History থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। যেগুলো কোনো না কোনো পরীক্ষায় এসেছে। আগেও কোনো না কোনো পরীক্ষায় আসবে।
◾ গান্ধার শিল্প কোন যুগের?
✅কুষাণ যুগের
◾ পুনা চুক্তি হয় কত সালে?
✅১৯৩২ সালে
◾ মাস্টারদা নামে কে পরিচিত?
✅সূর্য সেন
◾ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন কে করেছিলেন?
✅যতীন দাস
◾ গান্ধী আরউইন চুক্তি অপর নাম কি?
✅দিল্লি চুক্তি
◾ কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন?
✅রামপ্রসাদ বিসমিল
◾ রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়?
✅১৯৩০ সালে
◾ রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয় কত সালে?
✅১৯১৭ সালে
◾ রাওলাট আইন পাস হয় কত সালে?
✅১৯১৯ সালে
◾ খোদা সত্যাগ্রহ হয় কত সালে?
✅১৯১৮ সালে
◾ গান্ধীজী প্রথম সত্যাগ্রহ কোথায় করেন?
✅দক্ষিণ আফ্রিকার নাটালে
◾ ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন?
✅চম্পারনে
◾ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
✅হরিশচন্দ্র মুখোপাধ্যায়
◾ দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয় কত সালে?
✅১৮৭৫ সালে
◾ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে?
✅ফারুকশিয়ার
◾ পাটলিপুত্র কোথায় অবস্থিত?
✅গণ্ডক-গঙ্গা-শোন নদীর সঙ্গমে
◾ ম্যাঙ্গালোরের সন্ধি হয় কত সালে?
✅১৭৮৪ সালে
◾ বৃহৎকথা কে লেখেন?
✅গুণাঢ্য
◾ এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
✅ উইলিয়াম জোন্স
◾ সগৌলির সন্ধি হয় কত সালে?
✅১৮১৬ সালে
◾ কল্পনা দত্ত কিসের সঙ্গে যুক্ত ছিলেন?
✅চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে
◾ বন্দীজীবন কে লেখেন?
✅শচীন সান্যাল
◾ হিন্দু মেলা স্থাপিত হয় কত সালে?
✅১৮৬৭ সালে
◾ ভারতের সশস্ত্র বিপ্লবের জনক কে?
✅বলবন্দ ফাঁড়কে
◾ বন্দেমাতরাম কি?
✅একটি ইংরেজী দৈনিক পত্রিকা
◾ অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদক কে?
✅শচীন্দ্রকুমার বসু
◾ ইলবার্ট বিল আন্দোলন কত সালে হয়?
✅১৮৮৩ সালে
◾ ইস্ট ইন্ডিয়া সোসাইটি তৈরি হয় কত সালে?
✅১৮৬৬ সালে
◾ অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন?
✅শিশির কুমার ঘোষ
◾ পরিব্রাজক রচনা করেন কে?
✅স্বামী বিবেকানন্দ
◾ কোল বিদ্রোহ হয় কত সালে?
✅১৮৩১ সালে
◾ খিলাফত আন্দোলন হয় কত সালে?
✅১৯২০ সালে
◾ দুদুমিয়া কে ছিলেন?
✅ফরাজি আন্দোলনের নেতা
◾ বিজ্ঞান পরিষদ তৈরি হয় কত সালে?
✅১৮৬৪ সালে
◾ শুদ্ধি আন্দোলনের নেতা কে ছিলেন?
✅দয়ানন্দ সরস্বতী
◾ ব্রহ্মানন্দ উপাধি কে পান?
✅কেশব চন্দ্র
◾ ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন?
✅কেশব চন্দ্র
◾ বিশ্বম্ভর কার নাম ছিল?
✅নিমাই এর
◾ শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম কি?
✅বৈষ্ণব
◾ চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি?
✅ব্রহ্মচর্য
◾ অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয়?
✅পোদ্দন
◾ নিকোলো কন্টি কার আমলে ভারতে আসেন?
✅ প্রথম দেব রায়ের আমলে