General Knowledge Part-2 | Questions and Answer in bengali

 Important general Awareness 


Bengali general knowledge, general knowledge in bengali, GK in bengali, bengali GK, GK questions in bengali, bengali gk question and answer


1. সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উঃ প্রমথ চৌধুরী


2. রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?

উঃ ক্রিকেট


3. ‘ধূসর পান্ডুলিপি' কাব্য গ্রন্থের রচয়িতা কে ?

উঃ জীবনানন্দ দাশ


4. ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি ?

উঃ Sarojini Naidu


5. গ্রিসের রাজধানীর নাম কি ?

উঃ এথেন্স


6. ভারতের উপরাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ কত বছর ?

উঃ ৫ বছর


7. ICJ কোথায় অবস্থিত ?

উঃ নেদারল্যান্ড    


8. হুতুম পেঁচা কার ছদ্মনাম ?

উঃ কালীপ্রসন্ন সিংহ


9. ভিটামিন A এর রাসায়নিক নাম কি ?

উঃ রেটিনাল


10. National science Day কবে পালন করা হয় ?

উঃ 28 ফেব্রুয়ারি


11. সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় কত সালে ?

উঃ ১৮৫৫ সালে


12. কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম  পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত ?

উঃ শিলিগুড়ি


13. IPL 2021 এর টাইটেল স্পন্সর কে হল ?

উঃ Vivo


14. ‘মা’ প্রকল্প আরম্ভ করেছে কোন রাজ্য সরকার ?

উঃ পশ্চিমবঙ্গ


15. ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে ?

উঃ ব্যাঙ্গালুরু


16. মুর্শিদাবাদের সদর শহরের নাম কি ?

উঃ বহরমপুর


17. প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন ?

উঃ Atmaram Pandurang


18. ব্রাসিলিয়া কোন দেশের রাজধানী নাম ?

উঃ ব্রাজিল

 

19. RBI এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ?

উঃ মুম্বাই


20. সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন ?

উঃ হরিষেন


21. নিচের মধ্যে কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয় ?

উঃ ভুটান


22. I-Leagve কোন খেলার সঙ্গে যুক্ত ?

উঃ ফুটবল


23. ভারতের গ্লাসগো বলা হয় ?

উঃ হাওড়া


24. সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?

উঃ ক্রিকেট


25. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল ?

উঃ ১৫৫৬


26. নন্দকানন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

উঃ ওড়িশা


27. প্রফেসর শঙ্কু চরিত্রের স্রষ্টা কে ?

উঃ সত্যজিৎ রায়


28. অনিলা দেবী কার ছদ্মনাম ?

উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়


29. সুরাট কোন নদীর তীরে অবস্থিত ?

উঃ তাপ্তি


30. CIL এর ফুল ফর্ম কি ?

উঃ Coal India Limited


31. P. V. Sindhu কোন খেলার সঙ্গে যুক্ত ?

উঃ ব্যাডমিন্টন


32. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ‘দেশবন্ধু’ নামে পরিচিত ?

উঃ চিত্তরঞ্জন দাস


33. বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

উঃ হকি


34. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল ?

উঃ ১৯১৯ সালে


35. DNA— এর ফুল ফর্ম কি ?

উঃ ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড


36. নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত ?

উঃ মৎস চাষ


Also Read >>

General Knowledge in bengali Part- 1 (link)

General Knowledge in bengali Part- 3 (link)




37. অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত ?

উঃ শুটিং


38. মনিপুরের রাজধানীর নাম কি ?

উঃ ইম্ফল


39. National Youth Day কবে পালন করা হয় ?

উঃ ১২ ই আগস্ট


40. ‘সমাচার দর্পণ’ কত সালে প্রকাশিত হয় ?

উঃ ১৮১৮


41. উড়ন্ত মাছের দেশ বলা হয় ?

উঃ বার্বাডোস


42. কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত ?

উঃ কর্ণাটক


43. বীরবল কার ছদ্মনাম ?

উঃ প্রমথ চৌধুরী


44. Wankhede Stadium কোথায় অবস্থিত ?

উঃ মুম্বাই


45. ‘বুদ্ধচরিত’ কে রচনা করেন ?

উঃ অশ্বঘোষ


46. মুর্শিদাবাদ জেলা কে দুই ভাগে ভাগ করেছে কোন নদী ?

উঃ ভাগীরথী


47. State Bank of India এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উঃ মুম্বাই    


48. সম্প্রতি আসামের নতুন D.S.P হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কে ?

উঃ হিমা দাস  


49. Rajasthan এর রাজধানীর নাম কি ?

উঃ জয়পুর   


50. ক্রেতা সুরক্ষা আইন কত সালে পাশ হয় ?

উঃ ১৯৮৬  


51. Canada Cup কোন খেলার সঙ্গে যুক্ত ?

উঃ গলফ    


52. পাইক বিদ্রোহ কত সালে হয়েছিল ?

উঃ ১৮১৭  


53. কালিম্পং জেলা কত সালে গঠিত হয় ?

উঃ 2017  


54. ডান্ডি পদযাত্রা কোন সালে হয়েছিল ?

উঃ 1930   


55. কোন ক্রিকেটার সর্ব প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছেন ?

উঃ শচীন তেন্ডুলকার    

 

56. Bandipur National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উঃ কর্ণাটক  


57. ভারতবর্ষের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি ?  

উঃ M. Venkaiah Naidu

 

58. রক্তচাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?

উঃ স্ফিগমোম্যানোমিটার  


59. ভারতের সবচেয়ে ধীরগতির ট্রেনের নাম কি ?

উঃ নীলগিরি প্যাসেঞ্জার    


60. NSG কত

সালে প্রতিষ্ঠিত হয় ?  

উঃ 1986  


61. NATO-র হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ?

উঃ ব্রাসেলস   

 

62. বর্তমান ভারতে হাইকোর্টের সংখ্যা মোট কতগুলি ?

উঃ 25 টি


63. বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় ?

উঃ 5ই জুন

 

64. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?

উঃ প্রফুল্লচন্দ্র ঘোষ  


65. কোন দিনটিকে জলবিষুব বলা হয় ?

উঃ 23শে সেপ্টেম্বর  


66. "সাইবেরিয়ার নীল নয়ন" বা "সাইবেরিয়ার মুক্তা" নামে পরিচিত ছিল ?

উঃ বৈকাল হ্রদ  


67. ভাকরা নাঙ্গাল বাঁধ হিমাচল প্রদেশের কোন নদীর উপর  নির্মিত হয়েছে ?

উঃ শতদ্রু নদী  


68. "পঞ্চতন্ত্র "কে রচনা করেছেন ?

উঃ বিষ্ণু শর্মা   


69. নিখিল বন্দ্যোপাধ্যায় কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?

উঃ সেতার   


70. 'বাবরের প্রার্থনা' কাব্যগ্রন্থের রচয়িতা কে ?

উঃ শঙ্খ ঘোষ

 

71. যাযাবর কার ছদ্মনাম ?

উঃ বিনয় মুখোপাধ্যায়

Bengali general knowledge, general knowledge in bengali, GK in bengali, bengali GK, GK questions in bengali, bengali gk question and answer

 Also Read >>

General Knowledge Part - 4 (link)

General Knowledge Part - 1 (link)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad