Daily Important Current Affairs in Bengali with extra details
Table of Content (toc)
Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ Current Affairs গুলি দেখে নিই। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন → TELEGRAM
হিন্দি দিবস
◾প্রতি বছর 14 সেপ্টেম্বর সারা দেশ জুড়ে হিন্দি দিবস পালিত হয়। হিন্দি ভাষাকে দেশের অন্যতম সরকারী ভাষা হিসেবে গ্রহণ করার স্মরণে এটি পালিত হয়। ভারতের গণপরিষদ 14 সেপ্টেম্বর 1949 এ হিন্দিকে ভারতের অন্যতম সরকারী ভাষা হিসাবে অন্তর্ভুক্ত করে, তাই এই দিনকে হিন্দি দিবস হিসাবে বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে, প্রতি বছর 10 জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়।
ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বিমানবাহিনীর যৌথ মহড়া
◾ভারতীয় সেনাবাহিনীর এবং ভারতীয় বিমান বাহিনী শক্তি ও পরাক্রম প্রদর্শনের জন্য পাঞ্জাবে একটি যৌথ মহড়া 'গগন স্ট্রাইক' পরিচালনা করেছে। লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা, জেনারেল অফিসার কমান্ডিং, খড়গা কর্পস এই মহড়ার নেতৃত্ব করবেন।
আইটি মাদ্রাজ এবং সিডনি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি
◾ IIT-Madras & University of Sydney একটি গবেষণামূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা জ্বালানি সংক্রান্ত ক্ষেত্রে গবেষণা ও উন্নত প্রযুক্তির উন্নয়নে একসঙ্গে কাজ করবেন।
ভারতের কৃষি এবং খাদ্য প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি
◾ভারতের কৃষি এবং খাদ্য প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি 2021 সালের তুলনায় চলতি অর্থবছরের প্রথম চার মাসে 30 শতাংশ বৃদ্ধি পেয়েছে। 2022-23 সালে 23 বিলিয়ন ডলারের বেশি রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তাজা ফল ও সবজির রপ্তানির পরিমানও বৃদ্ধি পেয়েছে।
আমেরিকান এক্সপ্রেস ইন্ডিয়া নতুন CEO
◾আমেরিকান এক্সপ্রেস কর্পোরেশন সঞ্জয় খান্নাকে ভারতের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কান্ট্রি ম্যানেজার হিসেবে নিযুক্ত করেছে। আমেরিকান এক্সপ্রেস হল একটি আমেরিকান বহুজাতিক কর্পোরেশন যা পেমেন্ট কার্ড পরিষেবায় প্রদান করে।
আমেরিকান এক্সপ্রেস এর সদর দপ্তর নিউইয়র্ক।
হরপ্পা সংস্কৃতির বিশ্বের বৃহত্তম মিউজিয়াম
◾হরিয়ানার রাখিগড়ি গ্রামে হরপ্পা সংস্কৃতির বিশ্বের বৃহত্তম জাদুঘর স্থাপন করা হবে। রাখিগড়ী গ্রামটি 2600-1900 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সিন্ধু সভ্যতার অংশ ছিল। জাদুঘরটি প্রায় 5000 বছরের পুরানো সিন্ধু উপত্যকার নিদর্শন প্রদর্শন করবে।
লাদাখ চিত্রনাট্যকার মেলার উদ্বোধন
◾সম্প্রতি, লাদাখের লেফটেন্যান্ট গভর্নর আর কে মাথুর লাদাখে চিত্রনাট্যকার মেলার উদ্বোধন করেছেন। চিত্রনাট্য লেখার মৌলিক বিষয়গুলো, চরিত্রের আর্ক স্কেচিং, ডকুমেন্টারি লেখা, পর্ব লেখা, ওটিটি এবং মার্কেটিং।
জেনারেল বিপিন রাওয়াত মিলিটারি গ্যারিসন
◾ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফের সম্মানে অরুণাচল প্রদেশের কিবিথু মিলিটারি গ্যারিসনকে 'জেনারেল বিপিন রাওয়াত মিলিটারি গ্যারিসন' হিসেবে নামকরণ করা হয়েছে। জেনারেল রাওয়াত তার স্ত্রী এবং 12 জন সামরিক কর্মী সহ 2021 সালের ডিসেম্বরে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হয়েছেন।
গুজরাট রাজ্যে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন
◾স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের গান্ধীনগরে 1200 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। গত বছরে দেশের মোট বিদেশী বিনিয়োগের 57 শতাংশ গুজরাটে হয়েছে। দেশের মোট রপ্তানির 30 শতাংশও রাজ্যের রয়েছে।
Bengali Current Affairs, Bangla Current Affairs, Descriptive Current Affairs, Today Current Affairs in bengali, latest Current affairs in bengali, Question and Answers Bengali Current Affairs, Competitive Exams Current Affairs
Current Affairs - 12 September 2022
Current Affairs - 13 September 2022
Current Affairs - 15 September 2022