Question and Answers Bengali Current Affairs - 15 September 2022

Question and Answers Bengali Current Affairs

Daily Important Current Affairs in Bengali with extra details 

Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে  প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ Current Affairs গুলি দেখে নিই। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন →

  TELEGRAM (link)


Q ➤ দ্বিতীয়বার ভারতের অ্যাটর্নি জেনারেল কে হতে চলেছেন?


Q ➤ ভারত কোন সংস্থার সাথে যৌথ উদ্দোগে ❝Urban Waste water Scenario in India❞-এর উপর একটি Whitepaper চালু করেছে?


Q ➤ কোন রাজ্য সরকার 6টি সেন্ট্রাল কারাগারে Anti-Retroviral Therapy (ART) Dispensation সেন্টার চালু করেছে?


Q ➤ প্রথম কোন ভারতীয় ক্রিকেটার যার টুইটারে 50 মিলিয়ন ফলোয়ার রয়েছে?


Q ➤ সাংহাই কো-অপারেশন অরগানাইজেশান (SCO) 2022 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?


Q ➤ চলচ্চিত্র নির্মাতা জিন লুক গডার্ড সম্প্রতি প্রয়াত হয়েছেন তিনি কোন দেশের নাগরিক?


Q ➤ ইরিত্রিয়ায় ভারতের রাষ্ট্রদূত কে নিযুক্ত হলেন?


Q ➤ সম্প্রতি কোন রাজ্য তৃতীয় রাজ্য হিসাবে Food Security Atlas এর আওতায় এসেছে?


Q ➤ Asia Cup 2022 চ্যাম্পিয়ন হল কোন দেশ?


Q ➤ ভারতের প্রথম বনবিদ্যা বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে প্রতিষ্ঠিত হবে?


Q ➤ Edge computing platform এর জন্য Airtel কোন কোম্পানির সাথে টাই আপ করেছে?


Bengali Current Affairs, Bangla Current Affairs, Descriptive Current Affairs,Today Current Affairs in bengali, latest Current affairs in bengali, Question and Answers Bengali Current Affairs,  Competitive Exams Current Affairs

Current Affairs - 11 September 2022 (link)

Current Affairs - 14 September 2022 (link)

Current Affairs - 16 September 2022 (link)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad