Daily current affairs July 30-07-2022 in bengali | বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
AdminJuly 30, 2022
0
২৯ জুলাই ইন্টারন্যাশনাল টাইগার ডে বিশ্বব্যাপী উদযাপন করা হয়। বাঘ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়।2022 সালের থিম- India launches project Tiger to revive the tiger population.
তামিলনাড়ু সরকার 'Chief Minister’s Breakfast Scheme' লঞ্চ করেছে। এর ফলে সমস্ত সরকারি প্রাথমিক স্কুলে শিশুদের জন্য ব্রেকফাস্ট এর খাবার প্রদান করা হবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনের রাষ্ট্রপতি ভালোদিমির জেলেনস্কিকে স্যার উইনস্টন চার্চিল লিডারশীপ পুরষ্কারে ভূষিত করেছে।
Asia Cup 2022 শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল কিন্তু রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারনে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত করা হয়েছে।
বিখ্যাত পাঞ্জাবি গায়ক বলবিন্দর সাফরি সম্প্রতি প্রয়াত হয়েছেন। মৃত্যু কালীন তার বয়স হয়েছিল 63।
ভারতে প্রথম মহিলা পরিচালিত সমাবায় ব্যাংক চালু করতে চলেছে রাজস্থান সরকার। এর মাধ্যমে রাজস্থান সরকার নারীর ক্ষমতায়নে প্রচার করবে।
ইংল্যান্ডের বার্মিংহামে আলেকজান্ডার স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কমনওয়েলথ গেমসের 22তম সংষ্করন শুরু হয়েছে। মোট 72 টি দল অংশ নিয়েছে। পি ভি সিন্ধু এবং মনপ্রিত সিং উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী ছিলেন।
বাইরের দেশের স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে Indian Space Research Organisation (ISRO) 279 মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করেছে।
28 জুলাই বিশ্বব্যাপী প্রকৃতি সংরক্ষণ দিবস উদ্যাপন করা হয়। 2022 সালের থিম - 'Cut Down Your Plastic'.