাচীর গঠনে সাহায্য করে।
কোশপ্রাচীরের কাজ কি?
- কোশপ্রাচীর উদ্ভিদদেহে রোগজীবাণুর অনুপ্রবেশে বাধাদান করে।
- কোশপ্রাচীর কোশের নির্দিষ্ট আকৃতি প্রদানে অংশগ্রহণ করে।
- কোশপ্রাচীর কোশের প্রোটোপ্লাজম এবং প্লাজমাপদকে বাইরের আঘাত থেকে রক্ষা করে।
- কোশপ্রাচীর ভেদ্য কোশপ্রাচীর পাশাপাশি দুটি কোশের মধ্যে জল ও খনিজ পদার্থ আদান-প্রদানে সাহায্য করে।
- কোশপ্রাচীরের প্লাজমোডেসমাটা পার্শ্ববর্তী কোশের মধ্যে সংযোগস্থাপন করে।
- কোশপ্রাচীরে উপস্থিত কিউটিন ও সুবেরিন জাতীয় পদার্থ বাষ্পমোচনের হার কমাতে বিশেষভাবে সাহায্য করে।
- কোশপ্রাচীর কোশকে যান্ত্রিকশক্তি প্রদান করে।
কোশপর্দা
কোশপর্দা কাকে বলে?
- প্রতিটি সজীব কোশের প্রোটোপ্লাজম বাইরের থেকে যে অতি সূক্ষ্ম স্থিতিস্থাপক, প্রভেদক ভেদ্য, লাইপো-প্রোটিন নির্মিত ত্রিস্তরীয় সজীব আবরণ দিয়ে ঢাকা থাকে, তাকে কোশপর্দা বলে।
>> প্রস্তুতি যাচাই করুন : অনলাইন জিকে কুইজ
কোশপর্দা কোথা থেকে সৃষ্টি হয়?
- সাইটোপ্লাজমের বাইরের স্তর পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে কোশপর্দা গঠিত হয়।
কোশপর্দা কে আবিষ্কার করেন?
- আবিষ্কার ন্যাগেলি এবং ক্র্যামার এটি প্রথম পর্যবেক্ষণ করেন এবং প্লোয়ি কোশপর্দার নামকরণ করেন।
কোশপর্দার উপস্থিতি কিভাবে লক্ষ করা যায়?
- সমস্ত জৈবিক পর্দা আলোক অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান নয়। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে কোশপর্দাকে ত্রিস্তরীয় দেখায়। এর বাইরের এবং ভিতরের দিকে থাকে ইলেকট্রন ডেনস স্তর বা কালো স্তর এবং মাঝখানে থাকে ইলেকট্রন স্বচ্ছ স্তর।
কোশপর্দার কাজ কি?
- কোশপর্দা কোশের আকৃতি প্রদান করে।
- কোশপর্দা হরমোন গ্রাহক হিসেবে কাজ করে।
- কোশপর্দা কোশ-মধ্যস্থ সজীব অংশকে রক্ষা করে।
- সজীব কোশের বহিঃ ও অন্তঃমাধ্যমের একটি অভিস্রবণীয় প্রতিবন্ধকরূপে কাজ করে।
- কয়েক প্রকার কোশ-অঙ্গাণু যেমন— মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এবং নিউক্লীয় পর্দা সৃষ্টি করে।
- অনেকক্ষেত্রে কোশপর্দায় অ্যান্টিজেন ধর্ম বর্তমান।
- কোশপর্দা রাসায়নিক উত্তেজক হিসেবে কাজ করে।
- কোশপর্দা ব্যাপন ও অভিস্রবণে সাহায্য করে।
- পিনোসাইটোসিস এবং ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে তরল ও কঠিন খাদ্য গ্রহণে বিশেষ ভূমিকা গ্রহণ করে।
>> অবশ্যই পড়ুন : বিভিন্ন ধরনের অধ্যয়ন ও তাদের নাম
মাইটোকন্ড্রিয়া
মাইটোকন্ড্রিয়া কাকে বলে?
- সজীব ইউক্যারিওটিক কোশের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা দ্বিএকক পর্দাবেষ্টিত গোলাকার, ডিম্বাকার বা সূত্রাকার যে সমস্ত অঙ্গাণুতে কোশের প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হয়, তাদের মাইটোকন্ড্রিয়া বলে।
মাইটোকন্ড্রিয়া কোথায় অবস্থিত?
- আদর্শ উদ্ভিদ কোশ এবং প্রাণী কোশের সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া অবস্থান করে। আদি কোশ এবং স্তন্যপায়ীদের পরিণত লোহিত রক্তকণিকায় মাইটোকন্ড্রিয়া থাকে না।
মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেন?
- ১৮৯৭ সালে বেন্ডা কোশের শ্বসণ নিয়ন্ত্রণ অঙ্গাণুকে মাইটোকনড্রিয়া নামকরণ করেন।
মাইটোকন্ড্রিয়া কোথা থেকে সৃষ্টি হয়?
- মাইটোকন্ড্রিয়া প্রধানত কোশপর্দা এবং নিউক্লীয় পর্দা থেকে উৎপন্ন হয়। মাইটোকন্ড্রিয়া থেকেও মাইটোকন্ড্রিয়া সৃষ্টি হতে পারে।
মাইটোকন্ড্রিয়ার কাজ কি?
- মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোশের শক্তি উৎপন্ন করে, এই কারণে মাইটোকন্ড্রিয়াকে কোশের শক্তিঘর বলা হয়।
- মাইটোকন্ড্রিয়া সবাত শ্বসনে ক্রেবস চক্রের বিক্রিয়াগুলি ঘটতে সাহায্য করে।
- শীতঘুম প্রাণীদের ক্ষেত্রে অতিরিক্ত তাপ উৎপাদনে মাইটোকন্ড্রিয়া সাহায্য করে।
- অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে ATP উৎপাদন করে যা সমস্ত প্রকার জীবজ ক্রিয়ার জন্য শক্তি জোগায় ৷
- ফ্যাটি অ্যাসিড সংশ্লেষ এবং ফ্যাটি অ্যাসিডের জারণ সংঘটিত হয়।
- মাইটোকন্ড্রিয়া অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষে সাহায্য করে।
- মাইটোকন্ড্রিয়া অন্তর্বর্তী যৌগ যেমন - সাইটোক্রোম, ক্লোরোফিল, ফেরিডক্সিন, হিমোগ্লোবিন, স্টেরয়েড, অ্যালকালয়েড প্রভৃতি যৌগ সংশ্লেষের জন্য অন্তর্বর্তী যৌগ ক্রেবস চক্র থেকে পাওয়া যায়।
_________________________________________________
- গৌড়ের বা বাংলার স্বাধীন রাজবংশ সম্পর্কে জানুন।
- তুঘলক বংশ সম্পর্কে বিস্তারিত জানুন।
- জৈনধর্ম ও জৈন সন্মেলন সম্পর্কে জানুন।
- বিভিন্ন প্রাণীর শাসযন্ত্রের নাম
দৈনিক ফ্রী অনলাইন মক টেস্ট দেওয়ার জন্য হিটলিস্ট ক্যাটাগরি চেক করুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন। (alert-passed)