Bengali Current Affairs extra details - 12 and 13 September 2022 | Questions and Answers
AdminSeptember 14, 2022
0
Bangla Questions and Answers Current Affairs with extra details Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে প্রতিটি Competitive Exams -এ
প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন না। জ্ঞ্যান অর্জনের
পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ সময়ের সাথে সাথে
নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ
কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার চেস্টা করি।
চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ Current Affairs গুলি দেখে নিই। আমাদের টেলিগ্রাম
চ্যানেলে যুক্ত হোন → TELEGRAM
Q ➤ জাতীয় বন শহীদ দিবস কবে পালন করা হয়?Ans ➤ প্রতি বছর 11 সেপ্টেম্বর ভারতে জাতীয় বন শহীদ দিবস হিসাবে চিহ্নিত করা হয়। ভারত জুড়ে বন ও বন্যপ্রাণী রক্ষার জন্য তাদের জীবন উৎসর্গকারী কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটি পালন করা হয়। 2013 সাল থেকে এই দিবস পালন করা হয়।
Q ➤ সিঙ্গাপুর দ্বারা ভারতের কাকে মেরিটোরিয়াস সার্ভিস মেডেল প্রদান করেছে?Ans ➤ ভারতের প্রাক্তন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল সুনীল লানবাকে সিঙ্গাপুরের মর্যাদাপূর্ণ সামরিক পুরস্কার, পিংগাট জাসা জেমিলাং (তেন্তেরা) বা মেধাবী পরিষেবা পদক (সামরিক) ভূষিত হয়েছেন। উভয় দেশের মধ্যে শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক বৃদ্ধিতে তার অসামান্য অবদানের জন্য তাকে পুরস্কৃত করা হয়।
Q ➤ সম্প্রতি কৃষ্ণম রাজু মারা গেছেন, তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত?Ans ➤ তেলেগু অভিনেতা ছিলেন। কিংবদন্তি তেলেগু অভিনেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কৃষ্ণম রাজু 2022 সালের সেপ্টেম্বরে মারা যান। তিনি 180 টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং পাঁচটি ফিল্মফেয়ার সাউথ পুরস্কারের পাশাপাশি তিনটি নন্দী পুরষ্কারও পেয়েছেন।
Q ➤ 'ফোরজিং মেটেল : নৃপেন্দর রাও অ্যান্ড দ্য পেনার স্টোরি' শিরোনামে বইটি প্রকাশিত হয়েছে, বইটি কর লেখা?Ans ➤ পবন সি. লাল দ্বারা 'ফরজিং মেটেল: নৃপেন্দর রাও অ্যান্ড দ্য পেনার স্টোরি' নামে একটি নতুন বই লিখেছেন। পবন সি. লাল একজন মুম্বাই-ভিত্তিক লেখক এবং সাংবাদিক যিনি ফরচুন ম্যাগাজিনের ভারতীয় সংস্করণের জন্য লিখেছেন। তিনি 2016 সালে সিটি জার্নালিস্টিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডের বিজয়ীও।
Q ➤ ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন অ্যারন ফিঞ্চ, তিনি কোন দেশের নাগরিক?Ans ➤ অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের অধিনায়ক। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ 11 সেপ্টেম্বর 2022-এ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ফিঞ্চ অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব চালিয়ে যাবেন এবং অস্ট্রেলিয়ায় অক্টোবর এবং নভেম্বর 2022-এ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় নেতৃত্ব দেবেন। তিনি 145টি ODI ম্যাচ খেলেছেন, যার মধ্যে 54টি ম্যাচে অধিনায়ক ছিলেন।
