12th August 2022 Important Current Affairs in Bengali | বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স


 Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে  প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ বিষয় সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেখে নিই।


1) AIFF ফুটবলার অফ দ্য ইয়ার হয়েছেন সুনীল ছেত্রী এবং মনীষা কল্যান।  AIFF এর পুরো নাম All India Football Federation. 

2) জুলাই ICC Player of the Month  হয়েছেন শ্রীলঙ্কার প্রবাদ জয়সূর্য এবং ইংল্যান্ডের এম্মা ল্যাম্ব।

3) সম্প্রতি অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাংক ডিজিটাল মুদ্রা ❝পাইলট প্রোজেক্ট❞ লঞ্চ করতে চলেছে।  

4) কিংবদন্তি আমেরিকান মহিলা টেনিস খেলোয়াড় Serena Williams টেনিস খেলা থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছে।

5) সম্প্রতি ❝US Heritage Wall of Frame❞ -এ যুক্ত হওয়া প্রথম ভারতীয় মনোবৈজ্ঞানিক  হলেন রামাধর সিংহ।

6) জাপানের প্রসিদ্ধ ডিজাইনার ❝ইসসী মিয়াকে❞ সম্প্রতি প্রয়াত হয়েছেন।

7) 10 অগাস্ট বিশ্ব সিংহ দিবস  পালন করা হয়। সিংহ সংরক্ষন ও তার সচেতনতা বাড়াতে এই দিবস পালন করা হয়।

8) পাপুয়া নিউগিনির নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন ❝জেমস মারেফ❞।

9) প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ প্রভাকরকে নেপাল ক্রিকেট টিমের মুখ্য কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে। 

10) মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎসিং কোশিয়ারী মুম্বাইয়ের রবীন্দ্র নাট্য মন্দীরে ❝ভারত রঙ্গ মহোৎসব❞ এর উদ্ভোধন করলেন। এই বছর এই মহোৎসব 22তম সংষ্করন।

11) ❝ডিফেন্স এক্সপো❞ এর 12তম সংষ্করনটি গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হতে চলেছে। এই বছরের থিম ❝Path to Pride❞


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad