আজকের বিষয় পৃথিবীর বৃহত্তম, উচ্চতম এবং দীর্ঘতম সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরা হয়েছে। যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবেই। নিম্নে পৃথিবীর বৃহত্তম, উচ্চতম এবং দীর্ঘতম দিকগুলো আলোচনা করা হল।
- বৃহত্তম মহাদেশ হল- এশিয়া।
- ক্ষুদ্রতম মহাদেশ হল- অস্ট্রেলিয়া।
- পৃথিবীর বৃহত্তম মহাসাগর - প্রশান্ত মহাসাগর।
- গভীরতম মহাসাগর - প্রশান্ত মহাসাগর।
- পৃথিবীর বৃহত্তম মরুভূমি- সাহারা মরুভূমি (উত্তর আমেরিকা)
- পৃথিবীর উচ্চতম পর্বত- মাউন্ট এভারেস্ট।
- পৃথিবীর দীর্ঘতম পর্বত- আন্দিজ পর্বত (দক্ষিণ আমেরিকা)
- পৃথিবীর উচ্চতম পর্বতমালা- হিমালয় পর্বতমালা।
- পৃথিবীর বৃহত্তম মালভূমি- পামির মালভূমি।
- পৃথিবীর বৃহত্তম দ্বীপ- গ্রীনল্যান্ড।
- সবচেয়ে শুষ্কতম স্থান - আটা-কামা মরুভূমি। (চিলি তে অবস্থিত)
- পৃথিবীর বৃহত্তম সাগর- দক্ষিণ চীন সাগর।
- পৃথিবীর বৃহত্তম উপসাগর -মেক্সিকো উপসাগর।
- পৃথিবীর দীর্ঘতম নদী -নীলনদ। (আফ্রিকা, ৬৬৯০ কিমি)
- পৃথিবীর দীর্ঘতম নদী - আমাজন (দক্ষিণ আমেরিকা)
- পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত - ভিক্টোরিয়া জলপ্রপাত।
- পৃথিবীর উচ্চতম জলপ্রপাত- angel জলপ্রপাত।
- পৃথিবীর বৃহত্তম দেশ আয়তনে - রাশিয়া।
- আয়তনে দ্বিতীয় বৃহত্তম দেশ- কানাডা।
- আয়তনে তৃতীয় বৃহত্তম দেশ- চীন।
- আয়তনে সপ্তম বৃহত্তম দেশ-ভারত।
________________________________________________
- মাইটোকন্ড্রিয়া, কোশপ্রাচীর ও কোশপর্দা সম্পর্কে বিস্তারিত পড়ুন
- কাঞ্চির পল্লব বংশ সম্পর্কে বিস্তারিত পড়ুন
- দাস (slave) বংশ সম্পর্কে বিস্তারিত পড়ুন
________________________________________________
- জনসংখ্যার বিচারে পৃথিবীর বৃহত্তম দেশ- চীন।
- জনসংখ্যার বিচারে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ- ভারত।
- পৃথিবীর ক্ষুদ্রতম দেশ- ভ্যাটিকান সিটি।
- পৃথিবীর দীর্ঘতম বিমানবন্দর- রাজা খালিশ আন্তর্জাতিক বিমানবন্দর। (সৌদি আরব)
- পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর- শিকাগো আন্তর্জাতিক বিমানবন্দর। (আমেরিকা)
- পৃথিবীর দীর্ঘতম রেল স্টেশন- গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল (আমেরিকা)
- পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম- গোরখপুর, উত্তর প্রদেশ।
- পৃথিবীর দীর্ঘতম রেলপথ - ট্রান্স সাইবেরিয়ান রেলপথ।
- পৃথিবীর উচ্চতম রেল স্টেশন -ঘুম( ভারত)
- পৃথিবীর উচ্চতম স্থান- আজিরিয়া (লিবিয়া)
- পৃথিবীর বৃহত্তম মঠ - তুবুং মঠ (তিব্বত)
- পৃথিবীর বৃহত্তম মসজিদ- জামা মসজিদ
- পৃথিবীর দীর্ঘতম প্রণালী- মালাক্কা প্রণালী (মালয়েশিয়া ও সুমাত্রার মধ্যবর্তী স্থানে অবস্থিত।)
- আয়তনের দিক দিয়ে দীর্ঘতম প্রণালী- মোজাম্বিক প্রণালী।
- পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ- কাস্পিয়ান সাগর।
- পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ- ইন্দোনেশিয়া।
- পৃথিবীর বৃহত্তম মূর্তি - সর্দার বল্লভ ভাই প্যাটেল।(ভারত)
- পৃথিবীর বৃহত্তম দ্বীপ- গ্রীনল্যান্ড।
________________________________________________
- প্রস্তুতি যাচাই করুন - অনলাইন জিকে মক টেস্ট
- গৌড়ের বা বাংলার স্বাধীন রাজবংশ সম্পর্কে জানুন।
- তুঘলক বংশ সম্পর্কে বিস্তারিত জানুন।
- জৈনধর্ম ও জৈন সন্মেলন সম্পর্কে জানুন।