Q ➤ 2022-এ ইন্টারন্যাশনাল ডেইরি ফেডারেশন ওয়ার্ল্ড ডেইরি সামিট (IDF WDS) 2022 কে উদ্বোধন করবেন?Ans ➤ প্রধানমন্ত্রী মোদি 2022-এ ইন্টারন্যাশনাল ডেইরি ফেডারেশন ওয়ার্ল্ড ডেইরি সামিট (IDF WDS) 2022 উদ্বোধন করবেন। এটি ইন্ডিয়া এক্সপো সেন্টার এবং মার্ট, গ্রেটার নয়ডায় আয়োজিত হবে। 50টি দেশের প্রায় 1500 জন অংশগ্রহণকারী 4 দিনের IDF WDS 2022-এ অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। 1974 সালে ভারতে সর্বশেষ এ ধরনের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
Q ➤ ভারত 2023 সালের এক বছরের জন্য কোন সমিট এর সভাপতিত্ব করবে?Ans ➤ ভারত নয়াদিল্লিতে 9-10 সেপ্টেম্বর 2023 তারিখে G20 নেতাদের শীর্ষ সম্মেলন আয়োজন করবে। ভারত 1লা ডিসেম্বর 2022 থেকে 30 নভেম্বর 2023 পর্যন্ত এক বছরের জন্য G20 এর সভাপতিত্ব গ্রহণ করবে। G20 হল বিশ্বের প্রধান উন্নত ও উন্নয়নশীল অর্থনীতির একটি আন্তঃসরকারি ফোরাম। এটি অস্ট্রেলিয়া, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইত্যাদি সহ 19 টি দেশ নিয়ে গঠিত।
Q ➤ সম্প্রতি বঙ্গোপসাগরে শুরু হয়েছে 6ষ্ঠ জাপান-ভারত সামুদ্রিক মহড়া, এই সামুদ্রিক মহড়ার নাম কি?Ans ➤ এই সামুদ্রিক মহড়ার নাম JIMEX 22, ভারতীয় নৌবাহিনী কর্তৃক আয়োজিত জাপান ইন্ডিয়া মেরিটাইম এক্সারসাইজ 2022 (JIMEX 22) এর 6 তম সংস্করণ 11 সেপ্টেম্বর 22 তারিখে বঙ্গোপসাগরে শুরু হয়েছে।
Q ➤ Emmy Award 12 সেপ্টেম্বর 2022 তারিখে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছে, 2022 এ এটি কততম সংস্করণ?Ans ➤ 74তম সংস্করণ। ◾মাইকেল কিটন 'ডোপেসিক' অনুষ্ঠানের জন্য লিমিটেড সিরিজে প্রধান অভিনেতা জিতেছেন।◾'অ্যাবট এলিমেন্টারি' তারকা শেরিল লি রাল্ফ দ্বিতীয় বিজয়ী যিনি কমেডি সিরিজে সহ অভিনেত্রীর পুরষ্কার জিতেছেন। ◾টেড ল্যাসো অসাধারণ কমেডি সিরিজ জিতেছে।◾লি জং-জে স্কুইড গেমের জন্য নাটকে প্রধান অভিনেতা জিতেছেন। তিনি প্রথম এশীয় তারকা হিসেবে এমি পুরস্কার জিতেছেন। ◾জেন্ডায়া প্রধান অভিনেত্রী জিতেছে, ইউফোরিয়ার ড্রামার জন্য। ◾কমেডি সিরিজে সেরা অভিনেত্রী জিতেছেন 'হ্যাকস'-এর জিন স্মার্ট। ◾দ্য হোয়াইট লোটাস সেরা লিমিটেড বা অ্যান্থলজি সিরিজ জিতেছে।
Q ➤ জাপানে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত কে নিযুক্ত হয়েছেন?Ans ➤ Sibi George জাপানে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন। সিনিয়র কূটনীতিক সিবি জর্জ জাপানে পরবর্তী ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। জর্জ, একজন 1993 ব্যাচের ভারতীয় পররাষ্ট্র পরিষেবা অফিসার। তিনি জাপানে ভারতের রাষ্ট্রদূত হিসেবে সঞ্জয় কুমার ভার্মার স্থলাভিষিক্ত হবেন। এর আগে তিনি সুইজারল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
Bengali Current Affairs | Bangla Current Affairs | Descriptive Current Affairs | Today Current Affairs in bengali | latest Current affairs in bengali | Question and Answers Bengali Current Affairs | Competitive Exams Current Affairs