Daily Current Affairs July 31-07-2022 in Bengali | বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স


  • বাংলাদেশে ভারতের নতুন হাই-কমিশনার নিযুক্ত হলেন- প্রনয় কুমার বর্মা।
  • কমনওয়েলথ গেমস ২০২২ এর প্রথম খেলোয়াড় হিসেবে ভারতীয় ❝সংকেত সরগর❞ রৌপ্য পদক জিতেছেন। তিনি পুরুষের 55 কেজি ইভেন্টে মোট ২৪৮ কেজি আর তুলে রৌপ্য পদক জিতেছেন।
  • World Ranger day বিশ্বব্যাপী ৩১ শে জুলাই উদযাপন করা হয়। প্রকৃতি সংরক্ষণে পার্ক রেঞ্জারদের অবদানকে সম্মান জানাতে ইন্টারন্যাশনাল রেঞ্জার ফেডারেশন কর্তৃক এই দিবস পালন করেন।
  • মধ্য আফ্রিকার অ্যাংগুলা দেশে একটি বিরল খাঁটি গোলাপি হীরে পাওয়া গেছে। এটি একটি 170 ক্যারেটের গোলাপি হীরে। এর নাম দেওয়া হয়েছে ❝দ্য লুলো রোজ❞।
  • কেরালা সরকার ❝কেরালা সাভারি❞ নামক একটি অনলাইন ক্যাব পরিষেবা চালু করেছে। এই প্রথম কোন রাজ্য দেশে অনলাইন ট্যাক্সি পরিষেবা চালু করেছে। 
  • 30 জুলাই  International Friendship Day  প্রতি বছর পালন করা হয়। বিশ্ব সংস্থা ❝ওয়াল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেড❞ দ্বারা 1958 সালে প্রথম পালিত হয়েছে।
  • Commonwealth Games 2022 এর সর্বকনিষ্ঠ খেলোয়াড় নাম হল অনাহত সিং। তিনি মাত্র 14 বছর বয়সী। তিনি স্কোয়াশ ও ব্যাটমিন্টন খেলার সাথে যুক্ত। 
  • ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল মহিলাদের অধিকার সচেতনতার জন্য ❝মহাতারি ন্যায় রথ❞ স্কিম চালু করেছে। 
  • দীলেশ শহরা ফাউন্ডেশন কর্তৃক জন সাধারনের মধ্যে ভারতীয় সংগীত প্রচারের জন্য ❝দীনেশ শহরা লাইফটাইম অ্যাওয়ার্ড ❞ চালু করেছে। 
  • 35 বছর বয়সী জার্মান ফর্মুলা ওয়ান কার রেসিং ড্রাইভার ❝সেবাস্তিয়ান ভেটেল❞ অবসর ঘোষণা করেছেন। তিনি চার বারের F1 কার রেসিং চ্যাম্পিয়ন ছিলেন। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad