১) ১২ই আগস্ট বিশ্ব হাতি দিবস পালন করা হয়। হাতির সংরক্ষণ ও দুর্দশা সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিবস পালন করা হয়।
২) কেরালা সরকার জিএসটি ফাঁকি রোধ করতে মোবাইল অ্যাপ চালু করেছে। এই মোবাইল অ্যাপটির নাম ❝লাকি বিল অ্যাপ❞।
৩) কংগ্রেসের প্রবীণ নেতা শশী থারুর ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান ❝শোভালিয়ার দে লা লিজিয়ন ডি অনার❞-এ ভূষিত হয়েছেন।
৪) রিয়াল মাদ্রিদ ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে এইন্টাচট ফ্রাঙ্কফুর্টকে 2-0 গোলে পরাজিত করে পঞ্চমবারের জন্য 2022 UEFA কাপ জয়লাভ করেছে।
৫) চেন্নাইতে অনুষ্ঠিত 44তম দাবা অলিম্পিয়াডে ভারতের পুরুষ এবং মহিলা দল ব্রোঞ্জ পদক জিতেছেন।
৬) কারগিল বিজয়ের নায়ক যোগেন্দ্র সিং যাদবের জীবনী মূলক রচনা ❝ব্রাভো যাদব❞ শিরোনামে বইটি রচনা করেছেন দীপক সিংহ।
৭) সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানার পানিপথে ❝2G ইথনল প্লান্টের❞ ভিত্তিস্থাপন করেছেন।
৮) উত্তরাখন্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন ঋষভ পান্থ।
৯) দক্ষিণ আফ্রিকার আম্পায়ার রুডি কর্টজন সম্প্রতি প্রয়াত হয়েছেন।
১০) ❝Fish and Seafood❞ নামক শিরোনামে বইটি লিখেছেন পুরুষোত্তম রুপালা। এই বর্তমানে কেন্দ্রীয় মৎস এবং পশুপালন মন্ত্রীর পদে নিযুক্ত রয়েছেন।
১১) সম্প্রতি লন্ডনে আয়োজিত 2022 Fencing Championship -এ ভবানী দেবী স্বর্ন পদক জিতেছেন।