Bangla Current Affairs - 11 September 2022 | বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Current affairs in bengali

Current Affairs in Bengali with extra details 

Table of Content (toc)

Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে  প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ Current Affairs গুলি দেখে নিই। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন → TELEGRAM

আত্মহত্যা প্রতিরোধ দিবস  (World Suicide Prevention day) 

◾ 10 সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস প্রতি বছর পালন করা হয়। এর লক্ষ্য আত্মহত্যা প্রতিরোধের বার্তা দূর-দূরান্তে ছড়িয়ে দেওয়া। প্রথম এটি 2003 সালে আত্মহত্যা প্রতিরোধের জন্য ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।

সাহিত্য পুরস্কার

◾তেলেগু অভিনেতা তানিকেল্লা ভারানিকে লোক নায়ক ফাউন্ডেশনের 2022 সালের জন্য বার্ষিক সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়েছে। মিজোরামের গভর্নর হরি বাবু কামহামপতি বিশাখাপত্তনমে ভরনিকে পুরস্কার প্রদান করেন।তেলেগু সাহিত্যে কৃতিত্বের জন্য এই পুরস্কার প্রদান করা  হয়।

প্রত্নতত্ত্ববিদ ব্রজ বাসি লাল প্রয়াত হয়েছেন 

◾প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক ব্রজ বাসি লাল সম্প্রতি প্রয়াত হয়েছেন। যিনি 1970 এর দশকের মাঝামাঝি সময়ে রামজন্মভূমি সাইটে একটি খননের নেতৃত্ব দিয়েছিলেন। 2021 সালে তিনি পদ্মবিভূষণে এবং   তিনি 2000 সালে পদ্মভূষণেও ভূষিত হয়েছেন। ভারতের প্রবীণতম প্রত্নতাত্ত্বিক হিসাবে বিবেচিত, লাল 100 বছর বয়স পর্যন্ত প্রত্নতাত্ত্বিক গবেষণা এবং লেখালেখিতে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

Also Read >> Current Affairs list

স্বচ্ছ অমৃত মহোৎসব

◾আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরি স্বচ্ছ অমৃত মহোৎসব শুরু করার ঘোষণা দিয়েছেন। স্বচ্ছতা দিবস পর্যন্ত পরিচ্ছন্নতার চারপাশে ক্রিয়াকলাপকে শক্তিশালী করার জন্য একটি পাক্ষিক কার্যক্রম। তিনি স্বচ্ছ অমৃত মহোৎসব এক অর কদম এর অফিসিয়াল লোগোও প্রকাশ করেছেন।

রঞ্জি ট্রফি 2022 আয়োজন করবে সিকিম

◾সিকিম 2022 সালের ডিসেম্বরে প্রথমবারের মতো রঞ্জি ট্রফি ম্যাচ আয়োজন করবে। রঞ্জি ট্রফি ম্যাচের পাশাপাশি, সিকিম একই মাইনিং ক্রিকেট গ্রাউন্ডে দুটি কোচবিহার ট্রফি ম্যাচ এবং তিনটি কর্নেল সিকে নাইডু ট্রফি ম্যাচও খেলবে।

ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স (National Maritime Heritage Complex)

◾বন্দর, নৌপরিবহন এবং জলপথ মন্ত্রক গুজরাটের লোথালে সিন্ধু উপত্যকা সভ্যতার জায়গায় একটি জাতীয় মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স  তৈরি  করবে। এই কেন্দ্রটি ভারতের সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সামুদ্রিক ঐতিহ্য প্রদর্শন করবে। 2019 সালের এই প্ল্যানের জন্য সম্মতি দেওয়া হয়েছিল।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী আরও 2টি জেলার উদ্বোধন করলেন।

◾ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সম্প্রতি রাজ্যের 32 তম এবং 33 তম জেলা উদ্বোধন করেলেন।

আসাম রাজ্যে শিক্ষায় নতুন নিয়ম

◾আসাম সরকার বিদ্যমান প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগগুলিকে একীভূত করে একটি নতুন স্কুল শিক্ষা বিভাগ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দুই বিভাগের সব কর্মকর্তা ও কর্মচারী স্কুল শিক্ষা বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণে চলে আসবে। এটি করা হয়েছে জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়নের সুবিধার্থে।

প্রাক্তন বিচারপতি কমল নারায়ণ সিং সম্প্রতি তিনি মারা গেছেন।

◾ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি কমল নারায়ণ সিং, যিনি 1991 সালে 18 দিনের স্বল্পতম সময়ের জন্য ভারতের প্রধান বিচারপতি ছিলেন,  তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। বিচারপতি কে এন সিং 22তম Chief Justice of India হিসাবে 25 নভেম্বর 1991-এ নিযুক্ত হন এবং তিনি 12 ডিসেম্বর 1991-এ অবসর গ্রহণ করেন।

বন্দে ভারত 2  রেলওয়ে হাই-স্পিড ট্রেন

◾ভারতীয় রেলওয়ে বন্দে ভারত 2 নামে উচ্চ-গতির ট্রেন চালু করবে। এটি ট্রেনটি উন্নত বৈশিষ্ট্যগুলির সাথে সজ্জিত হবে যেমন মাত্র 52 সেকেন্ডে 0 থেকে 100 Kmpl গতি, সর্বোচ্চ গতি 180 Kmph পর্যন্ত। নতুন ডিজাইনে ফটো ক্যাটালিটিক আল্ট্রাভায়োলেট এয়ার পিউরিফিকেশন সিস্টেমও বসানো হয়েছে।

C.A - 10 September 2022

Bengali Current Affairs, Bangla Current Affairs, Descriptive Current Affairs,Today Current Affairs in bengali, latest Current affairs in bengali, Competitive Exams Current Affairs 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad