Bangla Current Affairs - 16 September 2022 | Question and Answer
AdminSeptember 16, 2022
0
Daily Important Current Affairs in Bengali,
Question and Answer with extra details
Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে প্রতিটি
Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন
না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ
সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে
গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সংগ্রহ করে, খুব ভালো ভাবে
উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ
Current Affairs গুলি দেখে নিই। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন →
TELEGRAM
Q ➤ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কবে পালন করা
হয়?Ans ➤ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস 15
সেপ্টেম্বর পালন করা হয়। প্রতি বছর 15 সেপ্টেম্বর বিশ্বজুড়ে আন্তর্জাতিক
গণতন্ত্র দিবস পালিত হয়। এই দিবসটি 2007 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ
কর্তৃক গৃহীত একটি প্রস্তাবের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং 2008 সালে
প্রথম পালিত হয়।
Q ➤ ভিনেশ ফোগাট 2022 বিশ্ব কুস্তি
চ্যাম্পিয়নশিপে কিসের পদক জিতেছেন?Ans ➤ ব্রোঞ্জ পদক জিতেছেন। সার্বিয়ার
বেলগ্রেডে আয়োজিত বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে 53 কিলোগ্রাম বিভাগে
ব্রোঞ্জ জয়লাভ করেছেন। তিনি সুইডেনের এমা মালমগ্রেনকে পরাজিত করে এই
খেতাব অর্জন করেছেন।
Q ➤ বিখ্যাত ব্যাক্তি নরেশ কুমার সম্প্রতি
প্রয়াত হয়েছেন, তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত?Ans ➤ প্রাক্তন ভারতীয় টেনিস খেলোয়াড় এবং
ডেভিস কাপের অধিনায়ক নরেশ কুমার 14 সেপ্টেম্বর 2022-এ 93 বছর বয়সে
প্রয়াত হয়েছেন। তিনি 1952 সালে ডেভিস কাপে ভারতের হয়ে অভিষেক করেন এবং
101টি উইম্বলডন ম্যাচ খেলেন। তিনি তার ক্যারিয়ারে পাঁচটি একক শিরোপা
জিতেছেন। তিনি 2020 সালে দ্রোণাচার্য লাইফটাইম অ্যাচিভমেন্ট
অ্যাওয়ার্ড-এ ভূষিত হয়েছেন।
Q ➤ SAFF U-17 Football Championship 2022 কোন
দেশ জয়লাভ করলো?Ans ➤ কলম্বোতে আয়োজিত SAFF U-17 Football
Championship 2022 নেপালকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। ভারতের
অধিনায়ক ভ্যানলালপেকা গুইতে টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়
নির্বাচিত হয়েছেন, আর গোলরক্ষক সাহিল সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন।
ভারত, 31 আগস্ট 2019-এ নেপালকে 7-0 গোলে হারিয়ে আগের মরসুমের শিরোপা
জিতেছিল।
Q ➤ সম্প্রতি রবিন উথাপ্পা খেলা থেকে অবসরের
ঘোষণা করেছেন, তিনি কোন ক্ষেত্রের সাথে জড়িত?Ans ➤ ক্রিকেটের খেলার সাথে সম্পর্কিত। রবিন
উথাপ্পা 14 সেপ্টেম্বর 2022-এ সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।
উথাপ্পা 2006 সালে তার আন্তর্জাতিক অভিষেক হয়। তিনি ভারতের হয়ে 46টি
ওয়ানডে'তে 934 রান করেছেন এবং 13 টি-টোয়েন্টিতে 249 রান করেছেন। তিনি
IPL এ 15টি মরসুমে খেলেছেন এবং ছয়টি দলের প্রতিনিধিত্ব করেছেন।
Q ➤ সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী স্বচ্ছতা
পোর্টাল চালু করলেন?Ans ➤ স্বচ্ছতা পোর্টাল চালু করলেন কেন্দ্রীয়
মন্ত্রী জিতেন্দ্র সিং। কর্মী, পেনশন এবং জন অভিযোগ প্রতিমন্ত্রী ডঃ
জিতেন্দ্র সিং 14 সেপ্টেম্বর 2022-এ বিশেষ প্রচারাভিযান 2.0-এর জন্য
স্বচ্ছতা পোর্টাল চালু করেছেন। প্রচার শুরু হবে 2রা অক্টোবর 2022
এ।
Q ➤ সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী
স্পোর্টস পলিসি 2022 চালু করেছেন?Ans ➤ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন
13 সেপ্টেম্বর 2022-এ রাঁচিতে ঝাড়খণ্ড ক্রীড়া নীতি 2022 চালু করেছেন।
জাতীয় ও আন্তর্জাতিক ইভেন্টে ক্রীড়াবিদদের উন্নতি সাধনের পথে
প্রতিবন্ধকতা দূর করা এই নীতির উদ্দেশ্য।
Q ➤ কোন রাজ্য সরকার ট্রান্সজেন্ডারদের জন্য
পুলিশ চাকরিতে কোটা চালু করেছে?Ans ➤ কর্ণাটক রাজ্য ট্রান্সজেন্ডারদের জন্য
পুলিশ চাকরিতে কোটা চালু করেছে।
Q ➤ সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে একটি
কূটনীতিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে?Ans ➤ ভারত ও মাদাগাস্কার এর মধ্যে একটি
চুক্তি স্বাক্ষর হয়েছে। 2022 সালের সেপ্টেম্বরে ভারত এবং মাদাগাস্কার
কূটনীতিকদের প্রশিক্ষণের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সুষমা
স্বরাজ ইনস্টিটিউট অফ ফরেন সার্ভিস (SSIFS) এবং মাদাগাস্কারের পররাষ্ট্র
বিষয়ক মন্ত্রকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। SSIFS হল একটি
প্রশিক্ষণ প্রতিষ্ঠান যেখানে ভারতীয় ফরেন সার্ভিস অফিসারদের প্রশিক্ষণ
দেওয়া হয়। 14 ফেব্রুয়ারী 2020-এ এই ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে
সুষমা স্বরাজ ইনস্টিটিউট অফ ফরেন সার্ভিস হিসাবে রাখা হয়েছে।
Q ➤ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা
করলেন রাচেল হেইনস, তিনি কোন দেশের নাগরিক?Ans ➤ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা
করেছেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার রাচেল হেইনস।
Bengali Current Affairs, Bangla Current Affairs, Descriptive Current
Affairs, Today Current Affairs in bengali, latest Current affairs in
bengali, Question and Answers Bengali Current Affairs, Competitive Exams
Current Affairs