Daily current affairs July 30-07-2022 in bengali | বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স


  • ২৯ জুলাই ইন্টারন্যাশনাল টাইগার ডে বিশ্বব্যাপী উদযাপন করা হয়। বাঘ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়।2022 সালের থিম- India launches project Tiger to revive the tiger population. 

  • তামিলনাড়ু সরকার 'Chief Minister’s Breakfast Scheme' লঞ্চ করেছে। এর ফলে সমস্ত সরকারি প্রাথমিক স্কুলে শিশুদের জন্য ব্রেকফাস্ট এর খাবার প্রদান করা হবে।

  • ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনের রাষ্ট্রপতি ভালোদিমির জেলেনস্কিকে স্যার উইনস্টন চার্চিল লিডারশীপ পুরষ্কারে ভূষিত করেছে। 

  • Asia Cup 2022 শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল কিন্তু রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারনে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত করা হয়েছে।

  • বিখ্যাত পাঞ্জাবি গায়ক বলবিন্দর সাফরি সম্প্রতি প্রয়াত হয়েছেন। মৃত্যু কালীন তার বয়স হয়েছিল 63। 
  • ভারতে প্রথম মহিলা পরিচালিত সমাবায় ব্যাংক চালু করতে চলেছে রাজস্থান সরকার। এর মাধ্যমে রাজস্থান সরকার নারীর ক্ষমতায়নে প্রচার করবে।

  • ইংল্যান্ডের বার্মিংহামে আলেকজান্ডার স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কমনওয়েলথ গেমসের 22তম সংষ্করন শুরু হয়েছে। মোট 72 টি দল অংশ নিয়েছে। পি ভি সিন্ধু এবং মনপ্রিত সিং উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী ছিলেন। 

  • বাইরের দেশের স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে Indian Space Research Organisation (ISRO) 279 মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। 

  • 28 জুলাই বিশ্বব্যাপী প্রকৃতি সংরক্ষণ দিবস উদ্যাপন করা হয়। 2022 সালের থিম - 'Cut Down Your Plastic'.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad