Banglai Current Affairs - 17 September 2022 | Questions and Answer
AdminSeptember 17, 2022
0
Questions and Answer Current Affairs in Bengali with extra
details
Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে প্রতিটি
Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন
না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ
সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে
গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সংগ্রহ করে, খুব ভালো ভাবে
উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ
Current Affairs গুলি দেখে নিই। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন→
Q ➤ ভারতের কোন শহরে ডিজিটাল ঠিকানা সহ দেশের
প্রথম "স্মার্ট সিটি" হতে চলেছে?Ans ➤ মধ্যপ্রদেশের ইন্দোর শহর দেশের প্রথম
ডিজিটাল ঠিকানা সহ "স্মার্ট সিটি" হতে চলেছে। মধ্যপ্রদেশের ইন্দোর শহর
একটি সম্পূর্ণ ডিজিটাল অ্যাড্রেসিং সিস্টেম বাস্তবায়নের জন্য firm Pataa
Navigations এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, এই ধরনের শহর
ভারতের প্রথম তৈরি হতে চলেছে।
Q ➤ বিশ্ব ওজোন দিবস কবে পালন করা হয়?Ans ➤ বিশ্ব ওজোন দিবস 16 সেপ্টেম্বর পালন করা
হয়। ওজোন স্তরের ক্ষয় সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে এবং
এটি সংরক্ষণের সম্ভাব্য সমাধান খুঁজে বের করার জন্য প্রতি বছর 16
সেপ্টেম্বর বিশ্ব ওজোন দিবস পালন করা হয়। ওজোন স্তর পৃথিবীর জন্য এক
ধরনের ঢাল হিসেবে কাজ করে এবং এর বাস্তুসংস্থান সংরক্ষণের জন্য অত্যন্ত
গুরুত্বপূর্ণ। এই দিবসটি 1994 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রথম চালু
করেন। 2022 এর থিম ‘Global cooperation protecting life on
earth’.
Q ➤ অ্যাঙ্গোলার পুনঃরায় প্রেসিডেন্ট হিসেবে কে
নির্বাচিত হয়েছেন?Ans ➤ অ্যাঙ্গোলার পুনঃরায় প্রেসিডেন্ট হিসেবে
নির্বাচিত হয়েছেন জোয়াও লরেঙ্কো। জোয়াও লরেঙ্কো 15 সেপ্টেম্বর 2022-এ
অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি হিসাবে দ্বিতীয় বারের জন্য শপথ গ্রহণ
করেছেন।
Q ➤ SBI ব্যাঙ্ক তৃতীয় ভারতীয় ঋণদাতা হিসাবে
কত টাকার মার্কেট ক্যাপ অতিক্রম করেছে?Ans ➤ SBI ব্যাঙ্ক তৃতীয় ভারতীয় ঋণদাতা
হিসাবে 5 ট্রিলিয়ন টাকার মার্কেট ক্যাপ অতিক্রম করেছে। 14 সেপ্টেম্বর
2022 তারিখে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৃতীয় ঋণদাতা এবং সপ্তম ভারতীয়
কোম্পানি হিসেবে 5-ট্রিলিয়ন টাকার মার্কেট ক্যাপ অতিক্রম করেছে। HDFC
ব্যাঙ্ক এবং ICICI ব্যাঙ্কের সাথে SBI হল একমাত্র তৃতীয় ব্যাঙ্ক যার
মার্কেট ক্যাপ 5 ট্রিলিয়ন টাকার বেশি।
Q ➤ সম্প্রতি কোন টেনিস খেলোয়াড় অবসর ঘোষণা
করেছেন? Ans ➤ পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন
রজার ফেদেরার। 20 গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা বিজয়ী এবং অন্যতম সেরা
টেনিস খেলোয়াড় রজার ফেদেরার পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
2022 সালের সেপ্টেম্বরে Laver Cup হবে তার শেষ ATP টুর্নামেন্ট। ফেদেরার
উইম্বলডনে সবচেয়ে সফল খেলোয়াড়, তিনি আটটি শিরোপা জিতেছেন (2003-07,
2009, 2012, 2017)। তিনি শেষবার 2018 সালে অস্ট্রেলিয়ান ওপেন গ্র্যান্ড
স্ল্যাম শিরোপা জিতেছিলেন।
Q ➤ সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
ধর্মেন্দ্র প্রধান কোন মিশনে জাগরণ কর্মসূচি চালু করেছেন?Ans ➤ ধর্মেন্দ্র প্রধান রামকৃষ্ণ মিশনের
জাগরণ কর্মসূচি চালু করেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
15 সেপ্টেম্বর 2022-এ 1 থেকে 5 শ্রেণী পর্যন্ত রামকৃষ্ণ মিশনের 'জাগরণ'
কর্মসূচির উদ্বোধন করেছিলেন। এটি সামগ্রিক ব্যক্তিত্ব বিকাশ নিশ্চিত করার
জন্য একটি উদ্যোগ।
Q ➤ ভারতীয় নৌবাহিনী কাশ্মীরের কোন লেকে নৌ
প্রশিক্ষণ এলাকা পুনরুজ্জীবিত করেছে?Ans ➤ ভারতীয় নৌবাহিনী কাশ্মীরের মানসবল লেকে
নৌ প্রশিক্ষণ এলাকা পুনরুজ্জীবিত করেছে। ভারতীয় নৌবাহিনী ন্যাশনাল
ক্যাডেট কর্পস (এনসিসি) ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য 33 বছর পর
কাশ্মীরের গান্ডারবাল জেলার মানসবল লেকের নৌ প্রশিক্ষণ এলাকাটিকে
পুনরুজ্জীবিত করেছে। J&K থেকে প্রায় 100 NCC ক্যাডেট প্রশিক্ষণ শিবিরে
অংশগ্রহণ করবে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে 1990 এর দশকের গোড়ার
দিকে এলাকায় প্রশিক্ষণ স্থগিত করা হয়েছিল।
Q ➤ কোন কেন্দ্রীয় মন্ত্রী বিজ্ঞান ও
প্রযুক্তি বিভাগের ড্যাশবোর্ড চালু করেছেন?Ans ➤ কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং
15 সেপ্টেম্বর 2022 বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের (DST) ড্যাশবোর্ড চালু
করেছেন। এটি DST দ্বারা অর্থায়িত প্রকল্প, স্কিম, বৃত্তি এবং
ফেলোশিপগুলির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য চালু করা হয়েছে। এই
ড্যাশবোর্ডের মাধ্যমে, প্রতিটি রাজ্যের যে কোনও ব্যাক্তির জন্য প্রতিটি
স্কিম এবং প্রোগ্রামের বিশদ বাস্তব সময়ের ভিত্তিতে অ্যাক্সেস করা যেতে
পারে।
Q ➤ Burjeel Holdings কোম্পানির ব্র্যান্ড
অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?Ans ➤ শাহরুখ খানকে Burjeel Holdings
কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে।
Q ➤ সম্প্রতি ❝Will Power❞ শিরোনামে বইটি
লিখেছেন ভারতীয় মহিলা হকি টিমের প্রাক্তন কোচ, তার নাম কি? Sjoerd
MarijneAns ➤ সম্প্রতি ❝Will Power❞ শিরোনামে বইটি
লিখেছেন ভারতীয় মহিলা হকি টিমের প্রাক্তন কোচ তিনি হলেন Sjoerd
Marijne
Bengali Current Affairs, Bangla Current Affairs, Descriptive Current Affairs, Today Current Affairs in bengali, latest Current affairs in bengali, Question and Answers Bengali Current Affairs, Competitive Exams Current Affairs