Bangla Current Affairs - 10 September 2022 | বাংলায় প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স

Bangla current affairs wbexams.in

Important Current Affairs in Bengali with extra details.

Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে  প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ Current Affairs গুলি দেখে নিই। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন → TELEGRAM

Table of Content (toc)

World Physiotherapy Day

◾প্রতি বছর 8 September বিশ্ব Physiotherapy দিবস পালন করা হয়।2022 সালের  থিম  - ❝Prevention and Management of Osteoarthritis.❞  এই দিনটি প্রথম 1996 সালে পালন করা হয়েছিল। 

Diamond League title 2022

◾অলিম্পিক স্বর্ণপদক জয়ী জ্যাভলিন নিক্ষেপকারী Niraj Chopra  প্রথম ভারতীয় হিসাবে  Diamond League title 2022 এ প্রথম স্থান অর্জন করেছেন। তিনি তার দ্বিতীয় প্রচেষ্টায় 88.44 মিটার থ্রো করে শীর্ষস্থান অর্জন করেছেন। চেক প্রজাতন্ত্রের অলিম্পিক রৌপ্যপদক জয়ী জাকুব ভাদলেজ 86.94 মিটার থ্রো করে দ্বিতীয় স্থানে রয়েছেন। জার্মানির জুলিয়ান ওয়েবার সেরা ৮৩.৭৩ মিটার করে তৃতীয় হয়েছেন। 

Next UN High Commissioner for Human Rights

◾অস্ট্রিয়ার Volker Turk কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে জাতিসংঘের কার্য নির্বাহী অফিসে আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে বিশ্বের নীতি সংক্রান্ত কাজের দায়িত্বে রয়েছেন।

Read more >> All Current Affairs list 

longest rubber dam in India 

◾সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার গয়ার ফাল্গু নদীর উপর ভারতের দীর্ঘতম রাবার ড্যাম ❝গয়াজি ড্যাম❞ উদ্বোধন করেন। এটি নির্মাণের ফলে, এখানে পিন্ডদান করতে আসা ভক্তদের জন্য সারা বছর বিষ্ণুপদ ঘাটের কাছে ফাল্গু নদীতে অন্তত দুই ফুট জল পাওয়া যাবে। এই ড্যামটি 411 মিটার দীর্ঘ ও 3 মিটার উঁচু। ড্যামটি 312 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।

International Travel Award 2022

◾পশ্চিমবঙ্গ International Travel Award 2022 এর সাথে স্বীকৃত হয়েছে। বার্লিনে ওয়ার্ল্ড ট্যুরিজম অ্যান্ড এভিয়েশন লিডার্স সামিটে এই পুরস্কার প্রদান করা হবে। প্যাসিফিক এরিয়া ট্র্যাভেল রাইটারস অ্যাসোসিয়েশন দ্বারা এই পুরষ্কার প্রদান করা হবে। প্যাসিফিক এরিয়া ট্র্যাভেল রাইটারস অ্যাসোসিয়েশন জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার অনুমোদিত সংস্থা। প্যাসিফিক এরিয়া ট্র্যাভেল রাইটারস অ্যাসোসিয়েশন 1998 সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

Human Development Index 2021

◾ UNDP (ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম) দ্বারা প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে 2021 সালের মানব উন্নয়ন সূচকে (Human Development Index ) 191টি দেশের মধ্যে ভারত 132 তম স্থানে রয়েছে। শীর্ষস্থানে  রয়েছে সুইজারল্যান্ড। ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে শ্রীলঙ্কা 73তম স্থানে, চীন 79 তম স্থানে, বাংলাদেশ 129 তম স্থানে এবং ভুটান 127 তম স্থানে ভারতের আগে রয়েছে। 

Queen Elizabeth II প্রয়াত হয়েছেন।

◾ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ মেয়াদী Queen Elizabeth II  সম্প্রতি 96 বছর বয়সে প্রয়াত হয়েছেন। রানী এলিজাবেথ 70 বছর ধরে ব্রিটেনে রাজত্ব করেছিলেন। তিনি 1952 সালে 25 বছর বয়সে সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন। ব্রিটেনের পরবর্তী রাজা হবেন তার বড় পুত্র প্রিন্স চার্লস।

Pradhan Mantri TB Mukt Bharat Abhiyaan

◾রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি Pradhan Mantri TB Mukt Bharat Abhiyaan চালু করেছেন। তিনি Ni-kshay 2.0 উদ্যোগের মাধ্যমে একটি পোর্টাল চালু করেছেন, যার দ্বারা যক্ষ্মা চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হবে।

ইন্ডিগোর নতুন CEO

◾ইন্ডিগোর নতুন Chief Executive Officer হিসাবে নিযুক্ত হতে চলেছেন  পিটার এলবার্স। তিনি এলবারস রনজয় দত্তের স্থলাভিষিক্ত হয়েছেন। 

Current Affairs - 09 September 2022 

Bengali Current Affairs | Bangla Current Affairs | Descriptive Current Affairs | Today Current Affairs in bengali | latest Current affairs in bengali | Competitive Exams Current Affairs 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad