Important general Awareness
Bengali general knowledge, general knowledge in bengali, GK in bengali, bengali GK, GK questions in bengali, bengali gk question and answer
1. সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উঃ প্রমথ চৌধুরী
2. রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ক্রিকেট
3. ‘ধূসর পান্ডুলিপি' কাব্য গ্রন্থের রচয়িতা কে ?
উঃ জীবনানন্দ দাশ
4. ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি ?
উঃ Sarojini Naidu
5. গ্রিসের রাজধানীর নাম কি ?
উঃ এথেন্স
6. ভারতের উপরাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ কত বছর ?
উঃ ৫ বছর
7. ICJ কোথায় অবস্থিত ?
উঃ নেদারল্যান্ড
8. হুতুম পেঁচা কার ছদ্মনাম ?
উঃ কালীপ্রসন্ন সিংহ
9. ভিটামিন A এর রাসায়নিক নাম কি ?
উঃ রেটিনাল
10. National science Day কবে পালন করা হয় ?
উঃ 28 ফেব্রুয়ারি
11. সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় কত সালে ?
উঃ ১৮৫৫ সালে
12. কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত ?
উঃ শিলিগুড়ি
13. IPL 2021 এর টাইটেল স্পন্সর কে হল ?
উঃ Vivo
14. ‘মা’ প্রকল্প আরম্ভ করেছে কোন রাজ্য সরকার ?
উঃ পশ্চিমবঙ্গ
15. ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে ?
উঃ ব্যাঙ্গালুরু
16. মুর্শিদাবাদের সদর শহরের নাম কি ?
উঃ বহরমপুর
17. প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উঃ Atmaram Pandurang
18. ব্রাসিলিয়া কোন দেশের রাজধানী নাম ?
উঃ ব্রাজিল
19. RBI এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ?
উঃ মুম্বাই
20. সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন ?
উঃ হরিষেন
21. নিচের মধ্যে কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয় ?
উঃ ভুটান
22. I-Leagve কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ফুটবল
23. ভারতের গ্লাসগো বলা হয় ?
উঃ হাওড়া
24. সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ক্রিকেট
25. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল ?
উঃ ১৫৫৬
26. নন্দকানন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উঃ ওড়িশা
27. প্রফেসর শঙ্কু চরিত্রের স্রষ্টা কে ?
উঃ সত্যজিৎ রায়
28. অনিলা দেবী কার ছদ্মনাম ?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
29. সুরাট কোন নদীর তীরে অবস্থিত ?
উঃ তাপ্তি
30. CIL এর ফুল ফর্ম কি ?
উঃ Coal India Limited
31. P. V. Sindhu কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ব্যাডমিন্টন
32. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ‘দেশবন্ধু’ নামে পরিচিত ?
উঃ চিত্তরঞ্জন দাস
33. বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ হকি
34. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল ?
উঃ ১৯১৯ সালে
35. DNA— এর ফুল ফর্ম কি ?
উঃ ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড
36. নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত ?
উঃ মৎস চাষ
Also Read >>
General Knowledge in bengali Part- 1 (link)
General Knowledge in bengali Part- 3 (link)
37. অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত ?
উঃ শুটিং
38. মনিপুরের রাজধানীর নাম কি ?
উঃ ইম্ফল
39. National Youth Day কবে পালন করা হয় ?
উঃ ১২ ই আগস্ট
40. ‘সমাচার দর্পণ’ কত সালে প্রকাশিত হয় ?
উঃ ১৮১৮
41. উড়ন্ত মাছের দেশ বলা হয় ?
উঃ বার্বাডোস
42. কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উঃ কর্ণাটক
43. বীরবল কার ছদ্মনাম ?
উঃ প্রমথ চৌধুরী
44. Wankhede Stadium কোথায় অবস্থিত ?
উঃ মুম্বাই
45. ‘বুদ্ধচরিত’ কে রচনা করেন ?
উঃ অশ্বঘোষ
46. মুর্শিদাবাদ জেলা কে দুই ভাগে ভাগ করেছে কোন নদী ?
উঃ ভাগীরথী
47. State Bank of India এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ মুম্বাই
48. সম্প্রতি আসামের নতুন D.S.P হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কে ?
উঃ হিমা দাস
49. Rajasthan এর রাজধানীর নাম কি ?
উঃ জয়পুর
50. ক্রেতা সুরক্ষা আইন কত সালে পাশ হয় ?
উঃ ১৯৮৬
51. Canada Cup কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ গলফ
52. পাইক বিদ্রোহ কত সালে হয়েছিল ?
উঃ ১৮১৭
53. কালিম্পং জেলা কত সালে গঠিত হয় ?
উঃ 2017
54. ডান্ডি পদযাত্রা কোন সালে হয়েছিল ?
উঃ 1930
55. কোন ক্রিকেটার সর্ব প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছেন ?
উঃ শচীন তেন্ডুলকার
56. Bandipur National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ কর্ণাটক
57. ভারতবর্ষের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি ?
উঃ M. Venkaiah Naidu
58. রক্তচাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ স্ফিগমোম্যানোমিটার
59. ভারতের সবচেয়ে ধীরগতির ট্রেনের নাম কি ?
উঃ নীলগিরি প্যাসেঞ্জার
60. NSG কত
সালে প্রতিষ্ঠিত হয় ?
উঃ 1986
61. NATO-র হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ?
উঃ ব্রাসেলস
62. বর্তমান ভারতে হাইকোর্টের সংখ্যা মোট কতগুলি ?
উঃ 25 টি
63. বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় ?
উঃ 5ই জুন
64. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
উঃ প্রফুল্লচন্দ্র ঘোষ
65. কোন দিনটিকে জলবিষুব বলা হয় ?
উঃ 23শে সেপ্টেম্বর
66. "সাইবেরিয়ার নীল নয়ন" বা "সাইবেরিয়ার মুক্তা" নামে পরিচিত ছিল ?
উঃ বৈকাল হ্রদ
67. ভাকরা নাঙ্গাল বাঁধ হিমাচল প্রদেশের কোন নদীর উপর নির্মিত হয়েছে ?
উঃ শতদ্রু নদী
68. "পঞ্চতন্ত্র "কে রচনা করেছেন ?
উঃ বিষ্ণু শর্মা
69. নিখিল বন্দ্যোপাধ্যায় কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?
উঃ সেতার
70. 'বাবরের প্রার্থনা' কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
উঃ শঙ্খ ঘোষ
71. যাযাবর কার ছদ্মনাম ?
উঃ বিনয় মুখোপাধ্যায়
Bengali general knowledge, general knowledge in bengali, GK in bengali, bengali GK, GK questions in bengali, bengali gk question and answer
Also Read >>