List of First In India (Male) | ভারতের প্রথম পুরুষ ব্যক্তিগনের গুরুত্বপূর্ণ দিক

 

ভারতের প্রথম পুরুষ ব্যক্তির নামের তালিকা
ভারতের প্রথম যে সমস্ত পুরুষেরা কোন গুরুত্বপূর্ণ পদে বা কোন কর্মের মধ্য দিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে, সেই সমস্ত ব্যাক্তিদের লিস্ট এক জায়গায় এনে খুব ভালো ভাবে উপস্থাপন করা হয়েছে। এই টপিক থেকে কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্ন আসার সম্ভবনা খুব বেশি। 

  • ১) ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহের।
  • ২) ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ।
  • ৩) ভারতের প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন।
  • ৪) ভারতের প্রথম রাজ্যসভার চেয়ারম্যান সর্বপল্লী রাধাকৃষ্ণন।
  • ৫) ভারতের প্রথম চিফ জাস্টিস হীরালাল যে কানিয়া। 
  • ৬) ভারতের প্রথম কমান্ডার ইন চিপ কে.এম. কারীআপ্পা।
  • ৭) ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেন।
  • ৮) স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী আর.কে. সম্মুগম চেট্টী।
  • ৯) ভারতের প্রথম আই.পি.এস অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুর।
  • ১০) ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য দাদাভাই নৌরজি।
  • ১১) ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং।
  • ১২) হাইকোর্টের প্রথম বিচারপতি রমাপ্রসাদ রায়।
________________________________________________

________________________________________________
  • ১৩) ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস।
  • ১৪) ভারতের প্রথম অস্কারজয়ী ভানু আথাইয়া।
  • ১৫) প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী জি.শঙ্কর খুরুপ।
  • ১৬) ভারতের প্রথম নোবেল জয়ী রবীন্দ্র নাথ ঠাকুর।
  • ১৭) ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা।
  • ১৮) লোকসভার প্রথম অধ্যক্ষ জি.ভি মাভালঙ্কার।
  • ১৯) স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন।
  • ২০) স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী।
  • ২০) রাষ্ট্রপতি পদে থাকাকালীন প্রথম মৃত্যু হয় জাকির হোসেন। 
  • ২২) প্রথম ভারতীয় গভর্নর লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহ।
  • ২৩) ভারতের প্রথম ব্যারিস্টার জ্ঞানেন্দ্র নাথ ঠাকুর।
  • ২৪) ভারতের প্রথম ইংলিশ চ্যানেল জয়ী মিহির সেন।
  • ২৫) প্রথম ভারতীয় বিদেশে অভিনয়ে খ্যাতি লাভ করেন শিশির ভাদুড়ি।
  • ২৬) ভারতের প্রথম চলচ্চিত্র পরিচালক দাদা সাহেব ফালকে।
  • ২৭) ভারতের প্রথম টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করেন লালা অমরনাথ।
  • ২৮) প্রথম ভারতীয় যিনি বিদেশে নিত্য প্রদর্শন করে খ্যাতি অর্জন করেছিলেন উদয় শংকর।
  • ২৯) প্রথম ভারতীয় শিশু চলচ্চিত্র শিল্পী ভাল চন্দ্রা। (দাদাসাহেব ফালকের পুত্র)
  • ৩০) ভারতের প্রথম টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন সি কে নাইডু।
  • ৩১) প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি উমেশ চন্দ্র বন্দোপাধ্যায়।
  • ৩২) প্রথম ভারতীয় রমন ম্যাগসেসাই পুরস্কার জয়ী আচার্য বিনবা ভাবে।
  • ৩৩) ব্যক্তিগত ভাবে প্রথম ভারতীয় অলিম্পিক মেডেল জয়ী হলেন কে.ডি যাদব।
  • ৩৪) প্রথম ভারতীয় নিশান-ই-পাকিস্থান সন্মান পান মরাজি দেশাই।
  • ৩৫) ভারতের প্রথম বিশ্ব ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর গৌতম কাজী।
  • ৩৬) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দীন তৈয়াজী।
  • ৩৭) ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী বল্লভ ভাই প্যাটেল।
  • ৩৮) ভারতের প্রথম সবাক চলচ্চিত্র আলম হারা (১৯৩১)।
  • ৩৯) ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য দাদাভাই নওরোজি।
  • ৪০) ভারতের প্রথম আই.সি.এস পরীক্ষায় উত্তির্ন হয়েছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি।
  • ৪১) প্রথম আন্টার্টিকা বিজয়ী ভারতীয় লেফটেন্যান্ট রামচরণ।
  • ৪২) ভারতের প্রথম সংবাদপত্র হিকীর “বেঙ্গল গেজেট”।
  • ৪৩) ভারতের প্রথম দৈনিক সংবাদপত্র সমাচার দর্পণ।
  • ৪৪) ভারতে প্রথম রেললাইন চলু হয় বোম্বে থেকে থানে(১৮৫৩)।
  • ৪৫) ভারতের প্রথম নির্বাচ চলচ্চিত্র রাজা হরিশচন্দ্র।
  • ৪৬) ভারত প্রথম পরমাণু বিস্ফোরণ করে পোখরানে (১৯৭৪)।
  • ৪৭) ভারতের প্রথম বৃহত্তম নিউক্লিয়ার রিঅ্যাক্টরের নাম অপ্সরা( ১৯৫৬)
  • ৪৮) ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র সিদ্রাপং (দার্জিলিং)।
  • ৪৯) প্রথম ভারতরত্ন প্রাপক ভারতীয় চক্রবর্তী রাজা গোপালাচারী।
  • ৫০) ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি জাকির হোসেন। 
  • ৫১) স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ।
  • ৫২) প্রথম ভারতীয় মহাকাশে ভ্রমণকারী সন্তোষ জর্জ।
  • ৫৩) চিকিৎসা শাস্ত্রে প্রথম ভারতীয় নোবেল প্রাপক হরগোবিন্দ খোরানা।
  • ৫৪) ভারতের প্রথম বিমান চালক জে.আর.ডি টাটা।
________________________________________________

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad