Daily Current Affairs July 31-07-2022 in Bengali | বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
AdminJuly 31, 2022
0
বাংলাদেশে ভারতের নতুন হাই-কমিশনার নিযুক্ত হলেন- প্রনয় কুমার বর্মা।
কমনওয়েলথ গেমস ২০২২ এর প্রথম খেলোয়াড় হিসেবে ভারতীয় ❝সংকেত সরগর❞ রৌপ্য পদক জিতেছেন। তিনি পুরুষের 55 কেজি ইভেন্টে মোট ২৪৮ কেজি আর তুলে রৌপ্য পদক জিতেছেন।
World Ranger day বিশ্বব্যাপী ৩১ শে জুলাই উদযাপন করা হয়। প্রকৃতি সংরক্ষণে পার্ক রেঞ্জারদের অবদানকে সম্মান জানাতে ইন্টারন্যাশনাল রেঞ্জার ফেডারেশন কর্তৃক এই দিবস পালন করেন।
মধ্য আফ্রিকার অ্যাংগুলা দেশে একটি বিরল খাঁটি গোলাপি হীরে পাওয়া গেছে। এটি একটি 170 ক্যারেটের গোলাপি হীরে। এর নাম দেওয়া হয়েছে ❝দ্য লুলো রোজ❞।
কেরালা সরকার ❝কেরালা সাভারি❞ নামক একটি অনলাইন ক্যাব পরিষেবা চালু করেছে। এই প্রথম কোন রাজ্য দেশে অনলাইন ট্যাক্সি পরিষেবা চালু করেছে।
30 জুলাই International Friendship Day প্রতি বছর পালন করা হয়। বিশ্ব সংস্থা ❝ওয়াল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেড❞ দ্বারা 1958 সালে প্রথম পালিত হয়েছে।
Commonwealth Games 2022 এর সর্বকনিষ্ঠ খেলোয়াড় নাম হল অনাহত সিং। তিনি মাত্র 14 বছর বয়সী। তিনি স্কোয়াশ ও ব্যাটমিন্টন খেলার সাথে যুক্ত।
ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল মহিলাদের অধিকার সচেতনতার জন্য ❝মহাতারি ন্যায় রথ❞ স্কিম চালু করেছে।
দীলেশ শহরা ফাউন্ডেশন কর্তৃক জন সাধারনের মধ্যে ভারতীয় সংগীত প্রচারের জন্য ❝দীনেশ শহরা লাইফটাইম অ্যাওয়ার্ড ❞ চালু করেছে।
35 বছর বয়সী জার্মান ফর্মুলা ওয়ান কার রেসিং ড্রাইভার ❝সেবাস্তিয়ান ভেটেল❞ অবসর ঘোষণা করেছেন। তিনি চার বারের F1 কার রেসিং চ্যাম্পিয়ন ছিলেন।